ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ! পিকে-র বিরুদ্ধে 'ক্ষোভ'...

তিনি নাকি প্রশান্ত কিশোর ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ কিন্তু তিনিই পঞ্জাবের বিভিন্ন নেতাকে ফোন করে অমরিন্দর সিংয়ের বিরোধিতা করতে উৎসাহ দিচ্ছেন ৷ এমনিতেই পঞ্জাবের রাজনীতির হাওয়া গরম ৷ তার মধ্য়ে প্রশান্ত কিশোরের নামে এমন ভুয়ো ফোনে পঞ্জাবের তাপমাত্রার পারদ চড়ছে বইকি ৷

পিকে-র নাম করে ফোন নেতাদের
পিকে-র নাম করে ফোন নেতাদের
author img

By

Published : Jun 16, 2021, 10:37 AM IST

চণ্ডীগড়, (পঞ্জাব) 16 জুন : আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নানা জটিলতায় উত্তপ্ত রাজ্য ৷ এবার প্রশান্ত কিশোরের নাম করে অচেনা ব্যক্তিরা ফোন করছেন বিভিন্ন নেতাদের ৷ বিগত 5-7 দিন ধরে চলছে এই কার্যকলাপ ৷ পুলিশ জানিয়েছে, কিছু লোক ভোট-কুশলী প্রশান্ত কিশোরের নামে পঞ্জাবের বেশ কিছু নেতাকে ফোন করে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে উসকানি দিচ্ছেন ৷

প্রসঙ্গত উল্লেখ্য যে, 1 মার্চ থেকে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ এই নিয়োগ সংবিধানের 14 ও 16 নং অনুচ্ছেদ বিরোধী বলে সরব হয়েছিলেন লাভ সিং ও সতীন্দর সিং ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদটি একজন মন্ত্রীর পদের সমমর্যাদার ৷ প্রশান্ত একজন ভোট-কুশলী, তাঁর নেতৃত্বে 2017-য় পঞ্জাবে কংগ্রেস বিধানসভা নির্বাচন জিতেছে ৷ তাই ভোট-কুশলীর এই পদে নিয়োগ অসাংবিধানিক ৷

আরও পড়ুন : কাটল এক বছর, এখনও গলওয়ান সংঘর্ষের ধোঁয়াশা কাটাল না কেন্দ্র : সোনিয়া

সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরেও বিবাদে জেরবার মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে কংগ্রেসের বেশ কিছু নেতা প্রকাশ্যে অমরিন্দরের বিরোধিতা করেছেন ৷ মন্ত্রী সুখজিন্দর রানধাওয়া পদত্যাগ করতে চেয়েছেন ৷ মাঠে নেমেছেন নভজ্যোত সিং সিধু ৷ কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধির নির্দেশে রাজ্যসভার বিরোধী নেতা মাল্লিকার্জুন খারগের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে ৷ 150 জন বিধায়কের কথা শুনে কমিটি নভজ্যোত সিং সিধুকেই রাজ্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা জানিয়েছে ৷ আর দলের পরিকাঠামো নতুন করে গড়বার নির্দেশ দিয়েছে ৷

এই অবস্থায় পিকে-র নামে ফোন করা আসলে কোনও রাজনৈতিক ছক কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ এমনকি এই অপরিচিত ব্যক্তিরা নেতাদের আশ্বাস দিয়েছেন যে, তারা যদি অমরিন্দের বিরুদ্ধে গলা তোলেন, তাহলে বিষয়টি দিল্লিতে কংগ্রেসের হাইকম্যান্ডকে জানাবেন "ছদ্মবেশী" প্রশান্ত কিশোর ৷

পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগে মামলা দায়ের করেছে ৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে পিকে-র নামে অডিয়ো প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার দাবি তুলেছিল ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল ৷

চণ্ডীগড়, (পঞ্জাব) 16 জুন : আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নানা জটিলতায় উত্তপ্ত রাজ্য ৷ এবার প্রশান্ত কিশোরের নাম করে অচেনা ব্যক্তিরা ফোন করছেন বিভিন্ন নেতাদের ৷ বিগত 5-7 দিন ধরে চলছে এই কার্যকলাপ ৷ পুলিশ জানিয়েছে, কিছু লোক ভোট-কুশলী প্রশান্ত কিশোরের নামে পঞ্জাবের বেশ কিছু নেতাকে ফোন করে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে উসকানি দিচ্ছেন ৷

প্রসঙ্গত উল্লেখ্য যে, 1 মার্চ থেকে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ৷ এই নিয়োগ সংবিধানের 14 ও 16 নং অনুচ্ছেদ বিরোধী বলে সরব হয়েছিলেন লাভ সিং ও সতীন্দর সিং ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদটি একজন মন্ত্রীর পদের সমমর্যাদার ৷ প্রশান্ত একজন ভোট-কুশলী, তাঁর নেতৃত্বে 2017-য় পঞ্জাবে কংগ্রেস বিধানসভা নির্বাচন জিতেছে ৷ তাই ভোট-কুশলীর এই পদে নিয়োগ অসাংবিধানিক ৷

আরও পড়ুন : কাটল এক বছর, এখনও গলওয়ান সংঘর্ষের ধোঁয়াশা কাটাল না কেন্দ্র : সোনিয়া

সম্প্রতি পঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরেও বিবাদে জেরবার মুখ্যমন্ত্রী ৷ রাজ্যে কংগ্রেসের বেশ কিছু নেতা প্রকাশ্যে অমরিন্দরের বিরোধিতা করেছেন ৷ মন্ত্রী সুখজিন্দর রানধাওয়া পদত্যাগ করতে চেয়েছেন ৷ মাঠে নেমেছেন নভজ্যোত সিং সিধু ৷ কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধির নির্দেশে রাজ্যসভার বিরোধী নেতা মাল্লিকার্জুন খারগের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে ৷ 150 জন বিধায়কের কথা শুনে কমিটি নভজ্যোত সিং সিধুকেই রাজ্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা জানিয়েছে ৷ আর দলের পরিকাঠামো নতুন করে গড়বার নির্দেশ দিয়েছে ৷

এই অবস্থায় পিকে-র নামে ফোন করা আসলে কোনও রাজনৈতিক ছক কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ এমনকি এই অপরিচিত ব্যক্তিরা নেতাদের আশ্বাস দিয়েছেন যে, তারা যদি অমরিন্দের বিরুদ্ধে গলা তোলেন, তাহলে বিষয়টি দিল্লিতে কংগ্রেসের হাইকম্যান্ডকে জানাবেন "ছদ্মবেশী" প্রশান্ত কিশোর ৷

পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগে মামলা দায়ের করেছে ৷ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে পিকে-র নামে অডিয়ো প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার দাবি তুলেছিল ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.