ETV Bharat / bharat

Mamata to visit Delhi: গুচ্ছ কর্মসূচি নিয়ে আজ বিকেলে দিল্লিতে মমতা

সোমবার আগরতলায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee in Tripura) ৷ পাশাপাশি এদিন বিকেলেই নয়াদিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷

Mamata to visit Delhi
গুচ্ছ কর্মসূচি নিয়ে আজ বিকেলে দিল্লিতে মমতা
author img

By

Published : Nov 22, 2021, 9:24 AM IST

Updated : Nov 22, 2021, 12:45 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর : সোমবার সকালে ত্রিপুরার পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ এদিনই বিকেলে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷

গতকাল ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে ৷ জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে দলীয় নেত্রী সায়নী ঘোষকে (saayoni ghosh arrested in Tripura) ৷ এর মধ্যেই সেখানে ফের বাতিল হয়েছে অভিষেকের সভা ৷ পাশাপাশি এদিন বিকেল মমতা দিল্লি সফর কর্মসূচি রয়েছে ৷

এদিন বেলা এগারোটার খানিকটা আগেই ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, মালা রায়-সহ 16 জন তৃণমূল সাংসদ দিল্লির পার্টি অফিসে পৌঁছেছেন । ত্রিপুরায় পুলিশি বর্বরতার অভিযোগে তাঁরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ।

এর আগে জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মমতা ৷ সেটা ছিল বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাঁর প্রথম দিল্লি সফর ৷ সেই সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করে রাজ্যের বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ৷

আগামী 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশনে তৃণমূল কী ভূমিকা নেবে সেই বিষয়ে সম্ভবত দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা করবেন মমতা ৷ তবে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কিনা তা পরিষ্কার হয়নি ৷ পাশাপাশি জানা যায়নি সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও ৷

আরও পড়ুন: সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে সাংসদরা

নয়াদিল্লি, 22 নভেম্বর : সোমবার সকালে ত্রিপুরার পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ এদিনই বিকেলে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to visit Delhi) ৷ দিল্লিতে তিনি থাকবেন 25 নভেম্বর পর্যন্ত ৷

গতকাল ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে ৷ জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে দলীয় নেত্রী সায়নী ঘোষকে (saayoni ghosh arrested in Tripura) ৷ এর মধ্যেই সেখানে ফের বাতিল হয়েছে অভিষেকের সভা ৷ পাশাপাশি এদিন বিকেল মমতা দিল্লি সফর কর্মসূচি রয়েছে ৷

এদিন বেলা এগারোটার খানিকটা আগেই ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, মালা রায়-সহ 16 জন তৃণমূল সাংসদ দিল্লির পার্টি অফিসে পৌঁছেছেন । ত্রিপুরায় পুলিশি বর্বরতার অভিযোগে তাঁরা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ।

এর আগে জুলাই মাসে দিল্লি গিয়েছিলেন মমতা ৷ সেটা ছিল বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাঁর প্রথম দিল্লি সফর ৷ সেই সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করে রাজ্যের বকেয়া-সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ৷

আগামী 29 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশনে তৃণমূল কী ভূমিকা নেবে সেই বিষয়ে সম্ভবত দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা করবেন মমতা ৷ তবে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কিনা তা পরিষ্কার হয়নি ৷ পাশাপাশি জানা যায়নি সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টিও ৷

আরও পড়ুন: সোমবার সকালেই ত্রিপুরায় অভিষেক, অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লিতে সাংসদরা

Last Updated : Nov 22, 2021, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.