ETV Bharat / bharat

Karnataka Electricity Bill: বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি কংগ্রেসের, বিল দিতে নারাজ গ্রামবাসী - Karnataka Congress Government

কর্ণাটকে 224টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 135টি আসন পেয়ে জয়ী হয়েছে কংগ্রেস ৷ এরপরেই রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা বিদ্যুতের বিল দিতে অস্বীকার করেছে ৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় সেই দৃশ্য ধরা পড়েছে ৷ এদিকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে ? তা এখনও ঠিক হয়নি ৷

Karnataka Congress
কর্ণাটকে কংগ্রেসের জয়
author img

By

Published : May 16, 2023, 11:56 AM IST

চিত্রদুর্গ (কর্ণাটক), 16 মে: কংগ্রেস জিতেছে, তাই বিদ্যুতের বিল মেটাবেন না গ্রামবাসী ৷ অন্যদেরও বিলের টাকা দিতে বারণ করছে তারা ৷ নির্বাচনের আগে দল মানুষকে কথা দিয়েছিল, ক্ষমতায় এলে বিদ্যুতের বিল দিতে হবে না ৷ তাই আর বিদ্যুতের বিল দিতে রাজি নয় চিত্রদুর্গ গ্রামের বাসিন্দারা ৷ কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রী কে হবেন ? এই প্রশ্নের মাঝে এমন একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ কর্ণাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া- কে কাকে টপকাবেন, তা নিয়ে দেশে জোর চর্চা চলছে ৷ সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকার গড়তে পারে ৷ এ সুযোগ হাতছাড়া করেনি বিজেপি ৷

বিজেপি ধরাশায়ী হতেই গ্রামের বাসিন্দারা মনে করছে, তাহলে আর বিদ্যুতের বিল মেটানোর দরকার নেই ৷ আর তা জাতীয় দলটি সরকার গড়ার আগে থাকতেই ৷ চিত্রদুর্গের জালিকাট্টিতে মানুষ বিদ্যুতের বিলের টাকা মেটাতে সাফ অস্বীকার করছে ৷ ভাইরাল ভিডিয়োয় তা দেখা যাচ্ছে ৷ বিলের টাকা সংগ্রহ করতে আসা মানুষদের তা জানিয়ে দিয়েছে স্থানীয়রা ৷ কংগ্রেস আশ্বাস দিয়েছে, ক্ষমতায় এলে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না ৷ তাই আর কোনও টাকা নয় ৷

এদিকে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা জানাচ্ছে, কংগ্রেস সরকার গড়লে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে ৷ তাদের কাছে এখনও সেই নির্দেশ আসেনি ৷ এটা গ্রামের বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বাসিন্দারা নাছোড়, বিলের টাকা দেবেন না ৷

  • Villagers in Chitradurga refuse to pay electricity bill. Exhort others also not to pay! They tell the bill collector that Congress had promised them free electricity, as soon as they came to power… Go take it from them (Congress), they say…

    If Congress doesn’t give a CM soon,… pic.twitter.com/FNgGtwdPHM

    — Amit Malviya (@amitmalviya) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে এ নিয়ে রাজনীতির মাঠে নেমে পড়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে টুইট করেন, চিত্রদুর্গে গ্রামের লোকজন বিদ্যুতের বিল দিতে অস্বীকার করছে ৷ অন্যদেরও বিল না-দিতে চাপ দিচ্ছে ৷ তারা বিল সংগ্রহকারীদের বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব বিনামূল্যে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ মালব্য এরপর লেখেন, "যাও এবার ওদের (কংগ্রেস) কাছ থেকে বিলের দাম নিয়ে নাও ৷ কংগ্রেস যদি দ্রুত মুখ্যমন্ত্রী ঠিক না করে, তাহলে চারদিকে শোরগোল পড়ে যাবে ৷" নির্বাচনের আগে কংগ্রেস কর্ণাটকের বাসিন্দাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজকোষে অতিরিক্ত 58 হাজার টাকার বোঝা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে বিজেপির দেওয়া দু'টি প্রধান শর্তের জন্য 12 হাজার কোটির ঘাটতি হতে পারত ৷

আরও পড়ুন: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও

চিত্রদুর্গ (কর্ণাটক), 16 মে: কংগ্রেস জিতেছে, তাই বিদ্যুতের বিল মেটাবেন না গ্রামবাসী ৷ অন্যদেরও বিলের টাকা দিতে বারণ করছে তারা ৷ নির্বাচনের আগে দল মানুষকে কথা দিয়েছিল, ক্ষমতায় এলে বিদ্যুতের বিল দিতে হবে না ৷ তাই আর বিদ্যুতের বিল দিতে রাজি নয় চিত্রদুর্গ গ্রামের বাসিন্দারা ৷ কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রী কে হবেন ? এই প্রশ্নের মাঝে এমন একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ কর্ণাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া- কে কাকে টপকাবেন, তা নিয়ে দেশে জোর চর্চা চলছে ৷ সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকার গড়তে পারে ৷ এ সুযোগ হাতছাড়া করেনি বিজেপি ৷

বিজেপি ধরাশায়ী হতেই গ্রামের বাসিন্দারা মনে করছে, তাহলে আর বিদ্যুতের বিল মেটানোর দরকার নেই ৷ আর তা জাতীয় দলটি সরকার গড়ার আগে থাকতেই ৷ চিত্রদুর্গের জালিকাট্টিতে মানুষ বিদ্যুতের বিলের টাকা মেটাতে সাফ অস্বীকার করছে ৷ ভাইরাল ভিডিয়োয় তা দেখা যাচ্ছে ৷ বিলের টাকা সংগ্রহ করতে আসা মানুষদের তা জানিয়ে দিয়েছে স্থানীয়রা ৷ কংগ্রেস আশ্বাস দিয়েছে, ক্ষমতায় এলে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না ৷ তাই আর কোনও টাকা নয় ৷

এদিকে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা জানাচ্ছে, কংগ্রেস সরকার গড়লে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে ৷ তাদের কাছে এখনও সেই নির্দেশ আসেনি ৷ এটা গ্রামের বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বাসিন্দারা নাছোড়, বিলের টাকা দেবেন না ৷

  • Villagers in Chitradurga refuse to pay electricity bill. Exhort others also not to pay! They tell the bill collector that Congress had promised them free electricity, as soon as they came to power… Go take it from them (Congress), they say…

    If Congress doesn’t give a CM soon,… pic.twitter.com/FNgGtwdPHM

    — Amit Malviya (@amitmalviya) May 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইতিমধ্যে এ নিয়ে রাজনীতির মাঠে নেমে পড়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে টুইট করেন, চিত্রদুর্গে গ্রামের লোকজন বিদ্যুতের বিল দিতে অস্বীকার করছে ৷ অন্যদেরও বিল না-দিতে চাপ দিচ্ছে ৷ তারা বিল সংগ্রহকারীদের বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব বিনামূল্যে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ মালব্য এরপর লেখেন, "যাও এবার ওদের (কংগ্রেস) কাছ থেকে বিলের দাম নিয়ে নাও ৷ কংগ্রেস যদি দ্রুত মুখ্যমন্ত্রী ঠিক না করে, তাহলে চারদিকে শোরগোল পড়ে যাবে ৷" নির্বাচনের আগে কংগ্রেস কর্ণাটকের বাসিন্দাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজকোষে অতিরিক্ত 58 হাজার টাকার বোঝা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে বিজেপির দেওয়া দু'টি প্রধান শর্তের জন্য 12 হাজার কোটির ঘাটতি হতে পারত ৷

আরও পড়ুন: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.