ETV Bharat / bharat

Union Budget 2022 : কৃষি বিল প্রত্যাহার, পঞ্জাব-উত্তরপ্রদেশে নির্বাচনে বাজেট কি ভোটমুখী ?

আজ সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ গতবছরের 29 নভেম্বর কৃষি বিল প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ সামনেই দুই কৃষিপ্রধান রাজ্য পঞ্জাব-উত্তরপ্রদেশে নির্বাচনও রয়েছে ৷ ফলে আজ বাজেটে কৃষিক্ষেত্রের জন্য কী বরাদ্দ থাকে, সেদিকেই তাকিয়ে দেশবাসী (Union Budget 2022) ৷

griculture sector expects from Budget
কৃষি বিল প্রত্যাহার, পঞ্জাব-উত্তরপ্রদেশে নির্বাচনে বাজেট কি ভোটমুখী ?
author img

By

Published : Feb 1, 2022, 9:36 AM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : আজই সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন (Union Budget 2022-23) ৷ প্রথম দফার অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়ে 11 ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে 14 মার্চ ৷ শেষ হবে 8 এপ্রিল ৷

গতবছরের 29 নভেম্বর কৃষি বিল প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ সামনেই দুই কৃষিপ্রধান রাজ্য পঞ্জাব-উত্তরপ্রদেশে নির্বাচনও রয়েছে ৷ ফলে আজ বাজেটে কৃষিক্ষেত্রের জন্য কী বরাদ্দ থাকে, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷ কৃষি দেশের অন্যতম প্রধান ক্ষেত্র ৷ জিডিপি-র প্রায় 18 শতাংশ আসে এই ক্ষেত্র থেকে ৷ 60 শতাংশেরও বেশি ভারতীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্ষেত্রর সঙ্গে যুক্ত ।

2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ক্রমশ এই খাতে বরাদ্দ বেড়েছে । 2021-22 সালে, কৃষি বাজেটের পরিমাণ ছিল 1,23,018 কোটি যা 2020-21 থেকে 14% বেশি । মোদি সরকারের গত সাত বছরের বাজেট অনুযায়ী, এবছরেও একই প্রত্যাশ করছেন দেশের কৃষকরা ৷ ইটিভি ভারত-কে কৃষি বিশেষজ্ঞ এবং ইন্ডিয়ান চেম্বার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার (Indian Chambers of Food and Agriculture) এর চেয়ারম্যান এম জে খান বলেন, ‘‘জৈব চাষ, কৃষি-স্টার্টআপ, কৃষি-উদ্যোক্তা এবং রফতানিকে উন্নত করার প্রয়োজন । সরকার জৈব চাষ সম্পর্কে কথা বলে । বাজেটেও সেই দিকটা নিয়ে কাজ করতে হবে । রাসায়নিক সারের জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হয় কিন্তু জৈব সারের উপর কোনও ভর্তুকি নেই । এছাড়াও, রাসায়নিক সারের উপর জিএসটি 5 শতাংশ যেখানে জৈবসারের উপর 12 শতাংশ । এই বিষয়গুলির সুরাহা করা দরকার ৷’’

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ বৈঠকে, আইসিএফএ চেয়ারম্যান সরকারকে পাঁচটি পরামর্শ দেন ৷ যার মধ্যে রয়েছে যৌথভাবে ব্র্যান্ডেড কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি-উদ্যোক্তাকে উৎসাহিত করতে ইনকিউবেশন সেন্টারের সংখ্যা বৃদ্ধি । এগ্রিকালচার-স্টার্টআপের জন্য, মৎস্য/পোলট্রি/ডেয়ারি শিল্পের জন্য স্কিম এবং কৃষি-রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়া ৷

অন্যদিকে, আরএসএসের সহযোগী কৃষক ইউনিয়ন ভারতীয় কিষান সংঘ (Bhartiya Kisan Sangh) জানিয়েছে, তাদের আশা সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ দ্বিগুণ করবে । বর্তমানে, 2000 টাকার তিনটি সমান কিস্তিতে প্রকল্পের অধীনস্থ সমস্ত কৃষকদের 6,000 টাকা দেওয়া হয় ৷ এটিকে কমপক্ষে 12000 টাকা করার দাবি জানিয়েছে বিকেএস ৷ এছাড়াও সারের ভর্তুকি কোম্পানির অ্যাকাউন্টে নয়, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া, কৃষি পণ্যের উপর জিএসটি কমানো, 15টি জৈব কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ, কৃষকদের দেশীয় ষাঁড় এবং অন্যান্য গবাদি পশুপালনে আর্থিক সহায়তা করার দাবিও জানিয়েছে তাঁরা ।

আরও পড়ুন : Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়

প্রসঙ্গত, সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ মহামারী চলাকালীন, কৃষি একমাত্র ক্ষেত্র যা লাভের আশা দেখিয়েছে । বিশেষজ্ঞদের মতে, 2021-22 সালে এই খাতে আনুমানিক বৃদ্ধি 3.6 শতাংশ । যা আগামী অর্থবছরে প্রায় 4 শতাংশ হবে ৷ তবে, 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছিল তার বাস্তবায়ন কার্যত অবাস্তব ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : আজই সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন (Union Budget 2022-23) ৷ প্রথম দফার অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়ে 11 ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে 14 মার্চ ৷ শেষ হবে 8 এপ্রিল ৷

গতবছরের 29 নভেম্বর কৃষি বিল প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ সামনেই দুই কৃষিপ্রধান রাজ্য পঞ্জাব-উত্তরপ্রদেশে নির্বাচনও রয়েছে ৷ ফলে আজ বাজেটে কৃষিক্ষেত্রের জন্য কী বরাদ্দ থাকে, সেদিকেই তাকিয়ে দেশবাসী ৷ কৃষি দেশের অন্যতম প্রধান ক্ষেত্র ৷ জিডিপি-র প্রায় 18 শতাংশ আসে এই ক্ষেত্র থেকে ৷ 60 শতাংশেরও বেশি ভারতীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ক্ষেত্রর সঙ্গে যুক্ত ।

2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ক্রমশ এই খাতে বরাদ্দ বেড়েছে । 2021-22 সালে, কৃষি বাজেটের পরিমাণ ছিল 1,23,018 কোটি যা 2020-21 থেকে 14% বেশি । মোদি সরকারের গত সাত বছরের বাজেট অনুযায়ী, এবছরেও একই প্রত্যাশ করছেন দেশের কৃষকরা ৷ ইটিভি ভারত-কে কৃষি বিশেষজ্ঞ এবং ইন্ডিয়ান চেম্বার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার (Indian Chambers of Food and Agriculture) এর চেয়ারম্যান এম জে খান বলেন, ‘‘জৈব চাষ, কৃষি-স্টার্টআপ, কৃষি-উদ্যোক্তা এবং রফতানিকে উন্নত করার প্রয়োজন । সরকার জৈব চাষ সম্পর্কে কথা বলে । বাজেটেও সেই দিকটা নিয়ে কাজ করতে হবে । রাসায়নিক সারের জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হয় কিন্তু জৈব সারের উপর কোনও ভর্তুকি নেই । এছাড়াও, রাসায়নিক সারের উপর জিএসটি 5 শতাংশ যেখানে জৈবসারের উপর 12 শতাংশ । এই বিষয়গুলির সুরাহা করা দরকার ৷’’

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ বৈঠকে, আইসিএফএ চেয়ারম্যান সরকারকে পাঁচটি পরামর্শ দেন ৷ যার মধ্যে রয়েছে যৌথভাবে ব্র্যান্ডেড কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি-উদ্যোক্তাকে উৎসাহিত করতে ইনকিউবেশন সেন্টারের সংখ্যা বৃদ্ধি । এগ্রিকালচার-স্টার্টআপের জন্য, মৎস্য/পোলট্রি/ডেয়ারি শিল্পের জন্য স্কিম এবং কৃষি-রফতানি বাড়ানোর ওপর জোর দেওয়া ৷

অন্যদিকে, আরএসএসের সহযোগী কৃষক ইউনিয়ন ভারতীয় কিষান সংঘ (Bhartiya Kisan Sangh) জানিয়েছে, তাদের আশা সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ দ্বিগুণ করবে । বর্তমানে, 2000 টাকার তিনটি সমান কিস্তিতে প্রকল্পের অধীনস্থ সমস্ত কৃষকদের 6,000 টাকা দেওয়া হয় ৷ এটিকে কমপক্ষে 12000 টাকা করার দাবি জানিয়েছে বিকেএস ৷ এছাড়াও সারের ভর্তুকি কোম্পানির অ্যাকাউন্টে নয়, সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া, কৃষি পণ্যের উপর জিএসটি কমানো, 15টি জৈব কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট বরাদ্দ, কৃষকদের দেশীয় ষাঁড় এবং অন্যান্য গবাদি পশুপালনে আর্থিক সহায়তা করার দাবিও জানিয়েছে তাঁরা ।

আরও পড়ুন : Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়

প্রসঙ্গত, সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ মহামারী চলাকালীন, কৃষি একমাত্র ক্ষেত্র যা লাভের আশা দেখিয়েছে । বিশেষজ্ঞদের মতে, 2021-22 সালে এই খাতে আনুমানিক বৃদ্ধি 3.6 শতাংশ । যা আগামী অর্থবছরে প্রায় 4 শতাংশ হবে ৷ তবে, 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা সরকার নিয়েছিল তার বাস্তবায়ন কার্যত অবাস্তব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.