কানপুর, 4 মার্চ: বড় ধরনের বিপত্তির হাত থেকে রক্ষা পেল উত্তরপ্রদেশ। কানপুর থেকে শুক্রবার 288টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। লাখিমপুরার একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। সেই বাড়িটি বছর কুড়ির এক তরুণীর । তাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে এই তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে 16টি বোমা-সহ গ্রেফতার হয় ওই যুবক । তাকে জেরা করেই এই বিপুল পরিমাণ বোমার খোঁজ মিলল (Huge amount of Bombs recovered from Uttar Pradesh)।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ক্রাইমব্রাঞ্চ এবং কানপুর পুলিশের যৌথ অভিযানেই এই সাফল্য মিলেছে। ওই বাড়ির আশপাশে আর কোথাও বোমা বা অন্য কোনও বিস্ফোরক রাখা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে কথাও বলা হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক বাসু সোনকার জানিয়েছেন, বৃহস্পতিবার বাদর জেলার এক যুবককে 16টি তাজা বোমা-সহ গ্রেফতার করা হয়। তাকে টানা জেরার পর বছর কুড়ির এই তরুণীর সন্ধান মেলে। তার বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে 288টি তাজা বোমা উদ্ধার করা গিয়েছে।
চমনগঞ্জ থানার স্টেশন হাউজ অফিসার অমনরনাথ বিশ্বকর্মার দাবি, জেরায় প্রাথমিকভাবে সাহায্য করছিল না ধৃত যুবক। পরে সে জানায় লাখিমপুরা এলাকায় আরও বোমা রাখা আছে। আরও জেরার পর এই তরুণীর ব্যাপারে বিশদে জানা যায়। তার সঙ্গেও কথা বলেছে পুলিশ । এই দু'জনের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীদের সন্দেহ কাছাকাছি এলাকার মধ্যে আরও বোমা রাখা থাকতে পারে । সেটির সন্ধান করে দেখা হচ্ছে।
সম্প্রতি উত্তরপ্রদেশে এই ধরনের বোমার ব্যবহার বেড়েছে বলে মনে করছে প্রশাসনের একটি বড় অংশ । বিধায়ক রাজু পালের খুনের ঘটনা সাক্ষী আইনজীবী উমেশ পালের হত্যার ক্ষেত্রেও এই ধরনের বোমা ব্যবহার হয়েছিল । তবে শুধু দেশের সবচেয়ে বড় রাজ্য নয়, পশ্চিমবঙ্গেও এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা ঘটে । পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রবণতা আরও বেড়েছে।
আরও পড়ুন: পুরনো মামলায় দোষী, 6 পুলিশকর্মীকে একদিনের কারাবাস দিল বিধানসভা !