ETV Bharat / bharat

Rohingyas Arrested in UP: জঙ্গি দমন শাখার অভিযানে যোগীর রাজ্যে ধৃত 83 জন রোহিঙ্গা

author img

By

Published : Jul 24, 2023, 8:14 PM IST

মথুরা-সহ উত্তরপ্রদেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট 83 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে সে রাজ্যের এটিএস ৷ সোমবার তাদের গ্রেফতার করা হয় ৷ অবৈধভাবে তারা এদেশে প্রবেশ করেছে বলে অভিযোগ ৷

ETV Bharat
উত্তরপ্রদেশ এটিএস

মথুরা, 24 জুলাই: উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 83 জন রোহিঙ্গাকে গ্রেফফতার করেছে সে রাজ্যের এটিএস ৷ রোহিঙ্গারা মূলত মায়ানমারের জনগোষ্ঠী ৷ অভিযোগ, অবৈধভাবে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকেরা ভারতে এসে ঘাঁটি গেড়েছে ৷ সোমবার ভোর থেকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা মথুরা, সাহারানপুর, মেরঠ, গাজিয়াবাদ এবং আলিগড়ে তল্লাশি চালিয়ে এই 83 জনকে গ্রেফতার করেছে ৷

উত্তরপ্রদেশ এটিএস-এর প্রধান নবীন আরোরা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলির মাধ্যমে খবর মিলেছিল রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধভাবে বসবাস শুরু করেছে রোহিঙ্গারা ৷ সীমান্ত পেরিয়ে প্রবেশ করা এই অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এরপর পুলিশ ও এটিএস এর যৌথ দল বানিয়ে এই অভিযান চালানো হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার রাত থেকে দীর্ঘ প্রায় 8 ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় ৷

উত্তরপ্রদেশ এটিএসের তরফে মথুরা থেকে 40 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে ৷ মথুরার অলহপুর ও কোটা গ্রামে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷ মনে করা হচ্ছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এদেশে অনুপ্রবেশ করে এই রোহিঙ্গারা ৷ উত্তরপ্রদেশের এটিএসের তরফে জানান হয়েছে, তাদের এই তল্লাশি অভিযানে সাহারনপুর থেকে 2 জন, মেরঠ থেকে 4 জন, হাপুর থেকে 16 জন, গাজিয়াবাদ থেকে 4 জন, আলিগড় থেকে 17 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে কয়েকজন মহিলা ও নাবালক রয়েছে ৷ ধৃতদের আদালতে তোলা হয়েছে ৷ ধৃতদের অধিকাংশই স্থানীয় মাংসের দোকানে কাজ করছিল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মিজোরাম ছেড়ে অসমে আশ্রয় বেশ কিছু মেইটেই পরিবারের

উল্লেখ্য, এর আগেও দেশের নানা প্রান্ত থেকে ধরা পড়েছে রোহিঙ্গারা ৷ বছর কয়েক আগে মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার শুরু হওয়ার পর অনেকেই পালিয়ে বিভিন্ন প্রতিবেশী দেশে চলে যায় ৷ ভারত তাদের আশ্রয় না-দেওয়ায়, অনেক রোহিঙ্গাই লুকিয়ে অনুপ্রবেশ করে এদেশে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে ৷

মথুরা, 24 জুলাই: উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 83 জন রোহিঙ্গাকে গ্রেফফতার করেছে সে রাজ্যের এটিএস ৷ রোহিঙ্গারা মূলত মায়ানমারের জনগোষ্ঠী ৷ অভিযোগ, অবৈধভাবে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকেরা ভারতে এসে ঘাঁটি গেড়েছে ৷ সোমবার ভোর থেকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা মথুরা, সাহারানপুর, মেরঠ, গাজিয়াবাদ এবং আলিগড়ে তল্লাশি চালিয়ে এই 83 জনকে গ্রেফতার করেছে ৷

উত্তরপ্রদেশ এটিএস-এর প্রধান নবীন আরোরা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলির মাধ্যমে খবর মিলেছিল রাজ্যের বিভিন্ন জেলায় অবৈধভাবে বসবাস শুরু করেছে রোহিঙ্গারা ৷ সীমান্ত পেরিয়ে প্রবেশ করা এই অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ এরপর পুলিশ ও এটিএস এর যৌথ দল বানিয়ে এই অভিযান চালানো হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে রবিবার রাত থেকে দীর্ঘ প্রায় 8 ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় ৷

উত্তরপ্রদেশ এটিএসের তরফে মথুরা থেকে 40 জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে ৷ মথুরার অলহপুর ও কোটা গ্রামে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷ মনে করা হচ্ছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এদেশে অনুপ্রবেশ করে এই রোহিঙ্গারা ৷ উত্তরপ্রদেশের এটিএসের তরফে জানান হয়েছে, তাদের এই তল্লাশি অভিযানে সাহারনপুর থেকে 2 জন, মেরঠ থেকে 4 জন, হাপুর থেকে 16 জন, গাজিয়াবাদ থেকে 4 জন, আলিগড় থেকে 17 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে কয়েকজন মহিলা ও নাবালক রয়েছে ৷ ধৃতদের আদালতে তোলা হয়েছে ৷ ধৃতদের অধিকাংশই স্থানীয় মাংসের দোকানে কাজ করছিল বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: মিজোরাম ছেড়ে অসমে আশ্রয় বেশ কিছু মেইটেই পরিবারের

উল্লেখ্য, এর আগেও দেশের নানা প্রান্ত থেকে ধরা পড়েছে রোহিঙ্গারা ৷ বছর কয়েক আগে মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার শুরু হওয়ার পর অনেকেই পালিয়ে বিভিন্ন প্রতিবেশী দেশে চলে যায় ৷ ভারত তাদের আশ্রয় না-দেওয়ায়, অনেক রোহিঙ্গাই লুকিয়ে অনুপ্রবেশ করে এদেশে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.