মুম্বই, 7 জুন : ভেন্টিলেটরে নয়, আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) ৷ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সোমবার একথা জানিয়েছেন তাঁর চিকিৎসক ৷ গত রবিবার সকালে শ্বাসকষ্ট শুরু হওয়ায় মুম্বইয়ের খার হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে ৷ তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে জলিল পারকার ৷ সোমবার সকালে পারকার এবং দিলীপ কুমারের পরিবারের তরফে তাঁর অক্সিজেন সাপোর্টে থাকার কথা জানানো হয় ৷ আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ৷
-
Don’t believe in WhatsApp forwards.
— Dilip Kumar (@TheDilipKumar) June 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Saab is stable.
Thank you for your heart-felt duas and prayers. As per doctors, he should be home in 2-3 days. Insh’Allah.
">Don’t believe in WhatsApp forwards.
— Dilip Kumar (@TheDilipKumar) June 6, 2021
Saab is stable.
Thank you for your heart-felt duas and prayers. As per doctors, he should be home in 2-3 days. Insh’Allah.Don’t believe in WhatsApp forwards.
— Dilip Kumar (@TheDilipKumar) June 6, 2021
Saab is stable.
Thank you for your heart-felt duas and prayers. As per doctors, he should be home in 2-3 days. Insh’Allah.
বয়সজনিত কারণে মাঝেমধ্য়েই অসুস্থ হয়ে পড়ছেন দিলীপ কুমার ৷ তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে বহুবার ৷ পারকার জানিয়েছেন, ফুসফুসে জল জমার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ অভিনেতা ৷ রবিবারের ওই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অভিনেতার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়ায় ৷ সোমবার তারই জবাব দিয়েছেন পারকার ৷
সংবাদমাধ্যমকে পারকার জানিয়েছেন, ‘‘তিনি (দিলীপ কুমার) অক্সিজেন সাপোর্টে রয়েছেন ৷ আইসিইউ বা ভেন্টিলেটরে নয় ৷ ওঁর অবস্থা স্থিতিশীল ৷’’
আরও পড়ুন : Dilip Kumar : শ্বাসকষ্টের সমস্যায় হাসপাতালে ভর্তি দিলীপ কুমার
দিলীপ কুমারের স্বাস্থ্য প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়িয়েছে, তাতে বিরক্ত ও উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা ৷ অভিনেতার অনুরাগীদের প্রতি তাঁদের বার্তা, ‘‘ফরওয়ার্ড করা হোয়াটসঅ্য়াপ মেসেজে বিশ্বাস করবেন না ৷’’ দিলীপ কুমার আগামী দু-তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন বলেও জানিয়েছেন তাঁরা ৷