সুলতানপুর, 12 জানুয়ারি : বিজেপি ছেড়ে গতকালই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷ দলত্যাগী সেই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ অবিলম্বে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে সুলতানপুর আদালত ৷ সাত বছরের পুরনো মামলায় স্বামী প্রসাদের নামে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৷ আগামী 24 জানুয়ারি তাঁকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে সুলতানপুর কোর্ট (Arrest warrant for swami prasad) ৷
জানা গিয়েছে, যে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটি 2014 সালের ৷ দেব-দেবতাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্যের কারণে সেইসময় স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে মামলা হয় ৷ সেইসময় তিনি বহুজন সমাজ পার্টির সদস্য ছিলেন ৷ বুধবার সেই মামলায় যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রীর সুলতানপুর কোর্টে হাজির হওয়ার কথা ছিল ৷ যদিও তিনি উপস্থিত হননি ৷ এরপরই উত্তরপ্রদেশের প্রাক্তন শ্রমমন্ত্রী, স্বামী প্রসাদকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন এমপি-এমএলএ কোর্টের জজ ৷
তিনি যোগী সরকারের শ্রমমন্ত্রী ছিলেন ৷ মঙ্গলবারই সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে দলবদল করেন ৷ পাশাপাশি এদিনই দল ছাড়েন বিজেপির আরও তিন বিধায়ক ৷ ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি ও রোশন লাল নামে তিন মৌর্য অনুগামী বিধায়কও বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন ৷ সেই ঘটনার একদিন পরই এই গ্রেফতারি পরোয়ানা ৷ সদ্য বিজেপি ত্যাগী স্বামী প্রসাদ বলেছেন, "এখনও আরও অনেক কিছু হতে বাকি ৷"
আরও পড়ুন : Yogi Minister Quits BJP : ভোটের মুখে যোগী-গড়ে ভাঙন, তিন বিধায়ককে নিয়ে সপাতে যোগ মন্ত্রীর
ভোটমুখী উত্তরপ্রদেশে বিজেপি ছাড়ার যেন হিড়িক পড়েছে ৷ গতকালের পর আজও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দারা সিং চৌহান ইস্তফা দিয়েছেন ৷ পদত্যাগের কারণ হিসেবে মৌর্যের মতোই দলিত, পিছিয়ে পড়া জাতি, কৃষকদের প্রতি দলের অবহেলাকে দায়ী করেছেন তিনি ৷ পদত্যাগী ওই মন্ত্রী সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করে টুইটারে তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অখিলেশ যাদব ৷
-
‘सामाजिक न्याय’ के संघर्ष के अनवरत सेनानी श्री दारा सिंह चौहान जी का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
सपा व उसके सहयोगी दल एकजुट होकर समता-समानता के आंदोलन को चरम पर ले जाएँगे… भेदभाव मिटाएँगे! ये हमारा समेकित संकल्प है!
सबको सम्मान ~ सबको स्थान!#मेला_होबे pic.twitter.com/rGxMYUyvsd
">‘सामाजिक न्याय’ के संघर्ष के अनवरत सेनानी श्री दारा सिंह चौहान जी का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 12, 2022
सपा व उसके सहयोगी दल एकजुट होकर समता-समानता के आंदोलन को चरम पर ले जाएँगे… भेदभाव मिटाएँगे! ये हमारा समेकित संकल्प है!
सबको सम्मान ~ सबको स्थान!#मेला_होबे pic.twitter.com/rGxMYUyvsd‘सामाजिक न्याय’ के संघर्ष के अनवरत सेनानी श्री दारा सिंह चौहान जी का सपा में ससम्मान हार्दिक स्वागत एवं अभिनंदन!
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 12, 2022
सपा व उसके सहयोगी दल एकजुट होकर समता-समानता के आंदोलन को चरम पर ले जाएँगे… भेदभाव मिटाएँगे! ये हमारा समेकित संकल्प है!
सबको सम्मान ~ सबको स्थान!#मेला_होबे pic.twitter.com/rGxMYUyvsd