ETV Bharat / bharat

Modi-Yogi Equation in BJP : যোগী কি মোদির উত্তরাধিকারী নাকি মাথাব্যাথার কারণ ?

উত্তরপ্রদেশে ফের জয়ী বিজেপি (BJP Wins in Uttar Pradesh) ৷ এই জয়ে জতীয়স্তরেও জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গেল ওই রাজ্য়ের মুখ্যমন্ত্রী বিজেপির যোগী আদিত্যনাথের (UP CM Yogi Adityanath) ৷ তাই প্রশ্ন উঠছে, তাহলে কি যোগীই মোদির উত্তরাধিকারী (Will Yogi be the Successor of Narendra Modi in BJP) ? নাকি তাঁর এই জনপ্রিয়তা মোদির মাথাব্যাথার কারণ হবে ?

will yogi be the successor of narendra modi in bjp
Modi-Yogi Equation in BJP : যোগী কি মোদি উত্তরাধিকারী নাকি মাথাব্যাথার কারণ ?
author img

By

Published : Mar 10, 2022, 8:01 PM IST

কলকাতা, 10 মার্চ : 2017 সালে গেরুয়া সুনামিতে উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিরোধীরা ৷ বিজেপির সেই ‘প্রচণ্ড বহুমত’-এ প্রধান মুখ হিসেবে উঠে এসেছিলেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ পাঁচ বছর পর গোরক্ষনাথ মঠের এই মহন্তের উপর ভরসা করেই আরও একবার উত্তরপ্রদেশের নির্বাচনী বৈতরণী পার করল বিজেপি (BJP Wins in Uttar Pradesh) ৷ স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা একধাক্কায় অনেকটাই বেড়ে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ৷

তাঁকে ঘিরে নানা জল্পনাও শুরু হয়েছে ৷ কারও কারও মতে, তিনিই বিজেপিতে মোদির উত্তরাধিকারী ৷ বিজেপিতে ভোটে লড়ার ঊর্ধ্বসীমা 75 বছর ৷ 2024-এর পর তাই ভোটের ময়দানে থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কারণ, ওই বছরই তাঁর 74 বছর বয়স হবে ৷ ফলে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলে, সেটাই মোদির শেষ ‘টার্ম’ হবে ৷

গেরুয়া শিবিরের একাংশের মতে, এই জয় যোগীকে জাতীয় রাজনীতিতে অনেকটাই এগিয়ে দিল ৷ দেশজুড়ে বিজেপির সাধারণ কর্মী-সমর্থকদের মনেও যোগীর উপর আস্থা বাড়ল ৷ আর সেই সূত্রেই নরেন্দ্র মোদির উত্তরাধিকারী হিসেবে দেখছে রাজনৈতিক মহল ৷ মোদির পর দেশে তাঁকে মুখ করেই এগোতে পারে গেরুয়া শিবির (Will Yogi be the Successor of Narendra Modi in BJP) ৷

কিন্তু অন্য একটি মতও ঘুরছে ৷ কারও কারও মতে, উত্তরপ্রদেশে যোগীর এই জয় মোদির মাথাব্যাথার কারণ হতে পারে ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মোদি যেমন গুজরাটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন, যোগীর ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তিনি ক্রমশ বিজেপির 'পোস্টার বয়' হয়ে উঠছেন ৷ 2024-এ তাই তাঁকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে সামনে রাখার জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ সেক্ষেত্রে তিনিই হয়ে উঠতে পারেন মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথের কাঁটা ৷

কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর রয়েছে সময়ের গর্ভে ৷ সেই সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

কলকাতা, 10 মার্চ : 2017 সালে গেরুয়া সুনামিতে উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বিরোধীরা ৷ বিজেপির সেই ‘প্রচণ্ড বহুমত’-এ প্রধান মুখ হিসেবে উঠে এসেছিলেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) ৷ পাঁচ বছর পর গোরক্ষনাথ মঠের এই মহন্তের উপর ভরসা করেই আরও একবার উত্তরপ্রদেশের নির্বাচনী বৈতরণী পার করল বিজেপি (BJP Wins in Uttar Pradesh) ৷ স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা একধাক্কায় অনেকটাই বেড়ে গেল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ৷

তাঁকে ঘিরে নানা জল্পনাও শুরু হয়েছে ৷ কারও কারও মতে, তিনিই বিজেপিতে মোদির উত্তরাধিকারী ৷ বিজেপিতে ভোটে লড়ার ঊর্ধ্বসীমা 75 বছর ৷ 2024-এর পর তাই ভোটের ময়দানে থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কারণ, ওই বছরই তাঁর 74 বছর বয়স হবে ৷ ফলে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হলে, সেটাই মোদির শেষ ‘টার্ম’ হবে ৷

গেরুয়া শিবিরের একাংশের মতে, এই জয় যোগীকে জাতীয় রাজনীতিতে অনেকটাই এগিয়ে দিল ৷ দেশজুড়ে বিজেপির সাধারণ কর্মী-সমর্থকদের মনেও যোগীর উপর আস্থা বাড়ল ৷ আর সেই সূত্রেই নরেন্দ্র মোদির উত্তরাধিকারী হিসেবে দেখছে রাজনৈতিক মহল ৷ মোদির পর দেশে তাঁকে মুখ করেই এগোতে পারে গেরুয়া শিবির (Will Yogi be the Successor of Narendra Modi in BJP) ৷

কিন্তু অন্য একটি মতও ঘুরছে ৷ কারও কারও মতে, উত্তরপ্রদেশে যোগীর এই জয় মোদির মাথাব্যাথার কারণ হতে পারে ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মোদি যেমন গুজরাটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন, যোগীর ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তিনি ক্রমশ বিজেপির 'পোস্টার বয়' হয়ে উঠছেন ৷ 2024-এ তাই তাঁকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে সামনে রাখার জল্পনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ সেক্ষেত্রে তিনিই হয়ে উঠতে পারেন মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথের কাঁটা ৷

কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর রয়েছে সময়ের গর্ভে ৷ সেই সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : BJP Wins in Uttar Pradesh : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.