গদগ (কর্ণাটক), 3 মে: মাত্র 7 দিনের মাথায় বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ যেখানে লড়াইয়ের ময়দানে নেমেছে বিজেপি এবং উলটো দিকে কংগ্রেস ও জেডিএস ৷ প্রতিপক্ষকে পর্যুদস্ত করতে কোনও উপায় বাকি রাখছে না শাসক শিবির ৷ আর তাই কংগ্রেসকে ভোট দেওয়া পাকিস্তানকে ভোট দেওয়ার সমান বলে মন্তব্য করলেন বিদায়ী বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনাল ৷ মঙ্গলবার কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে ৷ ক্ষমতায় এলে বজং দলকে কর্ণাটকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হয়েছে ইস্তেহারে ৷ আর সেই ইস্যুতে, কংগ্রেসকে হিন্দু-বিরোধী বলে মন্তব্য করেছেন বসনগৌড়া পাতিল ইয়াতনাল ৷
কর্ণাটক বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস ৷ সেখানে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয়েছে ৷ হাত শিবিরের এই ঘোষণার জেরে ফের একবার বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে 'হিন্দু-বিরোধী' প্রচারের হাতিয়ার পেয়ে গেল ৷ আর তার সদ্ব্যবহার করলেন কর্ণাটকের বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতনাল ৷ কংগ্রেসকে 'হিন্দু-বিরোধী' দল বলে উল্লেখ করলেন তিনি ৷ তাঁর কথায়, "কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ, পাকিস্তানের জন্য ভোট দেওয়া ৷"
তাঁর কথায় ,"বজরং দল কোনও দেশদ্রোহী কাজকর্ম করছে না ৷ তারা হিন্দুধর্মকে বাঁচাতে কাজ করছে ৷ সংস্কৃতি রক্ষা এবং সভ্য-ভারত গড়তে কাজ করছে বজরং দল ৷ বিশ্বের কোনও শক্তি তাদের নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না ৷" আর নির্বাচনী ইস্তেহারে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণার কথা উল্লেখের উদ্দেশ্য নিয়েও মন্তব্য করেন তিনি ৷ তাঁর মতে, পুরোটাই কংগ্রেসের সংখ্যালঘু ভোটের রাজনীতি ৷ কর্ণাটকের মুসলিম ভোটকে নিজেদের দিকে করতে কংগ্রেস এই ঘোষণা করেছে ৷ পাশাপাশি, কংগ্রেসের হিন্দু ভোটের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন বিজেপি নেতা ৷
আরও পড়ুন: 'কংগ্রেস পুরনো ইঞ্জিন', কর্ণাটকের নির্বাচনী প্রচারে মোদির নিশানায় হাত-শিবির
বসনগৌড়া পাতিল ইয়াতনালের দাবি, এসব করেও কংগ্রেস নির্বাচনে জিততে পারবে না ৷ মানুষ কংগ্রেসকে ভোট দেবে না ৷ গত কয়েকবছরে বিজেপির শাসনকালে কর্ণাটকের মানুষ উন্নয়ন কাকে বলে তা দেখেছে ৷ তাই কংগ্রেসের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয় বলে মনে করেন বিধায়ক ৷ অন্যদিকে কর্ণাটকে কংগ্রেসের সরকার গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রীও।