ভুবনেশ্বর, 27 এপ্রিল : চারটি গ্রহ একসঙ্গে একই লাইনে ! এক হাজার পর মহাকাশে এমন বিরল ঘটনা ঘটেছে 26 ও 27 এপ্রিল ৷ সূর্য ওঠার ঠিক আগে শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি একটি সরলরেখায় অবস্থান করেছে ৷ এক ঘণ্টা ধরে তারা এই ভাবে ছিল, জানিয়েছেন শুভেন্দু পট্টনায়ক, ভুবনেশ্বরের পাথানি সামান্ত প্ল্যানেটরিয়াম-এর ডেপুটি ডিরেক্টর (Venus, Mars, Jupiter, Saturn aligns in straight line this week after 1000 years) ৷
সংবাদমাধ্যমে তিনি বলেন, "এবছর এপ্রিলের শেষ সপ্তাহে এই বিরল এবং অভিনব গ্রহ অবস্থানের ঘটনা হবে ৷ একে 'প্ল্যানেট প্যারেড' বলা হয় ৷ সৌরজগতের চারটি গ্রহ একই জায়গায় একটি সারিতে থাকবে ৷" তিন ধরনের 'প্ল্যানেট প্যারেড' হয় ৷ সূর্যের একপাশে একাধিক গ্রহ একটি রেখাতেই থাকে ৷ এই মহাজাগতিক সমাবেশ প্রায়শই হয়ে থাকে ৷ বছরের অনেক দিন এমনটা দেখা যায় ৷
26 ও 27 এপ্রিল সূর্য উদয়ের ঠিক এক ঘণ্টা আগে চাঁদের সঙ্গে চারটি গ্রহকে পূর্ব আকাশে 30 ডিগ্রি কোণে দেখা গিয়েছে এবং একই সারিতে ৷ এমনকি বায়নোকুলার বা টেলিস্কোপ ছাড়াই খালি চোখে পৃথিবী থেকে যে কেউ শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিকে দেখতে পাবেন ৷ 30 এপ্রিল উজ্জ্বলতম গ্রহ শুক্র এবং বৃহস্পতি খুব কাছাকাছি আসবে ৷ বৃহস্পতির দক্ষিণে 0.2 ডিগ্রিতে অবস্থান করবে শুক্র ৷
আরও পড়ুন : Indian Scientists Discovery : নবীন ও বিরল গোষ্ঠীর নক্ষত্র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানীরা
একই ভাবে, চারটি গ্রহের একই লাইনে থাকাটা হয় বছরে একবার ৷ পাঁচটি গ্রহের ক্ষেত্রে এই ঘটনা ঘটে প্রতি 19 বছরে একবার ৷ 8টি গ্রহ একটি সারিতে অবস্থান করার বিরল ঘটনা 170 বছরে একবার হয়ে থাকে ৷
এ বিষয়ে পট্টনায়ক বলেন, "দ্বিতীয়ত প্ল্যানেট প্যারেড, একই সময়ে আকাশের একটি ছোট্ট অংশে একাধিক গ্রহ জমায়েত করে ৷ পৃথিবী থেকে তাদের দেখা যাক বা না যাক, আমরা একেও 'প্ল্যানেট প্যারেড' বলি ৷ এরকমটা শেষবার হয়েছিল 2002 সালের 18 এপ্রিল এবং 2020-র জুলাইতে ৷ সেবার সৌরজগতের সবক'টি গ্রহ একটি সারিতে অবস্থান করছিল ৷ সন্ধের আকাশে খালি চোখেই তা দেখা গিয়েছিল ৷"
তৃতীয় প্ল্যানেট প্যারেড প্রসঙ্গে পট্টনায়ক বলেন, "2022-র এপ্রিলে বুধ, মঙ্গল, বৃহস্পতি এবং শনির এক সারিতে অবস্থানটি তৃতীয় ধরনের প্ল্যানেট প্যারেড ৷ এরকমটা হয়েছিল 947 খ্রিস্টাব্দে, প্রায় 1 হাজার বছর আগে ৷"