নয়াদিল্লি, 10 মে : দেশের চারটি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে কেন এত খারাপ হল দলের ফল ? সোমবার সংশ্লিষ্ট নেতাদের কাছে তারই জবাবদিহি চাইলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ৷ একমাত্র তামিলনাড়ু বাদে কোথাওই ভালো ফল হয়নি জাতীয় কংগ্রেসের ৷ পশ্চিমবঙ্গে তো একটা আসনও জোটেনি দলীয় প্রার্থীদের কপালে ৷ কী কারণে এই ভয়াবহ পরিণাম, দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে এবার তারই জবাব চাইলেন সোনিয়া ৷
এদিন সোনিয়া বলেন, ‘‘দলের ফলাফল নিয়ে খোলাখুলি আমাদের জানান ৷ নেতাদের কাছে আমরা জানতে চাই, কেন আমাদের ফলাফল প্রত্যাশার থেকেও খারাপ হল ৷ এই ফলেই স্পষ্ট আমাদের অন্দরের সমস্য়া ঠিকঠাক করতে হবে ৷’’
সোমবার কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দেন সোনিয়া গান্ধি ৷ সেখানেই উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের হতাশাজনক ফল নিয়ে মুখ খোলেন তিনি ৷
আরও পড়ুন : দেশে বিরোধী জোট প্রয়োজন, কংগ্রেস ছাড়া তা সম্ভব নয়, জানালেন সঞ্জয় রাউত
দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী বলেন, ‘‘এই ভয়াবহ ফলের কারণ আমাদের খতিয়ে দেখতে হবে ৷ এই ফলে আমরা অত্যন্ত হতাশ ৷ আমার পরামর্শ হল, এর কারণ খুঁজতে ছোট ছোট দল তৈরি করে সবটুকু খতিয়ে দেখা হোক এবং দ্রুত তার রিপোর্ট পেশ করা হোক ৷’’