ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence : লখিমপুর কাণ্ডে আশিস মিশ্রকে পুলিশের তলব, বাড়ির দেওয়ালে সাঁটা হল নোটিস - আশিস মিশ্র

গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রামানা-র নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চের মুখে পড়ে আজ বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা জানায় যোগী সরকার ৷ তারপর উত্তর প্রদেশ পুলিশ অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে সমনের নোটিস পাঠাল ৷ এমনকি বাবা মন্ত্রী অজয় মিশ্রকেও ছেলেকে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷

বাড়ির দরজায় সমনের নোটিস
বাড়ির দরজায় সমনের নোটিস
author img

By

Published : Oct 8, 2021, 8:02 AM IST

লখিমপুর খেরি, 8 অক্টোবর : শেষমেশ লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) সমন পাঠাল উত্তর প্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ৷ অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Affairs) রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে ৷ গতকাল আশিস মিশ্রকে 8 অক্টোবর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নোটিস তার বাড়ির দরজায় সেঁটে দিয়ে এসেছে পুলিশ ৷ আশিসকে ডেকে পাঠানো কথা জানিয়েছেন আইজি (Inspector General) লক্ষ্মী সিং (Laxmi Singh) ৷

তিনকোনিয়া পুলিশ স্টেশনে (Tikonia police station) আশিস মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 (খুন) ধারায় এফআইআর করা হলেও গতকালের আগে অবধি তাকে গ্রেফতার করা হয়নি ৷ 3 অক্টোবরের লখিমপুর কাণ্ডে 8 জনের মৃত্যু হয়, তার মধ্যে 4 জন কৃষক ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ গতকাল সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলার প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে জিজ্ঞাসা করে, কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে ক'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপরেই তড়িঘড়ি অভিযুক্ত আশিস মিশ্রকে সমন পাঠায় উত্তর প্রদেশ পুলিশ ৷ আর আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে যোগী সরকারকে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : সুুপ্রিম কোর্টে লখিমপুর খেরি মামলার শুনানি আগামিকাল

এমনকি লখিমপুর শহরে রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) বাড়ির দরজাতেও বৃহস্পতিবার একটি নোটিস লাগিয়ে দিয়ে এসেছে উত্তর প্রদেশ পুলিশ ৷ সেই নোটিসে সিআরপিসি 160 ধারার (section 160 of the CrPC) উল্লেখ করে তাঁকে জানানো হয়েছে, তাঁর ছেলে আশিস যেন শুক্রবার সকাল 10টা নাগাদ লখিমপুরের পুলিশ লাইনে অপরাধ দমন দফতরে (Crime Branch office) মৌখিক (oral), লিখিত (written) অথবা ডিজিটাল প্রমাণ-সহ (digital evidence) হাজিরা দেয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ লবকুশ রানা (Luvkush Rana) এবং আশিস পান্ডে (Ashish Pandey) নামের 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

গত রবিবার 3 অক্টোবর বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে তাদের পিষে মারা হয় ৷ এই মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের অভিযোগ, ওই গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন অজয় মিশ্র ৷ সেই সময় অজয় মিশ্রের একটি কনভয় উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী (Uttar Pradesh Deputy Chief Minister) কেশব প্রসাদ মৌর্যকে (Keshav Prasad Maurya) আনতে যাচ্ছিল ৷

লখিমপুর খেরি, 8 অক্টোবর : শেষমেশ লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্রকে (Ashish Mishra) সমন পাঠাল উত্তর প্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) ৷ অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Affairs) রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে ৷ গতকাল আশিস মিশ্রকে 8 অক্টোবর পুলিশের সামনে হাজিরা দেওয়ার নোটিস তার বাড়ির দরজায় সেঁটে দিয়ে এসেছে পুলিশ ৷ আশিসকে ডেকে পাঠানো কথা জানিয়েছেন আইজি (Inspector General) লক্ষ্মী সিং (Laxmi Singh) ৷

তিনকোনিয়া পুলিশ স্টেশনে (Tikonia police station) আশিস মিশ্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 302 (খুন) ধারায় এফআইআর করা হলেও গতকালের আগে অবধি তাকে গ্রেফতার করা হয়নি ৷ 3 অক্টোবরের লখিমপুর কাণ্ডে 8 জনের মৃত্যু হয়, তার মধ্যে 4 জন কৃষক ৷ এ নিয়ে তোলপাড় দেশের রাজনীতি ৷ গতকাল সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত মামলার প্রথম দিনের শুনানিতে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ উত্তর প্রদেশ সরকারকে জিজ্ঞাসা করে, কতজন অভিযুক্ত এবং তাদের মধ্যে ক'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এরপরেই তড়িঘড়ি অভিযুক্ত আশিস মিশ্রকে সমন পাঠায় উত্তর প্রদেশ পুলিশ ৷ আর আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে যোগী সরকারকে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : সুুপ্রিম কোর্টে লখিমপুর খেরি মামলার শুনানি আগামিকাল

এমনকি লখিমপুর শহরে রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) বাড়ির দরজাতেও বৃহস্পতিবার একটি নোটিস লাগিয়ে দিয়ে এসেছে উত্তর প্রদেশ পুলিশ ৷ সেই নোটিসে সিআরপিসি 160 ধারার (section 160 of the CrPC) উল্লেখ করে তাঁকে জানানো হয়েছে, তাঁর ছেলে আশিস যেন শুক্রবার সকাল 10টা নাগাদ লখিমপুরের পুলিশ লাইনে অপরাধ দমন দফতরে (Crime Branch office) মৌখিক (oral), লিখিত (written) অথবা ডিজিটাল প্রমাণ-সহ (digital evidence) হাজিরা দেয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পুলিশ লবকুশ রানা (Luvkush Rana) এবং আশিস পান্ডে (Ashish Pandey) নামের 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷

গত রবিবার 3 অক্টোবর বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে এসইউভি চালিয়ে তাদের পিষে মারা হয় ৷ এই মর্মান্তিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের অভিযোগ, ওই গাড়িগুলির মধ্যে একটিতে ছিলেন অজয় মিশ্র ৷ সেই সময় অজয় মিশ্রের একটি কনভয় উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী (Uttar Pradesh Deputy Chief Minister) কেশব প্রসাদ মৌর্যকে (Keshav Prasad Maurya) আনতে যাচ্ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.