ETV Bharat / bharat

Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ - অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ

আগামী মাসেই শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন (UP Assembly election 2022) ৷ সেই ভোটে রাম জন্মভূমি অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (up cm yogi adityanath to fight up assembly election from ayodhya) ৷ বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

up cm yogi adityanath to fight assembly election from ayodhya
Yogi to Contest from Ayodhya : অযোধ্যা থেকে প্রার্থী হতে পারেন যোগী আদিত্যনাথ
author img

By

Published : Jan 13, 2022, 2:39 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি : অযোধ্যা ৷ এই শব্দটি ও এই জায়গার রাজনৈতিক গুরুত্ব বিজেপির কাছে অপরিসীম ৷ গেরুয়া শিবিরের সেই রাজনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা থেকেই এবার ভোটে লড়তে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (cm yogi adityanath to fight up assembly election from ayodhya) ৷ বিজেপি সূত্রে অন্তত এমনই খবর পাওয়া যাচ্ছে ৷

2017 সালে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছিল বিরোধীরা ৷ সেই ভোটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথ ৷ কিন্তু নির্বাচনী ময়দানে তিনি ছিলেন না ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এবার তিনি ফের নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন (UP Assembly election 2022) ৷ প্রার্থী হবেন অযোধ্যা থেকে ৷

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি তুলে গোটা দেশে রাজনৈতিক ভিত শক্ত করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণও শুরু হয়ে গিয়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই মন্দির নির্মাণের কৃতিত্ব নিজেদের দিকে টানতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই সেখানে প্রার্থী করতে চায় গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

তাছাড়া অযোধ্যা উত্তরপ্রদেশের অবধ অঞ্চলের মধ্যে পড়ে ৷ সেখানে সমাজবাদী পার্টির পাল্লা ভারী ৷ তাই যোগীকে ওই অংশ থেকে প্রার্থী করে বাকি অংশের ভোটারদের মন জয় করতে চাইছে বিজেপি ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

উত্তরপ্রদেশের নির্বাচনে জিতে যদি সেই রাজ্যের ক্ষমতা বিজেপি ধরে রাখতে পারে, তাহলে ভোটে না লড়েই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে বাধা থাকবে না যোগীর জন্য ৷ কারণ, তিনি উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ৷ তবু বিজেপি চাইছে ভোটে লড়ুন যোগী (CM Yogi Adityanath) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্য়া, উত্তরপ্রদেশে পাঁচ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে স্বাভাবিকভাবে ভোটের লড়াইয়ে নামবে বিজেপি ৷ সেখানে অবশ্যই প্রশাসনিক নানা সাফল্যের দাবি করা হবে ৷ কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ভোটে না লড়লে, সেটা বিরোধীদের কাছে ইস্যু হয়ে যাবে ৷ সেই কারণেই যোগীকে ভোটের ময়দানে নামাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : কংগ্রেসের 125 জনের প্রাথমিক তালিকায় মহিলার সংখ্যা 50, প্রার্থী ধর্ষিতার মা

উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা এখনও বিজেপি ঘোষণা করেনি ৷ যোগী আদিত্যনাথ প্রার্থী হবেন কি না, সেই নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে বিজেপি সূত্রের খবর ৷ তবে তাঁকে যদি প্রার্থী করা হয়, সেক্ষেত্রে আরও দু’টি কেন্দ্রের কথা ভাবা হয়েছে ৷ তার একটি মথুরা ও দ্বিতীয়টি গোরক্ষপুর ৷

গোরক্ষপুর যোগীর নিজের এলাকা ৷ সেখানে তাঁর যথেষ্ট প্রভাব আছে ৷ সেই হিসেবে তাঁকে সেখানকার প্রার্থী করা যেতে পারে ৷ তাছাড়া যেহেতু যোগী বিজেপির অন্যতম হিন্দুত্ববাদী মুখ, তাই মথুরা থেকে প্রার্থী করলে ওই অংশে তার প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহলের মত ৷

যদিও শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির নির্বাচনী কমিটির (BJP cec to take final call) কাছে আছে ৷ আপাতত সেই উত্তরের দিকে তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election 2022 : উত্তরপ্রদেশ নিয়ে কোর কমিটির বৈঠক অমিত শাহের, চলল 10 ঘণ্টা

কিন্তু শেষ পর্যন্ত তা হয়, তা হলে 18 বছরের রেকর্ড ভাঙবে উত্তরপ্রদেশে ৷ 18 বছর আগে 2004-এ শেষবার উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী ভোটে লড়েছিলেন ৷ সেই সময় প্রার্থী হয়েছিলেন মুলায়ম সিং যাদব ৷ তার পর মায়াবতী ও মুলায়মের ছেলে অখিলেশ বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী থেকেছেন ৷ যোগী আদিত্যনাথ গত পাঁচ বছর বিধানসভার উচ্চকক্ষের সদস্য হিসেবে রাজ্য সামলাচ্ছেন ৷ এবার দেখার তিনি উত্তরপ্রদেশের গত 18 বছরের রাজনৈতিক পরম্পরা ভাঙার সুযোগ পান কি না !

নয়াদিল্লি, 13 জানুয়ারি : অযোধ্যা ৷ এই শব্দটি ও এই জায়গার রাজনৈতিক গুরুত্ব বিজেপির কাছে অপরিসীম ৷ গেরুয়া শিবিরের সেই রাজনৈতিক গুরুত্বপূর্ণ এলাকা থেকেই এবার ভোটে লড়তে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (cm yogi adityanath to fight up assembly election from ayodhya) ৷ বিজেপি সূত্রে অন্তত এমনই খবর পাওয়া যাচ্ছে ৷

2017 সালে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছিল বিরোধীরা ৷ সেই ভোটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন গোরক্ষপুরের সাংসদ যোগী আদিত্যনাথ ৷ কিন্তু নির্বাচনী ময়দানে তিনি ছিলেন না ৷ গেরুয়া শিবির সূত্রে খবর, এবার তিনি ফের নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন (UP Assembly election 2022) ৷ প্রার্থী হবেন অযোধ্যা থেকে ৷

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি তুলে গোটা দেশে রাজনৈতিক ভিত শক্ত করেছিল ভারতীয় জনতা পার্টি ৷ সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রামমন্দির নির্মাণও শুরু হয়ে গিয়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সেই মন্দির নির্মাণের কৃতিত্ব নিজেদের দিকে টানতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই সেখানে প্রার্থী করতে চায় গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক

তাছাড়া অযোধ্যা উত্তরপ্রদেশের অবধ অঞ্চলের মধ্যে পড়ে ৷ সেখানে সমাজবাদী পার্টির পাল্লা ভারী ৷ তাই যোগীকে ওই অংশ থেকে প্রার্থী করে বাকি অংশের ভোটারদের মন জয় করতে চাইছে বিজেপি ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

উত্তরপ্রদেশের নির্বাচনে জিতে যদি সেই রাজ্যের ক্ষমতা বিজেপি ধরে রাখতে পারে, তাহলে ভোটে না লড়েই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে বাধা থাকবে না যোগীর জন্য ৷ কারণ, তিনি উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ৷ তবু বিজেপি চাইছে ভোটে লড়ুন যোগী (CM Yogi Adityanath) ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্য়া, উত্তরপ্রদেশে পাঁচ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে স্বাভাবিকভাবে ভোটের লড়াইয়ে নামবে বিজেপি ৷ সেখানে অবশ্যই প্রশাসনিক নানা সাফল্যের দাবি করা হবে ৷ কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী ভোটে না লড়লে, সেটা বিরোধীদের কাছে ইস্যু হয়ে যাবে ৷ সেই কারণেই যোগীকে ভোটের ময়দানে নামাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : কংগ্রেসের 125 জনের প্রাথমিক তালিকায় মহিলার সংখ্যা 50, প্রার্থী ধর্ষিতার মা

উত্তরপ্রদেশের প্রার্থী তালিকা এখনও বিজেপি ঘোষণা করেনি ৷ যোগী আদিত্যনাথ প্রার্থী হবেন কি না, সেই নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে বিজেপি সূত্রের খবর ৷ তবে তাঁকে যদি প্রার্থী করা হয়, সেক্ষেত্রে আরও দু’টি কেন্দ্রের কথা ভাবা হয়েছে ৷ তার একটি মথুরা ও দ্বিতীয়টি গোরক্ষপুর ৷

গোরক্ষপুর যোগীর নিজের এলাকা ৷ সেখানে তাঁর যথেষ্ট প্রভাব আছে ৷ সেই হিসেবে তাঁকে সেখানকার প্রার্থী করা যেতে পারে ৷ তাছাড়া যেহেতু যোগী বিজেপির অন্যতম হিন্দুত্ববাদী মুখ, তাই মথুরা থেকে প্রার্থী করলে ওই অংশে তার প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহলের মত ৷

যদিও শেষ পর্যন্ত কী হবে, তার উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির নির্বাচনী কমিটির (BJP cec to take final call) কাছে আছে ৷ আপাতত সেই উত্তরের দিকে তাকিয়ে সকলে ৷

আরও পড়ুন : Uttar Pradesh Assembly Election 2022 : উত্তরপ্রদেশ নিয়ে কোর কমিটির বৈঠক অমিত শাহের, চলল 10 ঘণ্টা

কিন্তু শেষ পর্যন্ত তা হয়, তা হলে 18 বছরের রেকর্ড ভাঙবে উত্তরপ্রদেশে ৷ 18 বছর আগে 2004-এ শেষবার উত্তরপ্রদেশের কোনও মুখ্যমন্ত্রী ভোটে লড়েছিলেন ৷ সেই সময় প্রার্থী হয়েছিলেন মুলায়ম সিং যাদব ৷ তার পর মায়াবতী ও মুলায়মের ছেলে অখিলেশ বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী থেকেছেন ৷ যোগী আদিত্যনাথ গত পাঁচ বছর বিধানসভার উচ্চকক্ষের সদস্য হিসেবে রাজ্য সামলাচ্ছেন ৷ এবার দেখার তিনি উত্তরপ্রদেশের গত 18 বছরের রাজনৈতিক পরম্পরা ভাঙার সুযোগ পান কি না !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.