কোটা, 3 ফেব্রুয়ারি: রাজস্থানের কোটায় পড়তে গিয়েছিলেন (Student death in Kota) । সেখানেই ছ'তলা থেকে পা পিছলে পড়ে রাজ্যের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু । বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করা হচ্ছে পুলিশের তরফে । জানা গিয়েছে, নিহত ছাত্র বন্ধুদের সঙ্গে বারান্দায় বসে ছিলেন । পিছনেই লোহার তারজালি লাগানো রেলিং ছিল । সেখানে ভর দিয়ে জুতো পড়তে যাওয়ার সময়েই ওই তারজালি ছিঁড়ে ছ'তলা থেকে নিচে পড়ে যান । দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয় (Bengali Student Died in Kota) ।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমর সিং রাঠোর জানিয়েছেন, যে মৃত ছাত্রের নাম ঈশানাংশু ভট্টাচার্য (20) । জলপাইগুড়ির বাসিন্দা ওই যুবকের বাড়ি মাস্টার কোয়ার্টার প্যারানিয়ার বিএলআর অফিস ওয়ার্ড নং 12-এ । কোটার জওহর নগরে অবস্থিত বাৎসল্য হোস্টেলের 411 নম্বর ঘরে থাকতেন তিনি । ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানান, জুতো পড়তে যাওয়ার সময়েই তারজালি ছিঁড়ে ছ'তলা থেকে নিচে পড়ে যান (West Bengal student dies after falling from Sixth floor) ।
চিকিৎসার জন্য প্রথমে ঝালাওয়ার রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপর তাঁর মরদেহ এমবিএস হাসপাতালে স্থানান্তর করা হয় । 2022 সালের অগস্টে কোটায় এসেছিলেন ঈশানাংশু । নিট (NEET)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ।
আরও পড়ুন: রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু কলকাতার পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে 11টার দিকে হোস্টেলের বারান্দায় বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে গেম খেলছিলেন ইশানাংশু । তবে রাত হওয়ায় হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থী ঘুমানোর জন্য নিজ নিজ কক্ষের দিকে যেতে থাকে, এসময় চপ্পল পরতে গিয়ে ইশানাংশু পা পিছলে ছ'তলা থেকে নিচে পড়ে যান ।