ETV Bharat / bharat

Qutub Minar Controversy: কুতুব মিনারের খননকাজের আদেশের জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী

author img

By

Published : May 23, 2022, 1:35 PM IST

Updated : May 23, 2022, 4:30 PM IST

কুতুব মিনারের খননকাজের জন্য় আদেশ দেওয়ার জল্পনাকে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি (G kishan reddy discards qutub minar excavation claims) ৷ তিনি রবিবার বলেছেন যে, মন্ত্রকের তরফে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

Qutb Minar Controversy
কুতুব মিনারের খননকাজের আদেশের জল্পনা ওড়ালেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী

নয়াদিল্লি, 23 মে : কুতুব মিনারের খননকাজের জন্য় আদেশ দেওয়ার জল্পনাকে উড়িয়ে রবিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন যে মন্ত্রকের তরফে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (G kishan reddy discards qutub minar excavation claims) ৷

বেশ কয়েকটি সংবাদ মাধ্য়ম জানিয়েছিল, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভের মূর্তিচিত্র এবং খনন পরিচালনা করার জন্য আদেশ দিয়েছে ৷ প্রত্নতাত্ত্বিকরা এই কাজের জন্য় জরিপ ও মাপজোপের কাজ শীঘ্রই শুরু করবে ।

আরও পড়ুন : Qutb Minar Controversy : সূর্য দেখতে কুতুব মিনার গড়েন রাজা বিক্রমাদিত্য, চাঞ্চল্যকর দাবি এএসআই অধিকর্তার

সংস্কৃতি সচিব গোবিন্দ সিং মোহন, কর্মকর্তাদের একটি দল-সহ সম্প্রতি স্মৃতিসৌধ পরিদর্শন করে ৷ এরপরই এই গুজব ছড়িড়ে পড়ে ৷ অন্যদিকে, এএসআই-এর প্রাক্তন আঞ্চলিক পরিচালক ধরমবীর শর্মা দাবি করেন, কুতুব মিনারটি কুতুব আল-দিন আইবক তৈরি করেননি, রাজা বিক্রমাদিত্য সূর্যের দিক অধ্যয়নের জন্য তৈরি করেছিলেন ।

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মুখপাত্র বিনোদ বানসালও দাবি করেছিলেন, কুতুব মিনার আসলে একটি 'বিষ্ণু স্তম্ভ' এবং বিদেশি ইসলামি আক্রমণকারীরা জৈন-হিন্দু মন্দির ভেঙে সেখানে একটি মসজিদ তৈরি করেছিল । যাইহোক, এই ধরনের খনন আদেশ নিয়ে জল্পনা বাদ দিয়ে কিষাণ রেড্ডি স্পষ্ট করেছেন যে এই ধরনের কোনও আদেশের কথা হলা হয়নি ৷

নয়াদিল্লি, 23 মে : কুতুব মিনারের খননকাজের জন্য় আদেশ দেওয়ার জল্পনাকে উড়িয়ে রবিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন যে মন্ত্রকের তরফে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি (G kishan reddy discards qutub minar excavation claims) ৷

বেশ কয়েকটি সংবাদ মাধ্য়ম জানিয়েছিল, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভের মূর্তিচিত্র এবং খনন পরিচালনা করার জন্য আদেশ দিয়েছে ৷ প্রত্নতাত্ত্বিকরা এই কাজের জন্য় জরিপ ও মাপজোপের কাজ শীঘ্রই শুরু করবে ।

আরও পড়ুন : Qutb Minar Controversy : সূর্য দেখতে কুতুব মিনার গড়েন রাজা বিক্রমাদিত্য, চাঞ্চল্যকর দাবি এএসআই অধিকর্তার

সংস্কৃতি সচিব গোবিন্দ সিং মোহন, কর্মকর্তাদের একটি দল-সহ সম্প্রতি স্মৃতিসৌধ পরিদর্শন করে ৷ এরপরই এই গুজব ছড়িড়ে পড়ে ৷ অন্যদিকে, এএসআই-এর প্রাক্তন আঞ্চলিক পরিচালক ধরমবীর শর্মা দাবি করেন, কুতুব মিনারটি কুতুব আল-দিন আইবক তৈরি করেননি, রাজা বিক্রমাদিত্য সূর্যের দিক অধ্যয়নের জন্য তৈরি করেছিলেন ।

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মুখপাত্র বিনোদ বানসালও দাবি করেছিলেন, কুতুব মিনার আসলে একটি 'বিষ্ণু স্তম্ভ' এবং বিদেশি ইসলামি আক্রমণকারীরা জৈন-হিন্দু মন্দির ভেঙে সেখানে একটি মসজিদ তৈরি করেছিল । যাইহোক, এই ধরনের খনন আদেশ নিয়ে জল্পনা বাদ দিয়ে কিষাণ রেড্ডি স্পষ্ট করেছেন যে এই ধরনের কোনও আদেশের কথা হলা হয়নি ৷

Last Updated : May 23, 2022, 4:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.