ETV Bharat / bharat

বাংলার প্রার্থী বাছাইয়ে মোদির নেতৃত্বে বৈঠক বিজেপির

author img

By

Published : Mar 4, 2021, 11:56 PM IST

লক্ষ্য বাংলা ৷ তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় জনতা পার্টি ৷ তাই আসন ধরে ধরে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রথম দু’দফার সব আসন নিয়ে আলোচনা শেষ হয়নি ৷

বাংলার প্রার্থী বাছাইয়ে মোদির নেতৃত্বে বৈঠক বিজেপির
বাংলার প্রার্থী বাছাইয়ে মোদির নেতৃত্বে বৈঠক বিজেপির

নয়াদিল্লি, 4 মার্চ : লক্ষ্য বাংলা ৷ তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় জনতা পার্টি ৷ তাই আসন ধরে ধরে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রথম দু’দফার সব আসন নিয়ে আলোচনা শেষ হয়নি ৷

এবার বাংলার বিধানসভা ভোটে জিততে যে বিজেপি কতটা মরিয়া, তা গত কয়েক মাসে স্পষ্ট হয়েছে ৷ একদিকে যেমন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ৷ অন্যদিকে তেমনই শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতারা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ৷

তাই প্রার্থী বাছাইয়ের আগে যে তুলমূল্য বিচার হবে, সেটাই স্বাভাবিক ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যস্তরে প্রতিটি আসনের জন্য একাধিক নাম বাছাই করা হয় ৷ তার পর তা নিয়ে দিলীপ-মুকুল-শুভেন্দুরা হাজির হন দিল্লিতে ৷ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে বিজেপির ৷ একদফা বৈঠক হয় শিবপ্রকাশের বাড়িতে ৷ তার পর বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে ৷ সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও ৷

তার পর সন্ধ্যায় বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ৷ ওই কমিটির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বৃহস্পতিবার সন্ধ্যাতেই চলে আসেন দলের দফতরে ৷ তার পর রাজ্যওয়াড়ি বৈঠক শুরু হয় ৷ বিজেপির একটি সূত্রের খবর রাত সাড়ে 9টা নাগাদ বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ একাধিক বাংলার নেতা রয়েছেন ৷ আছেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতারাও ৷

এদিক নাড্ডার বাড়ির বৈঠক শেষে সংবাদমাধ্যমকে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান ৷ দলের বৈঠকে এমনটাই নাকি জানিয়েছেন কাঁথির অধিকারী বাড়ির মেজ ছেলে ৷ তবে এই নিয়ে আর কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

কিন্তু এটা যদি হয়, তাহলে নন্দীগ্রামই হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনের আকর্ষণের অন্যতম কেন্দ্র ৷ কারণ, সেখানে লড়বেন বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে মমতার সঙ্গে শুভেন্দুর মুখোমুখি লড়াই হলে সেটাই সবচেয়ে আকর্ষণীয় হবে ৷

আরও পড়ুন : প্রার্থী চূড়ান্ত করতে মোদির নেতৃত্বে বৈঠকে বিজেপি

যদিও সংবাদসংস্থা সূত্রের খবর, এদিনই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম ৷ আগামিকাল, শুক্রবার আরও এক দফা বৈঠক হতে পারে৷ তার পরই হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷

নয়াদিল্লি, 4 মার্চ : লক্ষ্য বাংলা ৷ তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় জনতা পার্টি ৷ তাই আসন ধরে ধরে দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও প্রথম দু’দফার সব আসন নিয়ে আলোচনা শেষ হয়নি ৷

এবার বাংলার বিধানসভা ভোটে জিততে যে বিজেপি কতটা মরিয়া, তা গত কয়েক মাসে স্পষ্ট হয়েছে ৷ একদিকে যেমন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ৷ অন্যদিকে তেমনই শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো নেতারা তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ৷

তাই প্রার্থী বাছাইয়ের আগে যে তুলমূল্য বিচার হবে, সেটাই স্বাভাবিক ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যস্তরে প্রতিটি আসনের জন্য একাধিক নাম বাছাই করা হয় ৷ তার পর তা নিয়ে দিলীপ-মুকুল-শুভেন্দুরা হাজির হন দিল্লিতে ৷ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে বিজেপির ৷ একদফা বৈঠক হয় শিবপ্রকাশের বাড়িতে ৷ তার পর বৈঠক হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে ৷ সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও ৷

তার পর সন্ধ্যায় বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ৷ ওই কমিটির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বৃহস্পতিবার সন্ধ্যাতেই চলে আসেন দলের দফতরে ৷ তার পর রাজ্যওয়াড়ি বৈঠক শুরু হয় ৷ বিজেপির একটি সূত্রের খবর রাত সাড়ে 9টা নাগাদ বাংলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী-সহ একাধিক বাংলার নেতা রয়েছেন ৷ আছেন জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো কেন্দ্রীয় নেতারাও ৷

এদিক নাড্ডার বাড়ির বৈঠক শেষে সংবাদমাধ্যমকে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান ৷ দলের বৈঠকে এমনটাই নাকি জানিয়েছেন কাঁথির অধিকারী বাড়ির মেজ ছেলে ৷ তবে এই নিয়ে আর কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

কিন্তু এটা যদি হয়, তাহলে নন্দীগ্রামই হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচনের আকর্ষণের অন্যতম কেন্দ্র ৷ কারণ, সেখানে লড়বেন বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে মমতার সঙ্গে শুভেন্দুর মুখোমুখি লড়াই হলে সেটাই সবচেয়ে আকর্ষণীয় হবে ৷

আরও পড়ুন : প্রার্থী চূড়ান্ত করতে মোদির নেতৃত্বে বৈঠকে বিজেপি

যদিও সংবাদসংস্থা সূত্রের খবর, এদিনই প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম ৷ আগামিকাল, শুক্রবার আরও এক দফা বৈঠক হতে পারে৷ তার পরই হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.