ETV Bharat / bharat

Subramanian Swamy: কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা, বিজেপির অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন স্বামীর - সুব্রহ্মণ্যম স্বামীর খবর

কোন আইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রোম (Rome) সফরে যেতে বাধা দিল কেন্দ্রীয় সরকার ? টুইটে এই প্রশ্নে সরব হলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷

Why Home Ministry prevented Mamata Banerjee from attending an international conference in Rome, asks Subramanian Swamy
কোন আইনে মমতাকে রোমে যেতে বাধা কেন্দ্রের ? স্বামীর প্রশ্নে অস্বস্তিতে বিজেপি
author img

By

Published : Sep 26, 2021, 2:15 PM IST

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম (Rome) সফরে কেন্দ্রের বাধা দেওয়া নিয়ে এ বার তোপ দাগলেন স্বয়ং বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ তাঁর প্রশ্ন, কোন আইনের বলে আটকানো হল মুখ্যমন্ত্রীকে ? এই নিয়ে টুইটে সরব হয়ে সংবিধানের পাঠও শেখাতে চেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ৷

অক্টোবরের 6 এবং 7 তারিখে রোমে বিশ্ব শান্তি বৈঠকের আয়োজন করেছে ইতালির একটি বেসরকারি সংগঠন । তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে সেই অনুষ্ঠানে । আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন । সেই মতোই তাঁর সফরসূচি চূড়ান্ত করা হয়ে যায় । ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন । সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন মমতা । তখনই নবান্নে আচমকা কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠি এসে পৌঁছয় ৷ জানা যায়, মমতাকে রোম যাত্রার অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক ৷ অনুমতি না-দেওয়ার কারণ হিসেবে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই সফর 'সঙ্গতিপূর্ণ নয় ৷'

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ টুইটারে সরব হয়েছেন বিজেপির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ তিনি লিখেছেন, "কেন রোমে আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক ? তাঁর যাওয়ার ক্ষেত্রে কোন আইন বাধা হয়ে দাঁড়াল ?"

  • Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মোদি আমেরিকায়, অথচ কেন্দ্রের হিংসায় রোমে যেতে পারলাম না ; তোপ মমতার

অপর টুইটে স্বামী এই নিয়ে আরও লেখেন, "আমার মনে হচ্ছে যে, সংবিধানের 19 নং ধারা নিয়ে আমার পাঠ দেওয়া উচিত ৷ সেখানে উল্লেখ করা ধারাগুলির মধ্যে এটা বলা আছে যে, পর্যটন হল ব্যক্তির মৌলিক অধিকার, তবে সে ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে ৷ সুপ্রিম কোর্ট এই বিধিনিষেধগুলির সুযোগ নিয়ে বহু রায় দিয়েছে ৷ তবে এই সুযোগগুলির মধ্যে এমন কিছু নেই যা 'মুখ্যমন্ত্রীর জন্য সঙ্গতিপূর্ণ নয়'-এর কারণ হতে পারে ৷"

  • I think I should do a tutorial on Article 19 of the Constitution which includes freedom of travel as a fundamental right but subject to reasonable restrictions. SC in many judgments has given the scope of these restrictions. But scope does not include reason of “not fit for CM”

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মমতার রোম যাত্রার অনুমতি দিল না কেন্দ্র, চিঠি নবান্নকে

মমতার রোমযাত্রা রুখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে স্বয়ং বিজেপি নেতা প্রশ্ন তোলায় স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়ার কথা বিজেপির ৷ এই নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কলিন লেনে ভোটপ্রচারে গিয়ে তিনি বলেন, বিজেপি তাঁকে হিংসা করে ৷ হিংসা থেকেই তাঁকে রোমে যেতে দিল না কেন্দ্র ৷ অথচ বিজেপির নেতারা যেখানে খুশি যেতে পারে ৷ এ দিক-ও দিক ঘুরে বেড়ালে তাদের সাত খুন মাফ ৷ নরেন্দ্র মোদির সরকার চক্রান্ত করেই তাঁর যাওয়া আটকে দিয়েছে বলে তোপ দাগেন মমতা ৷

আরও পড়ুন, Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়েও কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি ৷ বলেন, "কোভ্যাক্সিনকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ তাহলে কী ভাবে প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়ে আমেরিকা চলে গেলেন ? আমার বেলায় যত বাধা ৷ দেশের প্রতিনিধিত্ব করতেই যাচ্ছিলাম ৷ তাও আটকে দিল ৷"

আরও পড়ুন: Bhabanipur Bye Election : মমতার 'পচাগলা কুকুরের ডেডবডি' মন্তব্যের কড়া সমালোচনা মালব্যের

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম (Rome) সফরে কেন্দ্রের বাধা দেওয়া নিয়ে এ বার তোপ দাগলেন স্বয়ং বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ৷ তাঁর প্রশ্ন, কোন আইনের বলে আটকানো হল মুখ্যমন্ত্রীকে ? এই নিয়ে টুইটে সরব হয়ে সংবিধানের পাঠও শেখাতে চেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ৷

অক্টোবরের 6 এবং 7 তারিখে রোমে বিশ্ব শান্তি বৈঠকের আয়োজন করেছে ইতালির একটি বেসরকারি সংগঠন । তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে সেই অনুষ্ঠানে । আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন । সেই মতোই তাঁর সফরসূচি চূড়ান্ত করা হয়ে যায় । ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন । সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন মমতা । তখনই নবান্নে আচমকা কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠি এসে পৌঁছয় ৷ জানা যায়, মমতাকে রোম যাত্রার অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক ৷ অনুমতি না-দেওয়ার কারণ হিসেবে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর এই সফর 'সঙ্গতিপূর্ণ নয় ৷'

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ টুইটারে সরব হয়েছেন বিজেপির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷ তিনি লিখেছেন, "কেন রোমে আন্তর্জাতিক সম্মেলনে যাওয়া থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দিল স্বরাষ্ট্রমন্ত্রক ? তাঁর যাওয়ার ক্ষেত্রে কোন আইন বাধা হয়ে দাঁড়াল ?"

  • Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মোদি আমেরিকায়, অথচ কেন্দ্রের হিংসায় রোমে যেতে পারলাম না ; তোপ মমতার

অপর টুইটে স্বামী এই নিয়ে আরও লেখেন, "আমার মনে হচ্ছে যে, সংবিধানের 19 নং ধারা নিয়ে আমার পাঠ দেওয়া উচিত ৷ সেখানে উল্লেখ করা ধারাগুলির মধ্যে এটা বলা আছে যে, পর্যটন হল ব্যক্তির মৌলিক অধিকার, তবে সে ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে ৷ সুপ্রিম কোর্ট এই বিধিনিষেধগুলির সুযোগ নিয়ে বহু রায় দিয়েছে ৷ তবে এই সুযোগগুলির মধ্যে এমন কিছু নেই যা 'মুখ্যমন্ত্রীর জন্য সঙ্গতিপূর্ণ নয়'-এর কারণ হতে পারে ৷"

  • I think I should do a tutorial on Article 19 of the Constitution which includes freedom of travel as a fundamental right but subject to reasonable restrictions. SC in many judgments has given the scope of these restrictions. But scope does not include reason of “not fit for CM”

    — Subramanian Swamy (@Swamy39) September 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Mamata Banerjee : মমতার রোম যাত্রার অনুমতি দিল না কেন্দ্র, চিঠি নবান্নকে

মমতার রোমযাত্রা রুখতে কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে স্বয়ং বিজেপি নেতা প্রশ্ন তোলায় স্বাভাবিক ভাবেই অস্বস্তি বাড়ার কথা বিজেপির ৷ এই নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ কলিন লেনে ভোটপ্রচারে গিয়ে তিনি বলেন, বিজেপি তাঁকে হিংসা করে ৷ হিংসা থেকেই তাঁকে রোমে যেতে দিল না কেন্দ্র ৷ অথচ বিজেপির নেতারা যেখানে খুশি যেতে পারে ৷ এ দিক-ও দিক ঘুরে বেড়ালে তাদের সাত খুন মাফ ৷ নরেন্দ্র মোদির সরকার চক্রান্ত করেই তাঁর যাওয়া আটকে দিয়েছে বলে তোপ দাগেন মমতা ৷

আরও পড়ুন, Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়েও কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি ৷ বলেন, "কোভ্যাক্সিনকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি ৷ তাহলে কী ভাবে প্রধানমন্ত্রী কোভ্যাক্সিন নিয়ে আমেরিকা চলে গেলেন ? আমার বেলায় যত বাধা ৷ দেশের প্রতিনিধিত্ব করতেই যাচ্ছিলাম ৷ তাও আটকে দিল ৷"

আরও পড়ুন: Bhabanipur Bye Election : মমতার 'পচাগলা কুকুরের ডেডবডি' মন্তব্যের কড়া সমালোচনা মালব্যের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.