ETV Bharat / bharat

বছরের শেষ সূর্যগ্রহণে আপনার দিনটি কেমন যাবে - বছরের শেষ সূর্যগ্রহণের দিনটি আপনার কেমন কাটবে

আজ এবছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ । গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে । ছাড়বে রাত 11টা 24 মিনিটে । পূর্ণগ্রাস চলবে রাত 8টা 2 মিনিট পর্যন্ত । আর এই দিনটিতে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে তা জেনে নিন । প্রতিকারের উপায়ও বাতলে দেওয়া হল ।

বছরের সর্বশেষ সূর্যগ্রহণে
বছরের সর্বশেষ সূর্যগ্রহণে
author img

By

Published : Dec 14, 2020, 12:00 AM IST

1. মেষ : আজ সূর্যগ্রহণ । তার দরুণ আপনার আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে । স্বাস্থ্যগত কারণে আপনি বিব্রত থাকবেন । একই সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও মনে জাগবে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় গায়ত্রী মন্ত্র জপ করুন ।

2. বৃষ : সূর্যগ্রহণের মুখে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ । আপনার অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা প্রবল । শারীরিক সমস্যায় ভুগতে পারেন । যেমন চোট-আঘাতও লাগতে পারে । আপনার জীবনসঙ্গীরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে । পারিবারিক জীবনে চাপ আরও বাড়তে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় বিষ্ণুর সহস্রনাম জপ করুন ।

3. মিথুন : সূর্যগ্রহণের কারণে আপনার শারীরিক সমস্যা হতে পারে । শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু ওরা সফল হবে না । আপনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন ।

প্রতিকার : শিবের পঞ্চাক্ষর মন্ত্র সূতক দশা থেকে সূর্যগ্রহণের সমাপ্তি পর্যন্ত জপ করুন ।

4. কর্কট : সূর্যগ্রহণের দিন আপনার খরচ বাড়বে আর আয়ও কমতে পারে । গুরুত্বপূর্ণ সব কাজে বিলম্বের দরুণ আপনার মন বিক্ষিপ্ত হয়ে থাকবে । সন্তানদের নিয়েও চিন্তিত থাকবেন । প্রেমজীবনে কঠিন সময় দেখা দিতে পারে ।

প্রতিকার : শিব ও বিষ্ণুমন্ত্র যদি সূর্যগ্রহণের পুরোটা সময় ধরে জপ করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন ।

5. সিংহ : সূর্যগ্রহণের প্রভাব এই রাশির জাতক-জাতিকার উপর খুব একটা দেখা যাবে না । আপনার কাজে সাফল্য পাবেন । আগে থেকে চলতে থাকা যেসব কাজে দেরি হচ্ছিল, সেগুলো শেষ হওয়ায় খুশি হবেন আপনি । আর্থিক দিক থেকে লাভবান হবেন । আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে । পরিবারে সুখ-শান্তি বৃদ্ধি পাবে । জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ করবেন ।

প্রতিকার : আদিত্য হৃদয় স্তোত্র জপ করলে উপকার পাবেন ।

6. কন্যা : সূর্যগ্রহণের কারণেই আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন । আর্থিক দিক থেকে এটা হবে একটা লাভজনক সময় । চেষ্টা করলে আপনি কাজে সাফল্য পাবেন । যে সব কাজে বিঘ্ন ঘটেছে, সেগুলোও ছন্দে ফিরবে । ইতিবাচক পরিবর্তন ঘটবে আর গ্রহরাশির সমাবেশ থেকে আপনার পেশাগত সাফল্যের ইঙ্গিত মিলতে পারে ।

প্রতিকার : বিষ্ণুমন্ত্র জপ করুন ।

7. তুলা : আর্থিক চ্যালেঞ্জ বাড়বে । ব্যয় বৃদ্ধি পাওয়ায় পকেটে টান পড়তে পারে । উচিত হবে লগ্নি এড়িয়ে চলা । কারণ ক্ষতিবৃদ্ধির আশঙ্কা প্রবল । কথা বলার সময় সঠিক ভাষার প্রয়োগ করুন নাহলে অপরদিকের মানুষটির সঙ্গে সমস্যা তৈরি হতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের পুরোটা সময় ধরে লক্ষ্মী ও বিষ্ণুমন্ত্র জপ করুন ।

8. বৃশ্চিক : সূর্যগ্রহণের কারণে দৈহিক সমস্যার জন্য কষ্ট পাবেন । আপনার মানসিক সমস্যাও হতে পারে । চোট-আঘাত লাগতে পারে কিংবা অসুস্থও হয়ে পড়তে পারেন । অকারণ দুর্ভাবনা থেকে দূরে থাকুন । আত্মবিশ্বাস কমে যাচ্ছে বলে মনে হতে পারে । ইতিবাচক জীবনযাপনের চেষ্টা করুন ।

প্রতিকার : সূর্যগ্রহণকালে হনুমান চালিশা জপ করুন ।

9. ধনু : আজ আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে । আর্থিক ক্ষতির যথেষ্ট আশঙ্কা রয়েছে । এই সময় আর্থিক বিনিয়োগ করলে আপনাকে ক্ষতির মুখে পড়তে হতে পারে । শারীরিক ও মানসিক চাপের মুখে পড়তে পারেন । যেহেতু আপনি দুর্বল থাকবেন, সেই কারণে অসুস্থ হয়েও পড়ার আশঙ্কা রয়েছে প্রবল । অকারণে বাইরে যাওয়ার দরুণ আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় বিষ্ণুর সহস্রনাম জপ করুন ।

10. মকর : সূর্যগ্রহণের কারণে এই পর্যায়ে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন । এই সময়ে সেরা সুযোগ পেতে পারেন আর আপনি বিপুল আর্থিক লাভ করতে পারবেন । আপনার শারীরিক সমস্যা হতে পারে । কিন্তু অভীপ্সা পূরণ হওয়ায় আর সময়মতো কাজকর্ম শেষ হওয়ায় আপনি মানসিকভাবে ভালো থাকবেন ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় গায়ত্রী চালিশা জপ করুন ।

11. কুম্ভ : আজ সূর্যগ্রহণের কারণে আপনার তেমন কিছু সমস্যা হবে না । কাজ সম্পন্ন করতে আপনার সকল প্রচেষ্টা সফল হবে । কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে আর আপনি কাজের সুফল লাভ করবেন । অসুখ থেকে সুরক্ষিত থাকুন । বাবার সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন হতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় রামরক্ষা স্তোত্র জপ করুন ।

12. মীন : সূর্যগ্রহণের ফলে আপনার মানসিক সমস্যা ও উদ্বেগ বাড়তে পারে । সন্তানদের নিয়ে দুর্ভাবনায় পড়তে পারেন । তীর্থযাত্রায় গিয়ে তীর্থস্নান করলে সুফল পাবেন । তবে বিনা পরিকল্পনায় হঠাৎ করে কোথাও অকারণে বেরিয়ে না পড়াই ভালো । নাহলে ক্ষতির মুখে পড়তে পারেন । আর্থিক দিক দিয়ে আপনি স্বচ্ছল থাকবেন । সামাজিক মানমর্যাদার হানি ঘটতে পারে ।

প্রতিকার : শিবের পঞ্চাক্ষর মন্ত্র সূর্যগ্রহণের সময় জপ করুন ।

1. মেষ : আজ সূর্যগ্রহণ । তার দরুণ আপনার আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে । স্বাস্থ্যগত কারণে আপনি বিব্রত থাকবেন । একই সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও মনে জাগবে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় গায়ত্রী মন্ত্র জপ করুন ।

2. বৃষ : সূর্যগ্রহণের মুখে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ । আপনার অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা প্রবল । শারীরিক সমস্যায় ভুগতে পারেন । যেমন চোট-আঘাতও লাগতে পারে । আপনার জীবনসঙ্গীরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে । পারিবারিক জীবনে চাপ আরও বাড়তে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় বিষ্ণুর সহস্রনাম জপ করুন ।

3. মিথুন : সূর্যগ্রহণের কারণে আপনার শারীরিক সমস্যা হতে পারে । শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু ওরা সফল হবে না । আপনি কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন ।

প্রতিকার : শিবের পঞ্চাক্ষর মন্ত্র সূতক দশা থেকে সূর্যগ্রহণের সমাপ্তি পর্যন্ত জপ করুন ।

4. কর্কট : সূর্যগ্রহণের দিন আপনার খরচ বাড়বে আর আয়ও কমতে পারে । গুরুত্বপূর্ণ সব কাজে বিলম্বের দরুণ আপনার মন বিক্ষিপ্ত হয়ে থাকবে । সন্তানদের নিয়েও চিন্তিত থাকবেন । প্রেমজীবনে কঠিন সময় দেখা দিতে পারে ।

প্রতিকার : শিব ও বিষ্ণুমন্ত্র যদি সূর্যগ্রহণের পুরোটা সময় ধরে জপ করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন ।

5. সিংহ : সূর্যগ্রহণের প্রভাব এই রাশির জাতক-জাতিকার উপর খুব একটা দেখা যাবে না । আপনার কাজে সাফল্য পাবেন । আগে থেকে চলতে থাকা যেসব কাজে দেরি হচ্ছিল, সেগুলো শেষ হওয়ায় খুশি হবেন আপনি । আর্থিক দিক থেকে লাভবান হবেন । আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে । পরিবারে সুখ-শান্তি বৃদ্ধি পাবে । জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভ করবেন ।

প্রতিকার : আদিত্য হৃদয় স্তোত্র জপ করলে উপকার পাবেন ।

6. কন্যা : সূর্যগ্রহণের কারণেই আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন । আর্থিক দিক থেকে এটা হবে একটা লাভজনক সময় । চেষ্টা করলে আপনি কাজে সাফল্য পাবেন । যে সব কাজে বিঘ্ন ঘটেছে, সেগুলোও ছন্দে ফিরবে । ইতিবাচক পরিবর্তন ঘটবে আর গ্রহরাশির সমাবেশ থেকে আপনার পেশাগত সাফল্যের ইঙ্গিত মিলতে পারে ।

প্রতিকার : বিষ্ণুমন্ত্র জপ করুন ।

7. তুলা : আর্থিক চ্যালেঞ্জ বাড়বে । ব্যয় বৃদ্ধি পাওয়ায় পকেটে টান পড়তে পারে । উচিত হবে লগ্নি এড়িয়ে চলা । কারণ ক্ষতিবৃদ্ধির আশঙ্কা প্রবল । কথা বলার সময় সঠিক ভাষার প্রয়োগ করুন নাহলে অপরদিকের মানুষটির সঙ্গে সমস্যা তৈরি হতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের পুরোটা সময় ধরে লক্ষ্মী ও বিষ্ণুমন্ত্র জপ করুন ।

8. বৃশ্চিক : সূর্যগ্রহণের কারণে দৈহিক সমস্যার জন্য কষ্ট পাবেন । আপনার মানসিক সমস্যাও হতে পারে । চোট-আঘাত লাগতে পারে কিংবা অসুস্থও হয়ে পড়তে পারেন । অকারণ দুর্ভাবনা থেকে দূরে থাকুন । আত্মবিশ্বাস কমে যাচ্ছে বলে মনে হতে পারে । ইতিবাচক জীবনযাপনের চেষ্টা করুন ।

প্রতিকার : সূর্যগ্রহণকালে হনুমান চালিশা জপ করুন ।

9. ধনু : আজ আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে । আর্থিক ক্ষতির যথেষ্ট আশঙ্কা রয়েছে । এই সময় আর্থিক বিনিয়োগ করলে আপনাকে ক্ষতির মুখে পড়তে হতে পারে । শারীরিক ও মানসিক চাপের মুখে পড়তে পারেন । যেহেতু আপনি দুর্বল থাকবেন, সেই কারণে অসুস্থ হয়েও পড়ার আশঙ্কা রয়েছে প্রবল । অকারণে বাইরে যাওয়ার দরুণ আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় বিষ্ণুর সহস্রনাম জপ করুন ।

10. মকর : সূর্যগ্রহণের কারণে এই পর্যায়ে আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন । এই সময়ে সেরা সুযোগ পেতে পারেন আর আপনি বিপুল আর্থিক লাভ করতে পারবেন । আপনার শারীরিক সমস্যা হতে পারে । কিন্তু অভীপ্সা পূরণ হওয়ায় আর সময়মতো কাজকর্ম শেষ হওয়ায় আপনি মানসিকভাবে ভালো থাকবেন ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় গায়ত্রী চালিশা জপ করুন ।

11. কুম্ভ : আজ সূর্যগ্রহণের কারণে আপনার তেমন কিছু সমস্যা হবে না । কাজ সম্পন্ন করতে আপনার সকল প্রচেষ্টা সফল হবে । কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে আর আপনি কাজের সুফল লাভ করবেন । অসুখ থেকে সুরক্ষিত থাকুন । বাবার সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন হতে পারে ।

প্রতিকার : সূর্যগ্রহণের সময় রামরক্ষা স্তোত্র জপ করুন ।

12. মীন : সূর্যগ্রহণের ফলে আপনার মানসিক সমস্যা ও উদ্বেগ বাড়তে পারে । সন্তানদের নিয়ে দুর্ভাবনায় পড়তে পারেন । তীর্থযাত্রায় গিয়ে তীর্থস্নান করলে সুফল পাবেন । তবে বিনা পরিকল্পনায় হঠাৎ করে কোথাও অকারণে বেরিয়ে না পড়াই ভালো । নাহলে ক্ষতির মুখে পড়তে পারেন । আর্থিক দিক দিয়ে আপনি স্বচ্ছল থাকবেন । সামাজিক মানমর্যাদার হানি ঘটতে পারে ।

প্রতিকার : শিবের পঞ্চাক্ষর মন্ত্র সূর্যগ্রহণের সময় জপ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.