কর্ণাটক, 13 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে আসনের নিরিখে বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস ৷ বর্তমান ট্রেন্ড বজায় থাকলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে হাত শিবির ৷ কিন্তু, বিজেপি নেতৃত্ব এখনই এত উচ্ছ্বাসের কিছুই দেখছে না ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া দাবি করেছেন, প্রতিটি আসনেই তাঁদের প্রার্থীরা কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন ৷
বেলা বারোটা পর্যন্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনের গণনায় যা ট্রেন্ড তাতে, কর্ণাটকের পুরনো ধারা বজায় থাকছে ৷ অর্থাৎ, প্রতি 5 বছরে সরকারে বদল হচে চলেছে ৷ আর এই মুহূর্তের ট্রেন্ড বলছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস ৷ তবে, এখনই হার মানতে নারাজ বিজেপি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া জানিয়েছেন, গণনা এখনও চলছে ৷ তাই এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক নয় ৷ যে কোনও মুহূর্তে বিজেপি প্রার্থীরা কংগ্রেসের থেকে এগিয়ে যেতে পারেন ৷
তিনি বলেন, "গণনা শুরু হয়েছে ৷ আরও 2-3 ঘণ্টা পরে আমরা একটা ধারণা করতে পারব ৷ তবে, সেটাও চূড়ান্ত ফল হবে না ৷ সেখানেও প্রতিটি আসনে কঠিন লড়াই হবে ৷" তবে, মানুষের রায়ে এখনও পর্যন্ত কংগ্রেস শাসক শিবিরের থেকে এগিয়ে রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সদানন্দ গৌড়া ৷ তিনি বলেন, "আমি এটা মেনে নিচ্ছি এবং আমি বাস্তবটাকে অস্বীকার করছি না ৷ তবে, এখানে কঠিন লড়াই হবে ৷ কারণ, আমাদের বিপক্ষ একজোট হয়েছে ৷" ?যদিও খাতায়-কলমে কোনও দল জোট করে ভোটে লড়েনি ।
আরও পড়ুন: জয়ের হাতছানি পেয়েই সতর্ক কংগ্রেস, সব বিধায়ককে বেঙ্গালুরু যেতে নির্দেশ
কিন্তু, ত্রিমুখী এই লড়াইয়ে 2018 সালের পুনরাবৃত্তি যে ঘটবে না, তা কর্ণাটকের মানুষ বুঝিয়ে দিয়েছে ৷ অন্তত গণনা শুরুর 4 ঘণ্টা পর সেটাই বলছে নির্বাচনী ট্রেন্ড ৷ যেখানে এখনও পর্যন্ত কংগ্রেস 120-র বেশি আসনে এগিয়ে রয়েছে ৷ আর এই ট্রেন্ড বজায় থাকলে কর্ণাটক বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে হাত শিবির ৷