ETV Bharat / bharat

Union Budget 2022-23 : আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের - Union Budget 2022 23

আগামী মঙ্গলবার 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman will present Budget 2022-23) ৷ 31 জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন ৷ দু’দফায় বসবে বাজেট অধিবেশন ৷ প্রথম দফার অধিবেশন শেষ হবে 11 ফেব্রুয়ারি ৷

union-finance-minister-nirmala-sitharaman-will-present-budget-on-feb-1
union-finance-minister-nirmala-sitharaman-will-present-budget-on-feb-1
author img

By

Published : Jan 25, 2022, 3:56 PM IST

নয়াদিল্লি, 25 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি বেলা 11টার সময় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ নির্ধারিত সূচি মেনেই 2022-2023 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি (Union Finance Minister Nirmala Sitharaman will present Budget 2022-23) ৷ সংসদে 31 জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন ৷ সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ৷

দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন (Union Budget 2022 23) ৷ প্রথম দফার অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়ে 11 ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে 14 মার্চ ৷ শেষ হবে 8 এপ্রিল ৷ গত বছরের বাজেটে অর্থাৎ, 2021-22 অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য খাতের বাইরে, করোনা অতিমারির জন্য আলাদাভাবে বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র ৷ বর্তমানেও করোনার প্রকোপ জারি রয়েছে ৷ তৃতীয় ঢেউয়ের মধ্যে পেশ হওয়া এই বাজেটেও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আলাদাভাবে বরাদ্দ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Union Budget Explained : প্রাপ্তি বাজেট কী ?

পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং লোকসানে চলা কেন্দ্রীয় সংস্থার বিলগ্নিকরণ নিয়েও বড় ঘোষণা এবারের বাজেটেও থাকবে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে বেকার সমস্যা মেটানো এবং মূল্যবৃদ্ধির প্রকোপ থেকে সাধারণ মধ্যবিত্তকে বের করার কোনও রাস্তা মোদি সরকার দেখায় কিনা, সেদিকেও নজর থাকবে ৷

নয়াদিল্লি, 25 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি বেলা 11টার সময় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ নির্ধারিত সূচি মেনেই 2022-2023 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি (Union Finance Minister Nirmala Sitharaman will present Budget 2022-23) ৷ সংসদে 31 জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন ৷ সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ৷

দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন (Union Budget 2022 23) ৷ প্রথম দফার অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়ে 11 ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে 14 মার্চ ৷ শেষ হবে 8 এপ্রিল ৷ গত বছরের বাজেটে অর্থাৎ, 2021-22 অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য খাতের বাইরে, করোনা অতিমারির জন্য আলাদাভাবে বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র ৷ বর্তমানেও করোনার প্রকোপ জারি রয়েছে ৷ তৃতীয় ঢেউয়ের মধ্যে পেশ হওয়া এই বাজেটেও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আলাদাভাবে বরাদ্দ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Union Budget Explained : প্রাপ্তি বাজেট কী ?

পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং লোকসানে চলা কেন্দ্রীয় সংস্থার বিলগ্নিকরণ নিয়েও বড় ঘোষণা এবারের বাজেটেও থাকবে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে বেকার সমস্যা মেটানো এবং মূল্যবৃদ্ধির প্রকোপ থেকে সাধারণ মধ্যবিত্তকে বের করার কোনও রাস্তা মোদি সরকার দেখায় কিনা, সেদিকেও নজর থাকবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.