ETV Bharat / bharat

Farm Laws Repeal : আইন প্রত্যাহার হলেও কৃষকদের বাকি দাবিগুলি মিটবে কি ? - Rakesh Tikait

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিতর্কিত কৃষি আইন বাতিল করার ঘোষণা করেছেন ৷ কেন তাঁর সরকার এই সিদ্ধান্ত নিল ? আর তাঁর সরকারের নেওয়া এই সিদ্ধান্তের পর কোন পথে এগোবে কৃষক আন্দোলন ?

why prime minister narendra modi forced to repeal the agriculture act
Farm Laws Repealed : কেন কৃষি আইন প্রত্যাহারে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?
author img

By

Published : Nov 19, 2021, 2:43 PM IST

Updated : Nov 19, 2021, 3:26 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর : বিতর্কিত কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) সেই ঘোষণা করেছেন ৷ আর তার পরই নতুন করে জনমানসে আগ্রহ তৈরি হয়েছে এই কৃষি আইন (Farm Laws) নিয়ে ৷ অনেকেই স্মৃতির পাতার ধুলো ঝেড়ে আরও একবার মনে করতে চাইছেন ঠিক কী কী ছিল কেন্দ্রের জারি করা এই নতুন তিনটি কৃষি আইনে !

আরও পড়ুন : Farm Laws Repeal : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

সেটাই ফিরে দেখা যাক শুরুতে...

2020 সালের 11 সেপ্টেম্বর তিনটি কৃষি আইন সংসদে পাস করায় মোদি সরকার ৷ তার মধ্যে একটি ছিল ফার্মাস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) অ্যাক্ট, 2020 ৷ দ্বিতীয়টি ছিল, ফার্মাস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট, 2020 ৷ তৃতীয়টি ছিল এসেনসিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, 2020 ৷

ফার্মাস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) অ্যাক্ট, 2020 অনুযায়ী, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির ব্যাপ্তি বৃদ্ধি করা হয়েছিল ৷ যেখানে বেশি দাম পাওয়া যাবে, সেখানে বিক্রির সুযোগ দেওয়া হয়েছে ৷ এছাড়া ডিজিটাল ব্যবসা-সহ আরও অনেক ব্যবস্থা রাখা হয়েছিল ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

ফার্মাস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট, 2020 অনুযায়ী, কৃষকরা ফসল বিক্রি নিয়ে চাষের আগে চুক্তি করতে পারবেন ৷ আর এসেনসিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, 2020 অনুযায়ী, বেশ কিছু ফসল মজুতের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয় ৷

এই আইন সংসদে পাস হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয় ৷ দেশের বিভিন্ন অংশে আন্দোলনে নামতে শুরু করেন কৃষকরা ৷ সেই বিক্ষোভের মধ্যেই 27 সেপ্টেম্বর, 2020 তে রাষ্ট্রপতি ওই আইনে সই করেন ৷ তারপর বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পেতে থাকে ৷ 40টি কৃষক সংগঠন একছাতার তলায় এসে তৈরি করে সংযুক্ত কিষান মোর্চা (Samyukt Kisan Morcha) ৷ গত এক বছর ওই মোর্চার ব্যানারে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয় ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra: আসন্ন নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কৃষি আইন প্রত্যাহার মোদির : প্রিয়াঙ্কা

তবে শুধু কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repealed) নয়, ন্যূনতম সহায়ক মূল্য, কিষান মান্ডির ক্ষমতা বৃদ্ধি-সহ আরও একাধিক দাবি ছিল কৃষকদের ৷ ফলে বলা যেতে পারে তাঁদের মূল দাবি মেনে নিল কেন্দ্র ৷ কিন্তু বাকি দাবিগুলির কী হবে, সেটাও একটা প্রশ্ন ৷ এই কিষান আন্দোলনের যিনি মুখ ছিলেন, সেই রাকেশ টিকায়েত (Rakesh Tikait) জানিয়েছেন যে তাঁদের আন্দোলন এখনই শেষ হচ্ছে না ৷ সরকারের কাছ থেকে বাকি দাবিগুলি আদায় তো তাঁরা করবেনই ৷ একই সঙ্গে সংসদেও এই আইন বাতিলের বিষয়টি পাস করাতে হবে ৷

তবে বাকি দাবিগুলি আদায়ে সরকারের সঙ্গে শুধু আলোচনা চালিয়ে যাবেন কৃষকরা, নাকি আলোচনার সঙ্গে আন্দোলনও চলবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন বিক্ষোভকারী কৃষকরা ৷ কিন্তু দিল্লিতে ঢুকতে না পেরে রাজধানীর তিনটি সীমানায় অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা ৷ সেই আন্দোলন এখনও চলছে ৷

আরও পড়ুন : Kangana Ranaut: সমাধান বেত আর স্বৈরতন্ত্রই একমাত্র পথ, কৃষি আইন বাতিলে প্রতিক্রিয়া কঙ্গনার

তার মধ্যেই কেন্দ্রের সঙ্গে সাত দফা বৈঠক হয়েছে ৷ সুপ্রিম কোর্টে মামলা উঠেছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটিও তৈরি হয়েছে ৷ কিন্তু আন্দোলন ওঠেনি ৷ বরং বিভিন্ন জায়গায় মহাপঞ্চায়েত করে আন্দোলনকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন ভারতীয় কিষান ইউনিয়নের রাকেশ টিকায়েতরা ৷

তবে এই আন্দোলন ঘিরে বিতর্কও কম হয়নি ৷ চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় উঠে পতাকা উত্তোলন থেকে টুলকিট ব্যবহার করে কৃষক আন্দোলনকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় গত অক্টোবরের ঘটনা ৷ যেদিন উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষককে গাড়িতে পিষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ বলা যেতে পারে এই ঘটনা কৃষক আন্দোলনকে নতুন করে অক্সিজেন জুগিয়েছিল ৷ ফের দিল্লি চলোর ডাক দিয়েছিলেন কৃষকরা ৷

কিন্তু শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা কৃষক আন্দোলনের অভিমুখ একেবারে বদলে দিল ৷ এবার আন্দোলন চলবে নাকি বন্ধ হয়ে যাবে, আপাতত সেই বল আন্দোলনকারীদের কোর্টে ৷ তাঁরা এবার কী করেন, সেটাই এখন দেখার !

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল শিবসেনা, এনসিপি

নয়াদিল্লি, 19 নভেম্বর : বিতর্কিত কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) সেই ঘোষণা করেছেন ৷ আর তার পরই নতুন করে জনমানসে আগ্রহ তৈরি হয়েছে এই কৃষি আইন (Farm Laws) নিয়ে ৷ অনেকেই স্মৃতির পাতার ধুলো ঝেড়ে আরও একবার মনে করতে চাইছেন ঠিক কী কী ছিল কেন্দ্রের জারি করা এই নতুন তিনটি কৃষি আইনে !

আরও পড়ুন : Farm Laws Repeal : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

সেটাই ফিরে দেখা যাক শুরুতে...

2020 সালের 11 সেপ্টেম্বর তিনটি কৃষি আইন সংসদে পাস করায় মোদি সরকার ৷ তার মধ্যে একটি ছিল ফার্মাস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) অ্যাক্ট, 2020 ৷ দ্বিতীয়টি ছিল, ফার্মাস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট, 2020 ৷ তৃতীয়টি ছিল এসেনসিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, 2020 ৷

ফার্মাস প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রোমোশন অ্যান্ড ফেসিলিটেশন) অ্যাক্ট, 2020 অনুযায়ী, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির ব্যাপ্তি বৃদ্ধি করা হয়েছিল ৷ যেখানে বেশি দাম পাওয়া যাবে, সেখানে বিক্রির সুযোগ দেওয়া হয়েছে ৷ এছাড়া ডিজিটাল ব্যবসা-সহ আরও অনেক ব্যবস্থা রাখা হয়েছিল ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : সংসদে কৃষি আইন প্রত্যাহার হলেই আন্দোলনে ইতি, জানালেন রাকেশ টিকায়েত

ফার্মাস (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট, 2020 অনুযায়ী, কৃষকরা ফসল বিক্রি নিয়ে চাষের আগে চুক্তি করতে পারবেন ৷ আর এসেনসিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, 2020 অনুযায়ী, বেশ কিছু ফসল মজুতের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয় ৷

এই আইন সংসদে পাস হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয় ৷ দেশের বিভিন্ন অংশে আন্দোলনে নামতে শুরু করেন কৃষকরা ৷ সেই বিক্ষোভের মধ্যেই 27 সেপ্টেম্বর, 2020 তে রাষ্ট্রপতি ওই আইনে সই করেন ৷ তারপর বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পেতে থাকে ৷ 40টি কৃষক সংগঠন একছাতার তলায় এসে তৈরি করে সংযুক্ত কিষান মোর্চা (Samyukt Kisan Morcha) ৷ গত এক বছর ওই মোর্চার ব্যানারে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয় ৷

আরও পড়ুন : Priyanka Gandhi Vadra: আসন্ন নির্বাচনে হার নিশ্চিত বুঝেই কৃষি আইন প্রত্যাহার মোদির : প্রিয়াঙ্কা

তবে শুধু কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repealed) নয়, ন্যূনতম সহায়ক মূল্য, কিষান মান্ডির ক্ষমতা বৃদ্ধি-সহ আরও একাধিক দাবি ছিল কৃষকদের ৷ ফলে বলা যেতে পারে তাঁদের মূল দাবি মেনে নিল কেন্দ্র ৷ কিন্তু বাকি দাবিগুলির কী হবে, সেটাও একটা প্রশ্ন ৷ এই কিষান আন্দোলনের যিনি মুখ ছিলেন, সেই রাকেশ টিকায়েত (Rakesh Tikait) জানিয়েছেন যে তাঁদের আন্দোলন এখনই শেষ হচ্ছে না ৷ সরকারের কাছ থেকে বাকি দাবিগুলি আদায় তো তাঁরা করবেনই ৷ একই সঙ্গে সংসদেও এই আইন বাতিলের বিষয়টি পাস করাতে হবে ৷

তবে বাকি দাবিগুলি আদায়ে সরকারের সঙ্গে শুধু আলোচনা চালিয়ে যাবেন কৃষকরা, নাকি আলোচনার সঙ্গে আন্দোলনও চলবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর দিল্লি চলোর ডাক দিয়েছিলেন বিক্ষোভকারী কৃষকরা ৷ কিন্তু দিল্লিতে ঢুকতে না পেরে রাজধানীর তিনটি সীমানায় অবস্থান-বিক্ষোভ শুরু করেন তাঁরা ৷ সেই আন্দোলন এখনও চলছে ৷

আরও পড়ুন : Kangana Ranaut: সমাধান বেত আর স্বৈরতন্ত্রই একমাত্র পথ, কৃষি আইন বাতিলে প্রতিক্রিয়া কঙ্গনার

তার মধ্যেই কেন্দ্রের সঙ্গে সাত দফা বৈঠক হয়েছে ৷ সুপ্রিম কোর্টে মামলা উঠেছে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটিও তৈরি হয়েছে ৷ কিন্তু আন্দোলন ওঠেনি ৷ বরং বিভিন্ন জায়গায় মহাপঞ্চায়েত করে আন্দোলনকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছেন ভারতীয় কিষান ইউনিয়নের রাকেশ টিকায়েতরা ৷

তবে এই আন্দোলন ঘিরে বিতর্কও কম হয়নি ৷ চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লায় উঠে পতাকা উত্তোলন থেকে টুলকিট ব্যবহার করে কৃষক আন্দোলনকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় গত অক্টোবরের ঘটনা ৷ যেদিন উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষককে গাড়িতে পিষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে ৷ বলা যেতে পারে এই ঘটনা কৃষক আন্দোলনকে নতুন করে অক্সিজেন জুগিয়েছিল ৷ ফের দিল্লি চলোর ডাক দিয়েছিলেন কৃষকরা ৷

কিন্তু শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা কৃষক আন্দোলনের অভিমুখ একেবারে বদলে দিল ৷ এবার আন্দোলন চলবে নাকি বন্ধ হয়ে যাবে, আপাতত সেই বল আন্দোলনকারীদের কোর্টে ৷ তাঁরা এবার কী করেন, সেটাই এখন দেখার !

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল শিবসেনা, এনসিপি

Last Updated : Nov 19, 2021, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.