ETV Bharat / bharat

Weapon Snatched: বছর শুরুর দিনেই উপত্যকায় অশান্তি, জওয়ানের হাত থেকে অস্ত্র ছিনতাই - পুলওয়ামা

রবিবার জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলায় (Pulwama District) এক সিআরপিএফ (CRPF) জওয়ানের কাছ থেকে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাই (Weapon Snatched) করে নেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযুক্তের পরিচয় জানা যায়নি ৷

Weapon Snached from a CRPF Trooper in Pulwama District of Jammu and Kashmir
উপত্যকায় অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ ৷
author img

By

Published : Jan 1, 2023, 5:22 PM IST

শ্রীনগর, 1 জানুয়ারি: বছর শুরুর দিনেই অশান্ত উপত্যকা ৷ নিরাপত্তাবাহিনীর এক সদস্যের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল আগ্নেয়াস্ত্র (Weapon Snatched) ৷ রবিবার এই ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলায় (Pulwama District) ৷ তবে, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ, তাঁর নাম, পরিচয় কিছুই জানা যায়নি ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ অস্ত্র-সহ ছিনতাইবাজকে চিহ্নিত করে তাঁকে পাকড়াও করার চেষ্টা চলছে ৷

ইতিমধ্যেই নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাঁর অস্ত্র ছিনতাই করা হয়েছে, তিনি 'সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স' (Central Reserve Police Force) বা সিআরপিএফের (CRPF) জওয়ান ৷ ওই ব্যক্তি বাহিনীর 183 নম্বর ব্যাটেলিয়নের সদস্য ৷

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গত এক বছরে প্রায় 100 জন নাম লিখিয়েছে জঙ্গি সংগঠনে, জানাল পুলিশ

রবিবার অন্যান্য দিনের মতোই ডিউটিতে ছিলেন তিনি ৷ হঠাৎই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর রাইফেলটি ছিনিয়ে নেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ ঘটনাটি ঘটে পুলওয়ামা জেলার রাজপোরা (Rajpora) এলাকার বেলো গ্রামে (Bellow Village) ৷ এই ঘটনার পর ওই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী ৷ চারিদিক ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী, ছিনতাইবাজ বা খোয়া যাওয়া অস্ত্রটির কোনও হদিশ পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে অশান্তি কোনও নতুন ঘটনা নয় ৷ মাঝেমধ্যেই সেখান হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, এই ধরনের হামলায় পড়শি পাকিস্তানের মদত রয়েছে ৷ যদিও ইসলামাবাদ কোনও দিনই এই অভিযোগ স্বীকার করেনি ৷

  • J&K | Incident of weapon snatching with security personnel reported from Rajpora area of Pulwama, say police. Area cordoned off.

    Details awaited. pic.twitter.com/zAfzcN0Ydd

    — ANI (@ANI) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবারই জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয় ৷ যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বছরের শেষ দিনে রাজ্য পুলিশের প্রধান দিলবাগ সিং জানান, 2022 সালে উপত্যকার অন্তত 100 জন তরুণ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছেন ! ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এমন ঘটনাও কাশ্মীরে নতুন কিছু নয় ৷ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তরুণদের মগজধোলাই করে, তাঁদের ভুল বুঝিয়ে নিজেদের দলে টানে ৷ তারপর স্রেফ নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এইসব তরুণকে শিখণ্ডী করে তারা ৷

2022 সালেও কাশ্মীরে একের পর এক জঙ্গিদমন অভিযান চালানো হয়েছে ৷ তাতে 186 জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে 56 জন বিদেশি ৷ তা সত্ত্বেও পুলিশের দাবি, আগের চার বছরের তুলনায় 2022 সালে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি শান্ত ছিল ৷

শ্রীনগর, 1 জানুয়ারি: বছর শুরুর দিনেই অশান্ত উপত্যকা ৷ নিরাপত্তাবাহিনীর এক সদস্যের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল আগ্নেয়াস্ত্র (Weapon Snatched) ৷ রবিবার এই ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলায় (Pulwama District) ৷ তবে, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ, তাঁর নাম, পরিচয় কিছুই জানা যায়নি ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ অস্ত্র-সহ ছিনতাইবাজকে চিহ্নিত করে তাঁকে পাকড়াও করার চেষ্টা চলছে ৷

ইতিমধ্যেই নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাঁর অস্ত্র ছিনতাই করা হয়েছে, তিনি 'সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স' (Central Reserve Police Force) বা সিআরপিএফের (CRPF) জওয়ান ৷ ওই ব্যক্তি বাহিনীর 183 নম্বর ব্যাটেলিয়নের সদস্য ৷

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে গত এক বছরে প্রায় 100 জন নাম লিখিয়েছে জঙ্গি সংগঠনে, জানাল পুলিশ

রবিবার অন্যান্য দিনের মতোই ডিউটিতে ছিলেন তিনি ৷ হঠাৎই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর রাইফেলটি ছিনিয়ে নেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ ঘটনাটি ঘটে পুলওয়ামা জেলার রাজপোরা (Rajpora) এলাকার বেলো গ্রামে (Bellow Village) ৷ এই ঘটনার পর ওই এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী ৷ চারিদিক ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কিন্তু, শেষ পাওয়া খবর অনুযায়ী, ছিনতাইবাজ বা খোয়া যাওয়া অস্ত্রটির কোনও হদিশ পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে অশান্তি কোনও নতুন ঘটনা নয় ৷ মাঝেমধ্যেই সেখান হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, এই ধরনের হামলায় পড়শি পাকিস্তানের মদত রয়েছে ৷ যদিও ইসলামাবাদ কোনও দিনই এই অভিযোগ স্বীকার করেনি ৷

  • J&K | Incident of weapon snatching with security personnel reported from Rajpora area of Pulwama, say police. Area cordoned off.

    Details awaited. pic.twitter.com/zAfzcN0Ydd

    — ANI (@ANI) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবারই জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি তথ্য প্রকাশ করা হয় ৷ যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ বছরের শেষ দিনে রাজ্য পুলিশের প্রধান দিলবাগ সিং জানান, 2022 সালে উপত্যকার অন্তত 100 জন তরুণ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছেন ! ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এমন ঘটনাও কাশ্মীরে নতুন কিছু নয় ৷ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তরুণদের মগজধোলাই করে, তাঁদের ভুল বুঝিয়ে নিজেদের দলে টানে ৷ তারপর স্রেফ নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এইসব তরুণকে শিখণ্ডী করে তারা ৷

2022 সালেও কাশ্মীরে একের পর এক জঙ্গিদমন অভিযান চালানো হয়েছে ৷ তাতে 186 জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে 56 জন বিদেশি ৷ তা সত্ত্বেও পুলিশের দাবি, আগের চার বছরের তুলনায় 2022 সালে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি শান্ত ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.