নয়াদিল্লি, 20 জানুয়ারি: সংসদের আসন্ন বাজেট অধিবেশনে (Budget Session 2023) আগামী 1 ফেব্রুয়ারি নতুন সংসদ (New Parliament House) ভবনে 2023-24 সালের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এ বছরের বাজেট সেখানেই পেশ করার প্রস্তুতি চলছে পুরোদমে ৷
সূত্রের মারফৎ জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে গিয়েছে এবং জানুয়ারির শেষ নাগাদ সেখানে কাজকর্ম শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে । তাই নতুন সংসদ ভবনে আসন্ন বাজেট অধিবেশন চালানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে । যদিও ঠিক কবে থেকে নতুন সংসদ ভবন ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ লোকসভার সচিবালয় ইতিমধ্যেই নতুন সংসদ ভবনে প্রবেশের জন্য বিভিন্ন দলের সাংসদদের জন্য নতুন পরিচয়পত্র তৈরি করা শুরু করেছে ।
বাজেট অধিবেশন 31 জানুয়ারি শুরু হচ্ছে ৷ 14 ফেব্রুয়ারি থেকে 12 মার্চের মধ্যে বিরতি থাকবে ৷ বাজেট অধিবেশন চলবে 6 এপ্রিল পর্যন্ত । ঐতিহ্য অনুসারে, 31 জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন । 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2023-24 অর্থবছরের বাজেট পেশ করবেন । সূত্রের খবর, সংসদের নতুন ভবনে রাষ্ট্রপতির ভাষণ এবং কেন্দ্রীয় বাজেট পেশ - দুটোই করার চেষ্টা চলছে ।
আরও পড়ুন: নয়া অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট তৈরির প্রক্রিয়া শুরু সোমবার
প্রয়োজন হলে নতুন সংসদের বাকি দিনের কার্যক্রম পরিচালনা করা হবে পুরনো সংসদ ভবনে । সূত্র জানিয়েছে, বর্তমান ও নতুন সংসদ ভবনের মাঝের ফেন্সিং সরিয়ে দেওয়া হয়েছে ৷ নতুন সংসদ ভবনের বাহ্যিক সাজসজ্জার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং কারিগরি সমস্যা না দেখা দিলে এ বারের বাজেট অধিবেশন নতুন সংসদ ভবন থেকে শুরু হতে পারে । কোনও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব না হলে নতুন সংসদ ভবনে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আয়োজনের চেষ্টা করা হবে ।