শ্রীরামপুর, 21 সেপ্টেম্বর: "ভোট পরবর্তী হিংসা কেন তৃণমূল সরকার করল ? কারণ ভারতীয় জনতা পার্টির বিপুল সমর্থন দেখে কর্মীদের উপর হামলা চালানো হয় । নবান্নতে তৃণমূল সরকার যা করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের প্রতীক ।" শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) । সাধারণ কর্মী থেকে শুরু করে নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করছেন তিনি (Smriti Irani slams Mamata Banerjee) ।
অন্যদিকে, শিশু খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতন । বুধবারই হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেখানে গিয়ে বাধার মুখে পরেন । ঘটনা প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "মা হোক, শিশু হোক, মানুষ হোক । নির্দোষদের মেরে ফেলা তৃণমূলের একটা ঘৃণ্য পলিটিক্যাল প্র্যাকটিস হয়ে গিয়েছে । বিজেপি নেতারা এর বিরুদ্ধে আওয়াজ তুললে তাঁদের বাধা দেওয়া এটা বাংলার বাচ্চারাও জানে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের রাজনীতি আর কতদিন চলবে সেটা আমরা দেখতে চাই ।
রাজনীতিতে মর্যাদাকে লঙ্ঘন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস হয়ে গিয়েছে । তা না-করে দুর্নীতির বিরুদ্ধে যদি তিনি আওয়াজ ওঠাতেন, যারা দুর্নীতি করছে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করতেন, তাহলে বোঝা যেত । তৃণমূল নেতাদের ঘর থেকে জনতার থেকে লুট করা টাকা কি করে উদ্ধার হল তার জবাব দিতে হবে ।
আরও পড়ুন: রাজনীতির স্বার্থে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ! তোপ মমতার
বাংলায় একশো দিনের কাজ বন্ধ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "কেন মমতা মানুষকে কাজ দেননি ? কেন কৃষকদের অ্যাকাউন্ট নম্বর দেননি ? কেন আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেননি ? কেন আবাস যোজনার সুবিধা তৃনমূল নেতারা পাবে ? এটা তো মানুষের জন্য । মোদির সরকার দিল্লি থেকে যে টাকা পাঠায়, তা যদি সরকার বিনা কাটামানি খেয়ে গরীবদের কাছে পৌঁছে দেয় তবে বুঝব । ইউপিএ সরকারের আমলে যে টাকা আসতো তার থেকে বেশি টাকা বাংলায় আসে মোদির আমলে । ফ্রি ভ্যাকসিন, কৃষকদের টাকা দেওয়া, দশ কোটি মানুষকে বছরে পাঁচ লাখ টাকা করে সুবিধা দেওয়া, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া, আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন কংগ্রেসের সরকার করেনি ।"