ETV Bharat / bharat

Sexual Assault: কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন ! কাঠগড়ায় 2 নাবালক

14 বছরের কিশোরীকে অপহরণের (Abduction) পর টানা পাঁচদিন ধরে যৌন নির্যাতন (Sexual Assault) করার অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনা ৷

Uttar Pradesh police file case against three including two minor boys for alleged Abduction and Sexual Assault of a teenage girl
Sexual Assault: কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন ! কাঠগড়ায় 2 নাবালক
author img

By

Published : Nov 12, 2022, 3:44 PM IST

কুশিনগর (উত্তরপ্রদেশ), 12 নভেম্বর: 14 বছরের কিশোরীকে অপহরণ (Abduction) করে টানা পাঁচদিন ধরে যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনায় দুই নাবালক-সহ তিনজনের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা ৷ তাদের মধ্যে এক নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত কিশোরই এই ঘটনায় মূল অভিযুক্ত ৷ তার সঙ্গীর খোঁজে চলছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2 নভেম্বর কুশিনগরের বারওয়া পাত্তি এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় ৷ তাকে অপহরণ করে বাইকে সওয়ার দুই নাবালক ৷ এরপর মেয়েটিকে রংলালাহি নামে একটি গ্রামে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখানেই তাকে আটকে রেখে পাঁচদিন ধরে যৌন নির্যাতন করা হয় ৷ পরবর্তীতে ওই কিশোরীকে উদ্ধার করা হলেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে ৷ এরপর কিশোরীর বাবা পুলিশের কাছে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতে গত 7 নভেম্বর পকসো আইনে মামলা রুজু করা হয় ৷ তদন্তে নেমে শুক্রবার (11 নভেম্বর, 2022) মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

অতিরিক্ত পুলিশ সুপার ঋতেশ কুমার সিং এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "তদন্তের প্রক্রিয়া শেষ হলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হবে ৷ ইতিমধ্যেই অভিযোগকারিণী কিশোরীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ এরপর তার বয়ান রেকর্ড করা হবে ৷ এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন মহিলা এবং বাকি দু'জন নাবালক ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা এবং যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে ৷ কিশোরীর বাবার করা অভিযোগের ভিত্তিতে গত 7 নভেম্বর এই তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ৷"

এদিকে, এই ঘটনার মধ্যেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কিশোরীর দাদা ৷ তাঁর দাবি, পুলিশ তাঁদের অভিযোগ প্রত্য়াহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ! এমনকী, পুলিশের পক্ষ থেকে কিশোরীর পরিবারকে 45 হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ সুপার অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তে চলছে ৷ তদন্তের প্রক্রিয়া শেষ হলেই আইন অনুসারে পদক্ষেপ করা হবে ৷

কুশিনগর (উত্তরপ্রদেশ), 12 নভেম্বর: 14 বছরের কিশোরীকে অপহরণ (Abduction) করে টানা পাঁচদিন ধরে যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ ! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের (Kushinagar) ঘটনায় দুই নাবালক-সহ তিনজনের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা ৷ তাদের মধ্যে এক নাবালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত কিশোরই এই ঘটনায় মূল অভিযুক্ত ৷ তার সঙ্গীর খোঁজে চলছে তল্লাশি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2 নভেম্বর কুশিনগরের বারওয়া পাত্তি এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় ৷ তাকে অপহরণ করে বাইকে সওয়ার দুই নাবালক ৷ এরপর মেয়েটিকে রংলালাহি নামে একটি গ্রামে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখানেই তাকে আটকে রেখে পাঁচদিন ধরে যৌন নির্যাতন করা হয় ৷ পরবর্তীতে ওই কিশোরীকে উদ্ধার করা হলেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে ৷ এরপর কিশোরীর বাবা পুলিশের কাছে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতে গত 7 নভেম্বর পকসো আইনে মামলা রুজু করা হয় ৷ তদন্তে নেমে শুক্রবার (11 নভেম্বর, 2022) মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

অতিরিক্ত পুলিশ সুপার ঋতেশ কুমার সিং এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "তদন্তের প্রক্রিয়া শেষ হলেই অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করা হবে ৷ ইতিমধ্যেই অভিযোগকারিণী কিশোরীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ এরপর তার বয়ান রেকর্ড করা হবে ৷ এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন মহিলা এবং বাকি দু'জন নাবালক ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা এবং যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে ৷ কিশোরীর বাবার করা অভিযোগের ভিত্তিতে গত 7 নভেম্বর এই তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয় ৷"

এদিকে, এই ঘটনার মধ্যেই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন কিশোরীর দাদা ৷ তাঁর দাবি, পুলিশ তাঁদের অভিযোগ প্রত্য়াহার করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ! এমনকী, পুলিশের পক্ষ থেকে কিশোরীর পরিবারকে 45 হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ৷ পুলিশ সুপার অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তে চলছে ৷ তদন্তের প্রক্রিয়া শেষ হলেই আইন অনুসারে পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.