ETV Bharat / bharat

Gyanvapi Mosque Issue: শিবলিঙ্গের বয়স জানতে কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ বারাণসী আদালতে

শিবলিঙ্গে'র কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জিতে সায় দিল না বারাণসী জেলা আদালত (Varanasi Court) । মসজিদ চত্বরে পাওয়া কাঠামোর বয়স জানার জন্য 'কার্বন ডেটিং' পরীক্ষার আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ (Varanasi Court rejects Carbon Dating of Shivling) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 14, 2022, 4:10 PM IST

Updated : Oct 14, 2022, 8:36 PM IST

বারাণসী, 14 অক্টোবর: জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে ধাক্কা খেল মামলাকারীরা । শিবলিঙ্গে'র কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জিতে সায় দিল না বারাণসী জেলা আদালত (Varanasi Court) । মসজিদ চত্বরে পাওয়া কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি করেছিল হিন্দুরা । সেই ইস্যুতেই এবার মামলাকারীদের কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ করে দিল আদালত ।

ওই কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি ওঠার পরেই সেটির বয়স জানার জন্য 'কার্বন ডেটিং' পরীক্ষার আর্জি জানিয়েছিল মুসলিম সংগঠন অঞ্জুমন ইনতেজামিয়া কমিটি । কাঠামোর কার্বন ডেটিংয়ের দাবি করে 22 সেপ্টেম্বর একটি দাবি জানিয়েছিল হিন্দু পক্ষও (Varanasi Court rejects Carbon Dating of Shivling) । সেই আর্জি খারিজ করে সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেশ বলেছেন, ''শিবলিঙ্গের বয়স জানতে কোনওরকম বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ করা যাবে না ।''

আরও পড়ুন: মন্দির-মসজিদ ভাঙা দেশের স্থাপত্য আইন বিরোধী, মন্তব্য ইরফান হাবিবের

সমস্যার সূত্রপাত 2021 সালের অগস্টে । জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি করেছিল হিন্দুরা । পালটা মসজিদ কমিটি দাবি করেছিল, কাঠামোটি আদপে একটি ঝরণার । তারপরেই ওই কাঠামোর বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ । এদিন সেই আর্জিই খারিজ করে দিয়েছেন বিচারক ।

বারাণসী, 14 অক্টোবর: জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে ধাক্কা খেল মামলাকারীরা । শিবলিঙ্গে'র কার্বন ডেটিং পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জিতে সায় দিল না বারাণসী জেলা আদালত (Varanasi Court) । মসজিদ চত্বরে পাওয়া কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি করেছিল হিন্দুরা । সেই ইস্যুতেই এবার মামলাকারীদের কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ করে দিল আদালত ।

ওই কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি ওঠার পরেই সেটির বয়স জানার জন্য 'কার্বন ডেটিং' পরীক্ষার আর্জি জানিয়েছিল মুসলিম সংগঠন অঞ্জুমন ইনতেজামিয়া কমিটি । কাঠামোর কার্বন ডেটিংয়ের দাবি করে 22 সেপ্টেম্বর একটি দাবি জানিয়েছিল হিন্দু পক্ষও (Varanasi Court rejects Carbon Dating of Shivling) । সেই আর্জি খারিজ করে সিনিয়র বিচারক অজয়কুমার বিশ্বেশ বলেছেন, ''শিবলিঙ্গের বয়স জানতে কোনওরকম বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ করা যাবে না ।''

আরও পড়ুন: মন্দির-মসজিদ ভাঙা দেশের স্থাপত্য আইন বিরোধী, মন্তব্য ইরফান হাবিবের

সমস্যার সূত্রপাত 2021 সালের অগস্টে । জ্ঞানবাপী মসজিদ চত্বরে পাওয়া কাঠামোকে শিবলিঙ্গ বলে দাবি করেছিল হিন্দুরা । পালটা মসজিদ কমিটি দাবি করেছিল, কাঠামোটি আদপে একটি ঝরণার । তারপরেই ওই কাঠামোর বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বয়স নির্ধারণের আর্জি জানিয়েছিল হিন্দু পক্ষ । এদিন সেই আর্জিই খারিজ করে দিয়েছেন বিচারক ।

Last Updated : Oct 14, 2022, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.