ETV Bharat / bharat

Irani slams Mamata: 'ভয় পেয়েছেন মমতা, তাই এসব মন্তব্য', হুগলিতে এসে তোপ স্মৃতির - স্মৃতি ইরানি

ভারতীয় জনতা পার্টির বিপুল সমর্থন দেখে কর্মীদের উপর হামলা চালানো হয় । নবান্নতে তৃণমূল সরকার যা করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রতীক । সাংগঠনিক বৈঠকে এসে মমতাকে আক্রমণ ইরানির (Smriti Irani slams Mamata Banerjee) ।

Etv Bharat
Irani slams Mamata News
author img

By

Published : Sep 21, 2022, 10:34 PM IST

শ্রীরামপুর, 21 সেপ্টেম্বর: "ভোট পরবর্তী হিংসা কেন তৃণমূল সরকার করল ? কারণ ভারতীয় জনতা পার্টির বিপুল সমর্থন দেখে কর্মীদের উপর হামলা চালানো হয় । নবান্নতে তৃণমূল সরকার যা করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রতীক ।" শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) । সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন তিনি (Smriti Irani slams Mamata Banerjee) ।

অন্যদিকে, শিশু খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতন । বুধবারই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে বাধার মুখে পরেন । ঘটনা প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "মা হোক, শিশু হোক, মানুষ হোক । নির্দোষদের মেরে ফেলা তৃণমূলের একটা ঘৃণ্য পলিটিক্যাল প্র্যাকটিস হয়ে গিয়েছে । বিজেপি নেতারা এর বিরুদ্ধে আওয়াজ তুললে তাঁদের বাধা দেওয়া এটা বাংলার বাচ্চারাও জানে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনীতি আর কতদিন চলবে সেটা আমরা দেখতে চাই ।

রাজনীতিতে মর্যাদাকে লঙ্ঘন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস হয়ে গিয়েছে । তা না-করে দুর্নীতির বিরুদ্ধে যদি তিনি আওয়াজ ওঠাতেন, যারা দুর্নীতি করছে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতেন, তাহলে বোঝা যেত । তৃণমূল নেতাদের ঘর থেকে জনতার থেকে লুট করা টাকা কি করে উদ্ধার হল তার জবাব দিতে হবে ।

আরও পড়ুন: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

বাংলায় একশো দিনের কাজ বন্ধ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "কেন মমতা মানুষকে কাজ দেননি ? কেন কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি ? কেন আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেননি ? কেন আবাস যোজনার সুবিধা তৃনমূল নেতারা পাবে ? এটা তো মানুষের জন্য । মোদির সরকার দিল্লি থেকে যে টাকা পাঠায়, তা যদি সরকার বিনা কাটামানি খেয়ে গরীবদের কাছে পৌঁছে দেয় তবে বুঝব । ইউপিএ সরকারের আমলে যে টাকা আসতো তার থেকে বেশি টাকা বাংলায় আসে মোদির আমলে । ফ্রি ভ্যাকসিন, কৃষকদের টাকা দেওয়া, দশ কোটি মানুষকে বছরে পাঁচ লাখ টাকা করে সুবিধা দেওয়া, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন কংগ্রেসের সরকার করেনি ।"

শ্রীরামপুর, 21 সেপ্টেম্বর: "ভোট পরবর্তী হিংসা কেন তৃণমূল সরকার করল ? কারণ ভারতীয় জনতা পার্টির বিপুল সমর্থন দেখে কর্মীদের উপর হামলা চালানো হয় । নবান্নতে তৃণমূল সরকার যা করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রতীক ।" শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) । সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন তিনি (Smriti Irani slams Mamata Banerjee) ।

অন্যদিকে, শিশু খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতন । বুধবারই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে বাধার মুখে পরেন । ঘটনা প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "মা হোক, শিশু হোক, মানুষ হোক । নির্দোষদের মেরে ফেলা তৃণমূলের একটা ঘৃণ্য পলিটিক্যাল প্র্যাকটিস হয়ে গিয়েছে । বিজেপি নেতারা এর বিরুদ্ধে আওয়াজ তুললে তাঁদের বাধা দেওয়া এটা বাংলার বাচ্চারাও জানে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনীতি আর কতদিন চলবে সেটা আমরা দেখতে চাই ।

রাজনীতিতে মর্যাদাকে লঙ্ঘন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস হয়ে গিয়েছে । তা না-করে দুর্নীতির বিরুদ্ধে যদি তিনি আওয়াজ ওঠাতেন, যারা দুর্নীতি করছে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতেন, তাহলে বোঝা যেত । তৃণমূল নেতাদের ঘর থেকে জনতার থেকে লুট করা টাকা কি করে উদ্ধার হল তার জবাব দিতে হবে ।

আরও পড়ুন: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার

বাংলায় একশো দিনের কাজ বন্ধ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "কেন মমতা মানুষকে কাজ দেননি ? কেন কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি ? কেন আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেননি ? কেন আবাস যোজনার সুবিধা তৃনমূল নেতারা পাবে ? এটা তো মানুষের জন্য । মোদির সরকার দিল্লি থেকে যে টাকা পাঠায়, তা যদি সরকার বিনা কাটামানি খেয়ে গরীবদের কাছে পৌঁছে দেয় তবে বুঝব । ইউপিএ সরকারের আমলে যে টাকা আসতো তার থেকে বেশি টাকা বাংলায় আসে মোদির আমলে । ফ্রি ভ্যাকসিন, কৃষকদের টাকা দেওয়া, দশ কোটি মানুষকে বছরে পাঁচ লাখ টাকা করে সুবিধা দেওয়া, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন কংগ্রেসের সরকার করেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.