ETV Bharat / bharat

UP Youth Caught by Pak Army: পাকিস্তানের জেলে বন্দি নীরজকে ছাড়াতে যোগীর দ্বারস্থ পরিবার

উত্তরপ্রদেশের ভাদোহি জেলার ভাতেওয়ারা গ্রামের বাসিন্দা নীরজ বিন্দ ৷ বছর দেড়েক আগে তিনি পাকিস্তানের নৌবাহিনী আটক হন ওই দেশের জলসীমার মধ্যে নৌকা নিয়ে ঢুকে পড়ার জন্য ৷ তাঁকে ছাড়াতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয়েছে পরিবার ৷

UP Youth Caught by Pak Army
UP Youth Caught by Pak Army
author img

By

Published : May 17, 2023, 8:20 PM IST

ভাদোহি (উত্তরপ্রদেশ), 17 মে: গুজরাতের কাছে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে যাওয়ায় পাকিস্তানের নৌবাহিনীর হাতে ধরা পড়েন 9 জন ভারতীয় ৷ 2022 সালের 8 ফেব্রুয়ারি ওই ঘটনাটি ঘটে ৷ সেই তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার ভাতেওয়ারা গ্রামের বাসিন্দা নীরজ বিন্দের ৷ তিনি ছিলেন ওই নৌকার চালক ৷ প্রায় দেড় বছর ধরে তিনি পাকিস্তানের জেলে বন্দি হয়ে রয়েছেন ৷ তাঁর বাবা উদয়রাজ বিন্দ জানিয়েছেন যে ছেলের মুক্তির জন্য তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয়েছেন ৷

নীরজের স্ত্রী পূজা জানান, যেদিন তাঁর স্বামীকে ধরা হয়, সেদিনই পরিবারের কাছে খবর আসে ৷ খবর দেওয়া হয় নীরজ যে সংস্থায় কাজ করতেন, সেই সংস্থার তরফে ৷ তার পর থেকে না স্বামীর কোনও ছবি দেখেছেন ৷ স্বামীর সঙ্গে কথা বলারও সুযোগ পাননি তিনি ৷ সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ৷ ফলে পরবর্তী দেড় বছর চূড়ান্ত মানসিক যন্ত্রণার মধ্যে তিনি দিন কাটাচ্ছেন৷ এর শেষ কবে, তাও তিনি জানেন না ৷

এই সময়ের মধ্যে নীরজের পুত্র সন্তানের জন্ম দেন পূজা ৷ ছেলের বয়সও এক বছর হতে চলল ৷ ছেলের মুখ দেখার সুযোগ হয়নি নীরজের জন্য ৷ তাই নীরজকে ছাড়াতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তিনি ৷ কিন্তু প্রশাসনের তরফে এখনও ইতিবাচক কোনও আশ্বাস দেওয়া হয়নি ৷ তাই তাঁরা চান, এই বিষয়ে হস্তক্ষেপ করুন স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ভাদোহির পুলিশ সুপার ড. অনিল কুমার জানিয়েছেন যে বিষয়টি তাঁর নজরে এসেছে ৷ তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে একটি চিঠি লিখেছেন । তাঁর আশা কেন্দ্রীয় সরকার এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ৷ আর নীরজকে দ্রুত বাড়িতে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে ৷

প্রসঙ্গত, উদয়রাজ বিন্দের তিন ছেলের মধ্যে নীরজ বিন্দ বড়৷ তিনি পরিবারের জন্য বেশি টাকা উপার্জনে গুজরাতে গিয়েছিলেন । তাই দেড় বছর ধরে তাঁকে পাকিস্তান ধরে রাখায় আর্থিক সমস্যায় পড়েছে ওই পরিবার ৷

আরও পড়ুন: সন্ত্রাসবাদী-গ্যাংস্টার-মাদক কারবারিদের যোগসাজশ, 6 রাজ্যে 100-র বেশি জায়গায় এনআইএ হানা

ভাদোহি (উত্তরপ্রদেশ), 17 মে: গুজরাতের কাছে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে যাওয়ায় পাকিস্তানের নৌবাহিনীর হাতে ধরা পড়েন 9 জন ভারতীয় ৷ 2022 সালের 8 ফেব্রুয়ারি ওই ঘটনাটি ঘটে ৷ সেই তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার ভাতেওয়ারা গ্রামের বাসিন্দা নীরজ বিন্দের ৷ তিনি ছিলেন ওই নৌকার চালক ৷ প্রায় দেড় বছর ধরে তিনি পাকিস্তানের জেলে বন্দি হয়ে রয়েছেন ৷ তাঁর বাবা উদয়রাজ বিন্দ জানিয়েছেন যে ছেলের মুক্তির জন্য তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হয়েছেন ৷

নীরজের স্ত্রী পূজা জানান, যেদিন তাঁর স্বামীকে ধরা হয়, সেদিনই পরিবারের কাছে খবর আসে ৷ খবর দেওয়া হয় নীরজ যে সংস্থায় কাজ করতেন, সেই সংস্থার তরফে ৷ তার পর থেকে না স্বামীর কোনও ছবি দেখেছেন ৷ স্বামীর সঙ্গে কথা বলারও সুযোগ পাননি তিনি ৷ সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ৷ ফলে পরবর্তী দেড় বছর চূড়ান্ত মানসিক যন্ত্রণার মধ্যে তিনি দিন কাটাচ্ছেন৷ এর শেষ কবে, তাও তিনি জানেন না ৷

এই সময়ের মধ্যে নীরজের পুত্র সন্তানের জন্ম দেন পূজা ৷ ছেলের বয়সও এক বছর হতে চলল ৷ ছেলের মুখ দেখার সুযোগ হয়নি নীরজের জন্য ৷ তাই নীরজকে ছাড়াতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তিনি ৷ কিন্তু প্রশাসনের তরফে এখনও ইতিবাচক কোনও আশ্বাস দেওয়া হয়নি ৷ তাই তাঁরা চান, এই বিষয়ে হস্তক্ষেপ করুন স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

ভাদোহির পুলিশ সুপার ড. অনিল কুমার জানিয়েছেন যে বিষয়টি তাঁর নজরে এসেছে ৷ তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে একটি চিঠি লিখেছেন । তাঁর আশা কেন্দ্রীয় সরকার এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ৷ আর নীরজকে দ্রুত বাড়িতে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে ৷

প্রসঙ্গত, উদয়রাজ বিন্দের তিন ছেলের মধ্যে নীরজ বিন্দ বড়৷ তিনি পরিবারের জন্য বেশি টাকা উপার্জনে গুজরাতে গিয়েছিলেন । তাই দেড় বছর ধরে তাঁকে পাকিস্তান ধরে রাখায় আর্থিক সমস্যায় পড়েছে ওই পরিবার ৷

আরও পড়ুন: সন্ত্রাসবাদী-গ্যাংস্টার-মাদক কারবারিদের যোগসাজশ, 6 রাজ্যে 100-র বেশি জায়গায় এনআইএ হানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.