ETV Bharat / bharat

Joshimath Sinking: ভাঙা হচ্ছে জোশীমঠে বিপজ্জনক বাড়ি ও হোটেল, নয়া ফাটল করণপ্রয়াগে - জোশীমঠ

জোশীমঠের বিপজ্জনক হোটেল মালারি ইন এবং মাউন্ট ভিউ ভাঙবে প্রশাসন (Unsafe Buildings will Demolished in Landslide Effected Joshimath) ৷ আজ থেকে সেই কাজ শুরু হচ্ছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ৷ বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই পুরো প্রক্রিয়া চলবে ৷

Joshimath Sinking ETV BHARAT
Joshimath Sinking
author img

By

Published : Jan 10, 2023, 11:21 AM IST

জোশীমঠ, 10 জানুয়ারি: জোশীমঠে ধসের ঘটনায় নতুন করে ফাটল দেখা দিল করণপ্রয়াগ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, চামোলি জেলার করণপ্রয়াগ পৌরসভার বহুগুণা নগরের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ সেই ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ৷ এরই মধ্যে জোশীমঠে আজ থেকে বিপজ্জনক বাড়ি ও হোটেল ভাঙার কাজ শুরু করছে প্রশাসন (Unsafe Buildings will Demolished in Landslide Effected Joshimath) ৷ মূলত, যে বাড়ি ও হোটেলগুলিতে ফাটল দেখা দিয়েছে এবং যে কোনও সময় ধসে যেতে পারে, সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে ৷

মঙ্গলবার জোশীমঠের মালারি ইন এবং মাউন্ট ভিউ হোটেল ভাঙা হবে ৷ এই দু’টি হোটেল সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করে প্রশাসন ৷ আর ওই হোটেল দু’টির আশেপাশের বিপজ্জনক এলাকা থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জোশীমঠের এই বহুতলগুলি ভাঙার কাজ হবে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ৷ কেন্দ্রীয় এই সংস্থার বিশেষজ্ঞরা দাঁড়িয়ে থেকে বিপজ্জনক অবস্থায় থাকা হোটেল দু’টি ভাঙার কাজ করাবেন ৷ পাশাপাশি, অন্য বাড়ি ও হোটেলের ক্ষেত্রেও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল নেতৃত্ব দেবে ৷

সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷ বহুতল ভাঙার সময় প্রয়োজন পড়লে চামোলি জেলা প্রশাসনকে সাহায্য করবে এনডিআরএফ ৷ বাহিনীর তরফে বলা হয়েছে, "বিশেষজ্ঞরা যথাস্থানে রয়েছেন ৷ প্রশাসন তাঁদের নির্দেশ মতো ব্যবস্থা নিচ্ছে ৷" এনিয়ে চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা সোমবার জানিয়েছিলেন, কেন্দ্রীয় দল চামোলিতে পৌঁছে গিয়েছে ৷ তারা জোশীমঠের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মাটি পরীক্ষা করবে ৷ সেই মতো কোন কোন বাড়ি ও বহুতল ভাঙা হবে, তা জেলা প্রশাসনকে জানাবে ৷ এমনকী তাদের নির্দেশ মতোই পদ্ধতি মেনে বাড়িগুলি ভাঙবে প্রশাসন ৷

আরও পড়ুন: ভিটে ছাড়তে নারাজ আক্রান্তরা, জোশীমঠ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের

এই পরিস্থিতির মধ্যে চামোলির করণপ্রয়াগে গতকাল রাতে নতুন করে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে ৷ এ নিয়ে স্থানীয় বিধায়ক সৌরভ বহুগুণা জানিয়েছেন, জোশীমঠের কাছাকাছি বেশ কয়েকটি গ্রামেও ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে এ সংক্রান্ত রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন ৷

জোশীমঠ, 10 জানুয়ারি: জোশীমঠে ধসের ঘটনায় নতুন করে ফাটল দেখা দিল করণপ্রয়াগ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, চামোলি জেলার করণপ্রয়াগ পৌরসভার বহুগুণা নগরের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ সেই ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ৷ এরই মধ্যে জোশীমঠে আজ থেকে বিপজ্জনক বাড়ি ও হোটেল ভাঙার কাজ শুরু করছে প্রশাসন (Unsafe Buildings will Demolished in Landslide Effected Joshimath) ৷ মূলত, যে বাড়ি ও হোটেলগুলিতে ফাটল দেখা দিয়েছে এবং যে কোনও সময় ধসে যেতে পারে, সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে ৷

মঙ্গলবার জোশীমঠের মালারি ইন এবং মাউন্ট ভিউ হোটেল ভাঙা হবে ৷ এই দু’টি হোটেল সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করে প্রশাসন ৷ আর ওই হোটেল দু’টির আশেপাশের বিপজ্জনক এলাকা থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জোশীমঠের এই বহুতলগুলি ভাঙার কাজ হবে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ৷ কেন্দ্রীয় এই সংস্থার বিশেষজ্ঞরা দাঁড়িয়ে থেকে বিপজ্জনক অবস্থায় থাকা হোটেল দু’টি ভাঙার কাজ করাবেন ৷ পাশাপাশি, অন্য বাড়ি ও হোটেলের ক্ষেত্রেও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল নেতৃত্ব দেবে ৷

সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷ বহুতল ভাঙার সময় প্রয়োজন পড়লে চামোলি জেলা প্রশাসনকে সাহায্য করবে এনডিআরএফ ৷ বাহিনীর তরফে বলা হয়েছে, "বিশেষজ্ঞরা যথাস্থানে রয়েছেন ৷ প্রশাসন তাঁদের নির্দেশ মতো ব্যবস্থা নিচ্ছে ৷" এনিয়ে চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা সোমবার জানিয়েছিলেন, কেন্দ্রীয় দল চামোলিতে পৌঁছে গিয়েছে ৷ তারা জোশীমঠের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মাটি পরীক্ষা করবে ৷ সেই মতো কোন কোন বাড়ি ও বহুতল ভাঙা হবে, তা জেলা প্রশাসনকে জানাবে ৷ এমনকী তাদের নির্দেশ মতোই পদ্ধতি মেনে বাড়িগুলি ভাঙবে প্রশাসন ৷

আরও পড়ুন: ভিটে ছাড়তে নারাজ আক্রান্তরা, জোশীমঠ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের

এই পরিস্থিতির মধ্যে চামোলির করণপ্রয়াগে গতকাল রাতে নতুন করে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে ৷ এ নিয়ে স্থানীয় বিধায়ক সৌরভ বহুগুণা জানিয়েছেন, জোশীমঠের কাছাকাছি বেশ কয়েকটি গ্রামেও ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে এ সংক্রান্ত রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.