ETV Bharat / bharat

Meenakshi Lekhi on G20 Summit: কণ্ঠহীন গ্লোবাল সাউথ-এর কণ্ঠস্বর হবে ভারত, জি20 নিয়ে মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 1:24 PM IST

Union Minister Meenakshi Lekhi on G20 Summit: গ্লোবাল সাউথ-এর দেশগুলির সমস্যা ও সেই সমাধান নিয়ে জি20 সম্মেলনে কথা বলবে ভারত ৷ এমনই জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ৷ আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে জি20 সম্মেলন ৷ এবার ভারতের সভাপতিত্বে এই সম্মেলন হচ্ছে ৷

Union Minister Meenakshi Lekhi
বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: গ্লোবাল সাউথ-এর যে দেশগুলির কথা কেউ তুলে ধরে না, সেই দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ৷ তাঁর আরও দাবি, যে দেশগুলিতে প্রচুর সম্পদ রয়েছে, সেই দেশগুলি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাও ভারত জি20 সম্মেলনে তুলে ধরেছে ৷ এই দেশগুলির সমস্যা সমাধানে কী কী করা উচিত, সেটাও জি20 দেশগুলির সামনে তুলে ধরার জন্য ভারত একেবারে সঠিক অবস্থানে রয়েছে ৷

বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, "গ্লোবাল সাউথ ও এই গোষ্ঠীর সমস্ত নেতারা প্রায় কণ্ঠস্বরহীন গোষ্ঠীর মতো ছিলেন । তাই ভারত তাদের প্রতিনিধিত্ব করার জন্য কণ্ঠস্বরহীনদের কণ্ঠস্বর হতে চেয়েছে । আমরা গ্লোবাল সাউথ-এর প্রতিনিধিত্বও করছি, কারণ আমরা 1.4 বিলিয়ন জনসংখ্যার দেশ । তাই যে নীতি জীবন, জীবিকা, মানুষ এবং সম্পদকে প্রভাবিত করে, তা নিয়ে আলোচনা করতে হবে । জলবায়ু পরিবর্তন, দীর্ঘমেয়াদি উন্নয়ন, সবার জন্য খাদ্য, খাদ্যের নিরাপত্তা, খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হবে ৷’’

প্রসঙ্গত, ভারত এখন জি20-র সভাপতিত্ব করছে ৷ তাই আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ এই সম্মেলনে সদস্য় দেশগুলির অধিকাংশ রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন ৷ এই সভাপতিত্বের সময়ে ভারত গ্লোবাল সাউথ-এর দেশগুলির সমস্যার বিষয়ে অনেকটাই নজর দিয়েছে ৷ গ্লোবাল সাউথ-এর দেশগুলির মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া রয়েছে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়ার দেশগুলি ৷

আরও পড়ুন: জি20 বৈঠকের আগে চিনকে বার্তা মোদির, অরুণাচল প্রশ্নে স্পষ্ট করলেন অবস্থান

মীনাক্ষী লেখি জানিয়েছেন, জি20 হল 20টি দেশের একটি খুব গুরুত্বপূর্ণ গোষ্ঠী, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85 শতাংশের অংশীদার ৷ তাছাড়া বিশ্ব বাণিজ্যের 75 শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীভুক্ত দেশগুলি । বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ রয়েছে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ৷ তাই এই গোষ্ঠীর দেশগুলির নীতি সারা বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ৷ কিন্তু কেউই বাকি দেশগুলির কথা বলছে না ৷ ফলে এটা কার্যত 20 বনাম 120-তে পরিণত হচ্ছে৷ তাই গ্লোবাল সাউথ-এর বাকি দেশগুলির কণ্ঠস্বরও এই সম্মেলনের নীতি নির্ধারণের সময় পৌঁছে যাওয়া উচিত ৷

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চিত করেছেন যে গ্লোবাল সাউথ-এর উদ্বেগ মোকাবিলায় ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । সেই কারণেই জি20 সম্মলেনর আগে চলতি বছরের জানুয়ারিতে ভারত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট-এর আয়োজন করে ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গ্লোবাল সাউথ-এর সমস্যা নিয়ে আলোচনা হয় ৷

মীনাক্ষী লেখির মতে, যতক্ষণ না সকলে একত্রিত হচ্ছে, ততক্ষণ কোনও নীতিই সফল হবে না৷ গ্লোবাল সাউথ-এর সমস্যাগুলির উপর আলোকপাত করার জন্য ভারতের উদ্যোগ জি20 ফোরামের আলোচনায় সঠিক তথ্য উঠে এসেছে ৷ সেই কারণে জি20 খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: জি20 সম্মেলনের জন্য় সেজে উঠেছে নয়াদিল্লি, দেখে নিন রাজধানীর নয়া লুক

উল্লেখ্য, এই জি20 গোষ্ঠীতে রয়েছে 19টি দেশ ৷ সেগুলি হল - আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ এছাড়া বিশতম সদস্য হল ইউরোপীয় ইউনিয়ন ৷

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: গ্লোবাল সাউথ-এর যে দেশগুলির কথা কেউ তুলে ধরে না, সেই দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত ৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ৷ তাঁর আরও দাবি, যে দেশগুলিতে প্রচুর সম্পদ রয়েছে, সেই দেশগুলি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাও ভারত জি20 সম্মেলনে তুলে ধরেছে ৷ এই দেশগুলির সমস্যা সমাধানে কী কী করা উচিত, সেটাও জি20 দেশগুলির সামনে তুলে ধরার জন্য ভারত একেবারে সঠিক অবস্থানে রয়েছে ৷

বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, "গ্লোবাল সাউথ ও এই গোষ্ঠীর সমস্ত নেতারা প্রায় কণ্ঠস্বরহীন গোষ্ঠীর মতো ছিলেন । তাই ভারত তাদের প্রতিনিধিত্ব করার জন্য কণ্ঠস্বরহীনদের কণ্ঠস্বর হতে চেয়েছে । আমরা গ্লোবাল সাউথ-এর প্রতিনিধিত্বও করছি, কারণ আমরা 1.4 বিলিয়ন জনসংখ্যার দেশ । তাই যে নীতি জীবন, জীবিকা, মানুষ এবং সম্পদকে প্রভাবিত করে, তা নিয়ে আলোচনা করতে হবে । জলবায়ু পরিবর্তন, দীর্ঘমেয়াদি উন্নয়ন, সবার জন্য খাদ্য, খাদ্যের নিরাপত্তা, খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করতে হবে ৷’’

প্রসঙ্গত, ভারত এখন জি20-র সভাপতিত্ব করছে ৷ তাই আগামী 9-10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 শীর্ষ সম্মেলন ৷ এই সম্মেলনে সদস্য় দেশগুলির অধিকাংশ রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন ৷ এই সভাপতিত্বের সময়ে ভারত গ্লোবাল সাউথ-এর দেশগুলির সমস্যার বিষয়ে অনেকটাই নজর দিয়েছে ৷ গ্লোবাল সাউথ-এর দেশগুলির মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া রয়েছে আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়ার দেশগুলি ৷

আরও পড়ুন: জি20 বৈঠকের আগে চিনকে বার্তা মোদির, অরুণাচল প্রশ্নে স্পষ্ট করলেন অবস্থান

মীনাক্ষী লেখি জানিয়েছেন, জি20 হল 20টি দেশের একটি খুব গুরুত্বপূর্ণ গোষ্ঠী, যা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85 শতাংশের অংশীদার ৷ তাছাড়া বিশ্ব বাণিজ্যের 75 শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠীভুক্ত দেশগুলি । বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ রয়েছে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলিতে ৷ তাই এই গোষ্ঠীর দেশগুলির নীতি সারা বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা রাখে ৷ কিন্তু কেউই বাকি দেশগুলির কথা বলছে না ৷ ফলে এটা কার্যত 20 বনাম 120-তে পরিণত হচ্ছে৷ তাই গ্লোবাল সাউথ-এর বাকি দেশগুলির কণ্ঠস্বরও এই সম্মেলনের নীতি নির্ধারণের সময় পৌঁছে যাওয়া উচিত ৷

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চিত করেছেন যে গ্লোবাল সাউথ-এর উদ্বেগ মোকাবিলায় ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । সেই কারণেই জি20 সম্মলেনর আগে চলতি বছরের জানুয়ারিতে ভারত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট-এর আয়োজন করে ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে গ্লোবাল সাউথ-এর সমস্যা নিয়ে আলোচনা হয় ৷

মীনাক্ষী লেখির মতে, যতক্ষণ না সকলে একত্রিত হচ্ছে, ততক্ষণ কোনও নীতিই সফল হবে না৷ গ্লোবাল সাউথ-এর সমস্যাগুলির উপর আলোকপাত করার জন্য ভারতের উদ্যোগ জি20 ফোরামের আলোচনায় সঠিক তথ্য উঠে এসেছে ৷ সেই কারণে জি20 খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

আরও পড়ুন: জি20 সম্মেলনের জন্য় সেজে উঠেছে নয়াদিল্লি, দেখে নিন রাজধানীর নয়া লুক

উল্লেখ্য, এই জি20 গোষ্ঠীতে রয়েছে 19টি দেশ ৷ সেগুলি হল - আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ এছাড়া বিশতম সদস্য হল ইউরোপীয় ইউনিয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.