ETV Bharat / bharat

Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায় - Finance Minister Nirmala Sitharaman

আগামিকাল সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে বরাদ্দের (Union Budget 2022) ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর থাকুক স্বাস্থ্যে ৷ এমনটাই চাইছে দেশবাসীর একটা বড় অংশ ৷

union-budget-2022-nearly-half-of-citizens-want-health-to-be-top-priority-says-survey
Union Budget 2022 : দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় বরাদ্দ বাড়ুক বাজেটে, দাবি সমীক্ষায়
author img

By

Published : Jan 31, 2022, 5:11 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি : বাজেট বরাদ্দের (Union Budget 2022) ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর থাকুক স্বাস্থ্যে ৷ এমনটাই চাইছে দেশবাসীর একটা বড় অংশ ৷ আগামিকাল, মঙ্গলবার সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ তার আগে একটি কমিউনিটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য ৷ লোকাল সার্কেল নামে ওই প্ল্যাটফর্মের সমীক্ষায় 47 শতাংশ মনে করে, কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত স্বাস্থ্যের বিষয়ে (Nearly half of citizens want health to be top priority) ৷

প্রসঙ্গত, সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ 2019-এ চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ভারতে এখনও পর্যন্ত 4 লক্ষ 95 হাজার মৃত্যু হয়েছে ৷ সারা বিশ্বে এই সংখ্যা 5.67 মিলিয়ন ৷ এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর মান ভাল হওয়া উচিত বলেই মনে করেন অধিকাংশ মানুষ ৷ সেই থেকেই বাজেটে স্বাস্থ্যের উপর জোর দেওয়ার দাবি জোরালো হয়েছে ৷

বাজেট থেকে মানুষ কী চাইছেন?

ওই সমীক্ষা (Survey) অনুযায়ী, সাড়ে 9 হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে 47 শতাংশ জানিয়েছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ করোনার ডেল্টাপ্লাস ভ্যারিয়্যান্টে বহু মানুষ আক্রান্ত হন ৷ তখন অক্সিজেন, ওষুধ, হাসপাতালে বেড জোগাড় - সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ সেই অভিজ্ঞতা থেকেই হয়তো স্বাস্থ্যখাতে জোর দেওয়ার দাবি জোরালো হচ্ছে ৷

এর পরই রয়েছে শিক্ষাখাত ৷ স্বাস্থ্যের পরই শিক্ষার বাজেটে সরকারের নজর দেওয়া উচিত বলে ওই সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন ৷ করোনা পরিস্থিতি ও তার জেরে লাগু হওয়া লকডাউনে শিক্ষাক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অনলাইন ক্লাসের সংখ্যা বেড়েছে ৷ তাই ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 20 শতাংশ বাজেটে অনলাইন শিক্ষায় বরাদ্দের উপর জোর দেওয়ার দাবি তোলা হয়েছে ৷

সমীক্ষায় অংশগ্রহণকারীদের ছয় শতাংশ আবার সবকিছুর আগে পরিবেশ বাঁচানোয় জোর দেওয়ার দাবি তুলেছেন ৷ তাঁদের বক্তব্য, কীভাবে বায়ু দূষণ কমানো যাবে, সেই দিকেই সরকারের আগে নজর দেওয়া উচিত ৷ আবার অন্য ছয় শতাংশ অংশগ্রহণকারী নারী ও শিশু সুরক্ষায় জোর দেওয়ার দাবি তুলেছেন ৷ 13 শতাংশ মানুষ অন্য ক্ষেত্রগুলি বাজেটের মূলকেন্দ্রে রাখা উচিত বলে জানিয়েছেন ৷ আর 4 শতাংশ এই নিয়ে কোনও মতামত দিতে চাননি ৷

গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়ার দাবি

এই সমীক্ষায় যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের বেশিরভাগই গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বৃদ্ধির দাবি জানিয়েছেন ৷ কারণ, গ্রামের মানুষ শুরুতেই যে কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ তাই ভবিষ্যতে করোনা সংক্রান্ত পরিস্থিতিই নয়,প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে কোনও স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করবে ৷ তাই জেলা ও পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হোক, এমনটাই জানিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারীরা ৷ ওই সমীক্ষা বলা হয়েছে, ‘‘গ্রামবাসীদের জন্যও আইসোলেশন সেন্টার তৈরি করতে হবে ৷ পঞ্চায়েত ঘরগুলিকে আইসোলেশন সেন্টারে পরিণত করার জন্য একটা ন্যাশনাল মিশন নিতে পারে সরকার ৷’’

একই সঙ্গে এন-95 ও কেএন-95 এর মতো ভাল মানের মাস্ক দেওয়ার বিষয়ে সরকার যাতে তহবিল তৈরি করে, সেই দিকেও নজর দিতে বলেছেন অংশগ্রহণকারীরা ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি : বাজেট বরাদ্দের (Union Budget 2022) ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর থাকুক স্বাস্থ্যে ৷ এমনটাই চাইছে দেশবাসীর একটা বড় অংশ ৷ আগামিকাল, মঙ্গলবার সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ তার আগে একটি কমিউনিটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য ৷ লোকাল সার্কেল নামে ওই প্ল্যাটফর্মের সমীক্ষায় 47 শতাংশ মনে করে, কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত স্বাস্থ্যের বিষয়ে (Nearly half of citizens want health to be top priority) ৷

প্রসঙ্গত, সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ 2019-এ চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ভারতে এখনও পর্যন্ত 4 লক্ষ 95 হাজার মৃত্যু হয়েছে ৷ সারা বিশ্বে এই সংখ্যা 5.67 মিলিয়ন ৷ এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর মান ভাল হওয়া উচিত বলেই মনে করেন অধিকাংশ মানুষ ৷ সেই থেকেই বাজেটে স্বাস্থ্যের উপর জোর দেওয়ার দাবি জোরালো হয়েছে ৷

বাজেট থেকে মানুষ কী চাইছেন?

ওই সমীক্ষা (Survey) অনুযায়ী, সাড়ে 9 হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে 47 শতাংশ জানিয়েছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ করোনার ডেল্টাপ্লাস ভ্যারিয়্যান্টে বহু মানুষ আক্রান্ত হন ৷ তখন অক্সিজেন, ওষুধ, হাসপাতালে বেড জোগাড় - সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ সেই অভিজ্ঞতা থেকেই হয়তো স্বাস্থ্যখাতে জোর দেওয়ার দাবি জোরালো হচ্ছে ৷

এর পরই রয়েছে শিক্ষাখাত ৷ স্বাস্থ্যের পরই শিক্ষার বাজেটে সরকারের নজর দেওয়া উচিত বলে ওই সমীক্ষায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন ৷ করোনা পরিস্থিতি ও তার জেরে লাগু হওয়া লকডাউনে শিক্ষাক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ অনলাইন ক্লাসের সংখ্যা বেড়েছে ৷ তাই ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 20 শতাংশ বাজেটে অনলাইন শিক্ষায় বরাদ্দের উপর জোর দেওয়ার দাবি তোলা হয়েছে ৷

সমীক্ষায় অংশগ্রহণকারীদের ছয় শতাংশ আবার সবকিছুর আগে পরিবেশ বাঁচানোয় জোর দেওয়ার দাবি তুলেছেন ৷ তাঁদের বক্তব্য, কীভাবে বায়ু দূষণ কমানো যাবে, সেই দিকেই সরকারের আগে নজর দেওয়া উচিত ৷ আবার অন্য ছয় শতাংশ অংশগ্রহণকারী নারী ও শিশু সুরক্ষায় জোর দেওয়ার দাবি তুলেছেন ৷ 13 শতাংশ মানুষ অন্য ক্ষেত্রগুলি বাজেটের মূলকেন্দ্রে রাখা উচিত বলে জানিয়েছেন ৷ আর 4 শতাংশ এই নিয়ে কোনও মতামত দিতে চাননি ৷

গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় জোর দেওয়ার দাবি

এই সমীক্ষায় যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের বেশিরভাগই গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বৃদ্ধির দাবি জানিয়েছেন ৷ কারণ, গ্রামের মানুষ শুরুতেই যে কোনও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ৷ তাই ভবিষ্যতে করোনা সংক্রান্ত পরিস্থিতিই নয়,প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে কোনও স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করবে ৷ তাই জেলা ও পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হোক, এমনটাই জানিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারীরা ৷ ওই সমীক্ষা বলা হয়েছে, ‘‘গ্রামবাসীদের জন্যও আইসোলেশন সেন্টার তৈরি করতে হবে ৷ পঞ্চায়েত ঘরগুলিকে আইসোলেশন সেন্টারে পরিণত করার জন্য একটা ন্যাশনাল মিশন নিতে পারে সরকার ৷’’

একই সঙ্গে এন-95 ও কেএন-95 এর মতো ভাল মানের মাস্ক দেওয়ার বিষয়ে সরকার যাতে তহবিল তৈরি করে, সেই দিকেও নজর দিতে বলেছেন অংশগ্রহণকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.