ETV Bharat / bharat

অন্য 'শোলে'! 2700 কোটি টাকার প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলের ট্যাঙ্কে চড়ে বসলেন প্রতারিতরা

Victims of Rs 2700 Cr Real Estate Scam: 2700 কোটির আর্থিক প্রতারণার শিকার হওয়ার পর প্রতিবাদ জানাতে জলের ট্যাঙ্কে চড়ে বসল 9 জন প্রতারিত ব্যক্তি ৷ তাঁদের দাবি, 11 মাস ধরে প্রতিবাদ করলেও কেউ তাঁদের কথা শোনেনি ৷ তাই এই পথ বেছে নেন তাঁরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:50 PM IST

জয়পুর, 26 ডিসেম্বর: 'শোলে' সিনেমার বিখ্যাত দৃশ্যগুলির কথা বললে অনেকেরই মনে পড়ে যায় ধর্মেন্দ্রর সেই জলের ট্যাঙ্কের ওপর উঠে আত্মহত্যা করতে চাওয়ার দৃশ্যটি ৷ ঠিকই একইরকম ঘটনার সাক্ষী থাকল জয়পুরের শংকরমার্গ ৷ তফাত শুধু এটুকুই এবার জলের ট্যাঙ্কের ওপর দেখা গেল 9 জন প্রতিবাদী মানুষকে ৷ 2700 কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নেক্সা এভারগ্রীন রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন এই 9 জন ব্যক্তি ৷ অভিযোগ তাঁদের প্রত্যেকের সঙ্গেই আর্থিক প্রতারণা করেছে এই কোম্পানিটি ৷ আর তাই সংস্থার কর্মকর্তা ও কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে জলের ট্যাঙ্কের ওপর উঠে পড়েন তাঁরা ৷ পুলিশের চেষ্টা এবং অনুরোধ সত্ত্বেও প্রথমে তাঁদের নামানো যায়নি ৷ শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যাবেলায় তাঁদের নীচে নামানো হয় ৷

জ্যোতিনগর থানার স্টেশন অফিসার রাজকুমার জানান, প্রতিবাদী ওই 9 জনকে বারবার নীচে নামতে অনুরোধ করা হয় তবে তাঁদের প্রথমে রাজি করানো যায়নি ৷ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি ৷ শেষমেষ সন্ধ্যায় তাঁরা নীচে নেমে আসেন ৷ প্রতিবাদীদের একজনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গত 11 মাস ধরে তাঁরা এই প্রতারণার বিরুদ্ধে নানানভাবে প্রতিবাদের চেষ্টা করেছেন ৷ কিন্তু অভিযুক্তদের সকলকে এখনও গ্রেফতার করা হয়নি ৷ আর সেই কারণেই তাঁদের এই প্রতিবাদ ৷

অন্য একজন প্রতিবাদী বলেন, "অনেক কুচক্রী এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ন্যায়বিচারের আবেদন জানিয়েছিলাম ৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ এই ঘটনার তদন্তকারী অফিসার বদলের দাবিও জানানো হয়েছিল ৷ একইসঙ্গে আমাদের টাকা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয় তার আবেদনও জানানো হয়েছিল ৷ আমরা প্রচণ্ড মানসিক এবং আর্থিক বিপর্যয়ের শিকার ৷ কোনও মতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সংসার চলছে ৷" তাঁদের দাবি, সিবিআই এই বিষয়টির দায়িত্ব নিক ৷

তাঁদের মতে, ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে ৷ প্রায় 70 হাজার ব্যক্তির কাছ থেকে তারা টাকা তুলেছিল ৷ তারা প্রস্তাব দেয় একটি রিয়েল এস্টেট প্রজেক্টে টাকা বিনিয়োগ করার ৷ সেই টাকা 14 মাসে দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় ৷ কিন্তু প্রতিবাদীদের দাবি, "আমরা একটা টাকাও ফেরত পাইনি ৷"

জয়পুর, যোধপুর ও শিকারের বিভিন্ন এলাকা থেকে 103টি কেস জমা পড়েছে এই ঘটনায় ৷ এর আগে, 4 মার্চ শিকার পুলিশ এই মামলায় অমরচাঁদ ঢাকা, রণবীর বিজারানিয়া, সুভাষ বিজারানিয়া এবং উপেন্দ্রকে গ্রেফতার করে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও সিজ করা হয় । প্রতিবাদীরা জানান, অভিযুক্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের ছবি দেখিয়ে মানুষকে বোকা বানান ৷

আরও পড়ুন:

  1. দুই পরিবারের জমি বিবাদের জেরে তুমুল বোমাবাজি, আহত অন্তত 10
  2. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
  3. চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার ফুলিয়ায়, পুলিশের জালে এক অভিযুক্ত

জয়পুর, 26 ডিসেম্বর: 'শোলে' সিনেমার বিখ্যাত দৃশ্যগুলির কথা বললে অনেকেরই মনে পড়ে যায় ধর্মেন্দ্রর সেই জলের ট্যাঙ্কের ওপর উঠে আত্মহত্যা করতে চাওয়ার দৃশ্যটি ৷ ঠিকই একইরকম ঘটনার সাক্ষী থাকল জয়পুরের শংকরমার্গ ৷ তফাত শুধু এটুকুই এবার জলের ট্যাঙ্কের ওপর দেখা গেল 9 জন প্রতিবাদী মানুষকে ৷ 2700 কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নেক্সা এভারগ্রীন রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন এই 9 জন ব্যক্তি ৷ অভিযোগ তাঁদের প্রত্যেকের সঙ্গেই আর্থিক প্রতারণা করেছে এই কোম্পানিটি ৷ আর তাই সংস্থার কর্মকর্তা ও কর্মীদের উপযুক্ত শাস্তির দাবিতে জলের ট্যাঙ্কের ওপর উঠে পড়েন তাঁরা ৷ পুলিশের চেষ্টা এবং অনুরোধ সত্ত্বেও প্রথমে তাঁদের নামানো যায়নি ৷ শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যাবেলায় তাঁদের নীচে নামানো হয় ৷

জ্যোতিনগর থানার স্টেশন অফিসার রাজকুমার জানান, প্রতিবাদী ওই 9 জনকে বারবার নীচে নামতে অনুরোধ করা হয় তবে তাঁদের প্রথমে রাজি করানো যায়নি ৷ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি ৷ শেষমেষ সন্ধ্যায় তাঁরা নীচে নেমে আসেন ৷ প্রতিবাদীদের একজনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গত 11 মাস ধরে তাঁরা এই প্রতারণার বিরুদ্ধে নানানভাবে প্রতিবাদের চেষ্টা করেছেন ৷ কিন্তু অভিযুক্তদের সকলকে এখনও গ্রেফতার করা হয়নি ৷ আর সেই কারণেই তাঁদের এই প্রতিবাদ ৷

অন্য একজন প্রতিবাদী বলেন, "অনেক কুচক্রী এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ন্যায়বিচারের আবেদন জানিয়েছিলাম ৷ কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ এই ঘটনার তদন্তকারী অফিসার বদলের দাবিও জানানো হয়েছিল ৷ একইসঙ্গে আমাদের টাকা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয় তার আবেদনও জানানো হয়েছিল ৷ আমরা প্রচণ্ড মানসিক এবং আর্থিক বিপর্যয়ের শিকার ৷ কোনও মতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সংসার চলছে ৷" তাঁদের দাবি, সিবিআই এই বিষয়টির দায়িত্ব নিক ৷

তাঁদের মতে, ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে ৷ প্রায় 70 হাজার ব্যক্তির কাছ থেকে তারা টাকা তুলেছিল ৷ তারা প্রস্তাব দেয় একটি রিয়েল এস্টেট প্রজেক্টে টাকা বিনিয়োগ করার ৷ সেই টাকা 14 মাসে দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় ৷ কিন্তু প্রতিবাদীদের দাবি, "আমরা একটা টাকাও ফেরত পাইনি ৷"

জয়পুর, যোধপুর ও শিকারের বিভিন্ন এলাকা থেকে 103টি কেস জমা পড়েছে এই ঘটনায় ৷ এর আগে, 4 মার্চ শিকার পুলিশ এই মামলায় অমরচাঁদ ঢাকা, রণবীর বিজারানিয়া, সুভাষ বিজারানিয়া এবং উপেন্দ্রকে গ্রেফতার করে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও সিজ করা হয় । প্রতিবাদীরা জানান, অভিযুক্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের ছবি দেখিয়ে মানুষকে বোকা বানান ৷

আরও পড়ুন:

  1. দুই পরিবারের জমি বিবাদের জেরে তুমুল বোমাবাজি, আহত অন্তত 10
  2. মধ্যযুগীয় বর্বরতা! ডাইনি অপবাদে সন্তানের সামনেই পুড়িয়ে মারা হল মহিলাকে
  3. চার হাজার কেজি ভেজাল ঘি-সহ তৈরির সরঞ্জাম উদ্ধার ফুলিয়ায়, পুলিশের জালে এক অভিযুক্ত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.