দিল্লি, 11 ফেব্রুয়ারি : আগামী কাল রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেট অধিবেশন নিয়ে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ গত 1 ফেব্রুয়ারি 2021-22 সালে কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারমন ৷
এ বছরই প্রথমবার ডিজিটাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে ৷ যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, ভারত করোনার বিরুদ্ধে 2021 সালেও লড়াই চালিয়ে যাবে ৷ এছাড়াও একাধিক উল্লেখযোগ্য ঘোষণা এবারের বাজেটে করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ যেখানে প্রথমবার এমপ্লই প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লাখ টাকা জমায় কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ শুক্রবার সেই বাজেটের আলোচনায় রাজ্যসভায় ভাষণ দেবেন অর্থমন্ত্রী ৷
আরও পড়ুন : কৃষক আন্দোলন : সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য বরাদ্দ 15 ঘণ্টা
13 ফেব্রুয়ারি বাজেট সেশনের প্রথম দফার অধিবেশন শেষ হবে ৷ এরপর 8 মার্চ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে ৷ অধিবেশন চলবে 8 এপ্রিল পর্যন্ত ৷ দ্বিতীয় দফার অধিবেশনেই প্রস্তাবিত বাজেটগুলিকে পাশ করাবে কেন্দ্র সরকার ৷