ETV Bharat / bharat

কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ - Belagavi

Woman Assaulted: একই দিনে এক মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ ৷ গত 21 নভেম্বর ঘটনাটি ঘটে ৷ পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি ৷ একমাসের বেশি সময় পর মহিলা কমিশনের নির্দেশে অভিযোগ নেয় পুলিশ ৷

Woman Assaulted
Woman Assaulted
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 3:55 PM IST

বেলগাভি, 3 জানুয়ারি: অমানবিক ! কর্ণাটকের বেলগাভিতে এক মহিলার সঙ্গে যে ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে, তা ব্যাখ্যা করতে এই একটি শব্দই যথেষ্ট ৷ সেখানে এক মহিলাকে একই দিনে দু’বার অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ উঠেছে ৷ বেলগাভি জেলার ওই ঘটনায় 20 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে ৷ অভিযুক্তদের মধ্যে ছ’জন মহিলা ৷ যদিও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত 21 নভেম্বর ৷ ওই মহিলার দাবি, তাঁদের খামারের পাশে একটি পাইপলাইন বসানো হয় । এর ফলে তাঁদের খামারে জল ঢুকে ফসলের ক্ষতি করে । তিনি বিষয়টি নিয়ে পূর্ত দফতরে অভিযোগ দায়ের করেন ৷ পূর্ত দফতর থেকে কর্মীরা এসে ওই পাইপলাইন সরিয়ে দেয় ৷ এতেই ক্ষেপে যায় ওই পাইপলাইন যারা বসিয়েছিল, তারা ৷ ফলে সে দিন ওই মহিলার সঙ্গে ওই লোকেদের ঝামেলা শুরু হয় ৷

ওই মহিলার দাবি, সেদিন তাঁর উপর 25-30 জন হামলা চালায় ৷ তাঁকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায় ৷ মারধর করে ৷ তাঁকে অর্ধনগ্ন করে দেয় ৷ এর পর তিনি থানায় অভিযোগ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বাসস্ট্যান্ডের কাছে তাঁকে আবার অভিযুক্তরা ধরে ৷ মহিলার বক্তব্য, ‘‘তারা আমাকে অর্ধনগ্ন করে ৷ একটি ঘরে ঢুকিয়ে দেয় এবং আমাকে খুনের হুমকি দেয় । তারা আমার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ৷ তারা আমাকে কিছু নথিতে স্বাক্ষর করতে বাধ্য করে ও সন্ধ্যায় সেখান থেকে আমাকে ছেড়ে দেয় ।"

মহিলার আরও দাবি, এখানেই তাঁর উপর হেনস্তার ঘটনা শেষ হয়নি ৷ স্থানীয় বাইলাহোনগালা থানা শুরুতে তাঁর অভিযোগ নিতে চায়নি৷ ফলে মহিলা কমিশনে অভিযোগ করেন ৷ মহিলা কমিশনের নির্দেশে 30 ডিসেম্বর পুলিশ অভিযোগ দায়ের করে ৷ তার পর তদন্ত শুরু করে ৷ ছ’জন মহিলা-সহ 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

আরও পড়ুন:

  1. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  2. স্ত্রী ও 3 সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
  3. বর্ষবরণের রাতে ঝগড়া, যুবককে কুপিয়ে হত্যা মদ্যপ বন্ধুদের !

বেলগাভি, 3 জানুয়ারি: অমানবিক ! কর্ণাটকের বেলগাভিতে এক মহিলার সঙ্গে যে ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে, তা ব্যাখ্যা করতে এই একটি শব্দই যথেষ্ট ৷ সেখানে এক মহিলাকে একই দিনে দু’বার অর্ধনগ্ন করে মারধরের অভিযোগ উঠেছে ৷ বেলগাভি জেলার ওই ঘটনায় 20 জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে ৷ অভিযুক্তদের মধ্যে ছ’জন মহিলা ৷ যদিও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত 21 নভেম্বর ৷ ওই মহিলার দাবি, তাঁদের খামারের পাশে একটি পাইপলাইন বসানো হয় । এর ফলে তাঁদের খামারে জল ঢুকে ফসলের ক্ষতি করে । তিনি বিষয়টি নিয়ে পূর্ত দফতরে অভিযোগ দায়ের করেন ৷ পূর্ত দফতর থেকে কর্মীরা এসে ওই পাইপলাইন সরিয়ে দেয় ৷ এতেই ক্ষেপে যায় ওই পাইপলাইন যারা বসিয়েছিল, তারা ৷ ফলে সে দিন ওই মহিলার সঙ্গে ওই লোকেদের ঝামেলা শুরু হয় ৷

ওই মহিলার দাবি, সেদিন তাঁর উপর 25-30 জন হামলা চালায় ৷ তাঁকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায় ৷ মারধর করে ৷ তাঁকে অর্ধনগ্ন করে দেয় ৷ এর পর তিনি থানায় অভিযোগ করতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে বাসস্ট্যান্ডের কাছে তাঁকে আবার অভিযুক্তরা ধরে ৷ মহিলার বক্তব্য, ‘‘তারা আমাকে অর্ধনগ্ন করে ৷ একটি ঘরে ঢুকিয়ে দেয় এবং আমাকে খুনের হুমকি দেয় । তারা আমার ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ৷ তারা আমাকে কিছু নথিতে স্বাক্ষর করতে বাধ্য করে ও সন্ধ্যায় সেখান থেকে আমাকে ছেড়ে দেয় ।"

মহিলার আরও দাবি, এখানেই তাঁর উপর হেনস্তার ঘটনা শেষ হয়নি ৷ স্থানীয় বাইলাহোনগালা থানা শুরুতে তাঁর অভিযোগ নিতে চায়নি৷ ফলে মহিলা কমিশনে অভিযোগ করেন ৷ মহিলা কমিশনের নির্দেশে 30 ডিসেম্বর পুলিশ অভিযোগ দায়ের করে ৷ তার পর তদন্ত শুরু করে ৷ ছ’জন মহিলা-সহ 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷

আরও পড়ুন:

  1. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  2. স্ত্রী ও 3 সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
  3. বর্ষবরণের রাতে ঝগড়া, যুবককে কুপিয়ে হত্যা মদ্যপ বন্ধুদের !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.