ওয়াশিংটন, 15 অক্টোবর : পাকিস্তান (Pakistan) সম্ভবত বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ ৷ এমনটাই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ৷ বৃহস্পতিবার ওয়াশিংটনে ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেন কমিটির এক অনুষ্ঠানে বক্তৃতা করেন বাইডেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷
পরে হোয়াইট হাউজের ওয়েবসাইটে বাইডেনের ভাষণের লিখিত বয়ান দেওয়া হয় ৷ সেখানে মার্কিন প্রেসিডেন্টের জবানিতে লেখা হয়েছে, ‘‘...এবং আমার মনে হয় পাকিস্তান সম্ভবত বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ ৷ কোনও রকম সংবদ্ধতা ছাড়াই পরমাণু বোমা পড়ে রয়েছে ৷’’
এদিন বাইডেন চিন (China) ও রাশিয়া (Russia) সংক্রান্ত বিষয়ে মার্কিন বিদেশনীতি (US Foreign Policy) নিয়ে কথা বলছিলেন ৷ সেই সময়ই তিনি পাকিস্তানের প্রসঙ্গ তোলেন ৷ আর এই মন্তব্য করেন৷ আন্তর্জাতিক কূটনীতিবিদদের মতে ভূরাজনৈতিক পরিস্থিতির যে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তার প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন জো বাইডেন ৷
তবে তাঁর এই মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistan PM Shehabaz Sharif) ও তাঁর সরকারকে চাপে ফেলে দিয়েছে ৷ কারণ, তাঁরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছিলেন ৷
এদিকে দু’দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশিত হয়েছে ৷ 48 পাতার নথিতে নাম রয়েছে পাকিস্তানেরও ৷ তাছাড়া সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চিন ও রাশিয়াকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে উল্লেখ করা হয়েছে ৷ আরও লেখা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিন নিজের শক্তি বৃদ্ধি করছে ৷ কিন্তু তাদের প্রভাব সারা বিশ্বে ক্রমশ বাড়ছে৷ আগামী দশকে চিনই হয়ে উঠবে সবচেয়ে বড় প্রতিযোগী ৷
ওই নথিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, রাশিয়ার সাম্রাজ্যবাদী বিদেশ নীতির জন্যই ইউক্রেনে আক্রমণ করা হয়েছে ৷ যাতে ওই দেশের সরকারকে ফেলে দিয়ে সেখানে রাশিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে ৷
আরও পড়ুন : পাকিস্তান ভ্রমণ হইতে সাবধান ! নাগরিকদের সতর্ক করে নির্দেশ আমেরিকার