ETV Bharat / bharat

Militant Killed in Pulwama Encounter: পুলওয়ামায় রাতভর এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি - Unidentified militant killed in Pulwama encounter

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় চলছে এনকাউন্টার ৷ বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিনের এক জঙ্গির (militant killed in Pulwama encounter) মৃত্যু হয়েছে ৷

Jammu and Kashmir: Unidentified militant killed in Pulwama encounter
পুলওয়ামায় চলছে গুলির লড়াই, খতম অজ্ঞাতপরিচয় জঙ্গি
author img

By

Published : Dec 15, 2021, 9:32 AM IST

Updated : Dec 15, 2021, 10:09 AM IST

পুলওয়ামা, 15 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir news) পুলওয়ামায় এনকাউন্টারে মৃত্যু হল এক হিজবুল মুজাহিদিন জঙ্গির ৷ মঙ্গলবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময় শুরু হয় জঙ্গিদের ৷ রাতভর গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম (militant killed in Pulwama encounter) করে বাহিনী ৷

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার রাজপোরায় একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ এরপরই মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, 44 আরআর এবং সিআরপিএফ-এর যৌথবাহিনী ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তা কর্মীরা ৷ শুরু হয় তীব্র গুলিবিনিময় ৷ রাতভর গুলিবর্ষণ চলার পর বুধবার ভোরে বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির (Unidentified militant killed in Pulwama) ৷

তার দেহ শনাক্ত করে পুলিশের এক শীর্ষ কর্তা নিশ্চিত করেছে যে, ফেরোজ আহমেদ দর নামে ওই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল ৷ তার বাড়ি শোপিয়ানের হেফ এলাকায় ৷ জানা গিয়েছে, 2017 সালে জঙ্গি সংগঠনে যোগ দেয় সে ৷ এরপর থেকে বহু নাশকতামূলক কাজকর্মের পেছনে ছিল তার হাত ৷

আরও পড়ুন: Terrorist Attack in Jammu and Kashmir : কাশ্মীরে পুলিশের বাসে জঙ্গি হামলা, দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদি-মমতার

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, "মাঝরাতে পুলওয়ামার রাজপোরা গ্রামের উজরাম পাথরি এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷"

আরও পড়ুন: Pulwama Encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 2 জইশ কম্যান্ডার

দু'দিন আগেই জেওয়ান এলাকায় পুলিশের একটি বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা ৷ ওই হামলায় প্রাণ যায় 3 জন পুলিশকর্মীর ৷ জখম হন 11 জন ৷ সেই হামলাস্থল থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই চলে আজকের এনকাউন্টার ৷

আরও পড়ুন: Terrorist killed in Kashmir : কাশ্মীরে চলছে গুলির লড়াই, মৃত এক জঙ্গি

পুলওয়ামা, 15 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir news) পুলওয়ামায় এনকাউন্টারে মৃত্যু হল এক হিজবুল মুজাহিদিন জঙ্গির ৷ মঙ্গলবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময় শুরু হয় জঙ্গিদের ৷ রাতভর গুলির লড়াইয়ে এক জঙ্গিকে খতম (militant killed in Pulwama encounter) করে বাহিনী ৷

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলওয়ামার রাজপোরায় একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী ৷ এরপরই মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, 44 আরআর এবং সিআরপিএফ-এর যৌথবাহিনী ৷ লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন নিরাপত্তা কর্মীরা ৷ শুরু হয় তীব্র গুলিবিনিময় ৷ রাতভর গুলিবর্ষণ চলার পর বুধবার ভোরে বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির (Unidentified militant killed in Pulwama) ৷

তার দেহ শনাক্ত করে পুলিশের এক শীর্ষ কর্তা নিশ্চিত করেছে যে, ফেরোজ আহমেদ দর নামে ওই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল ৷ তার বাড়ি শোপিয়ানের হেফ এলাকায় ৷ জানা গিয়েছে, 2017 সালে জঙ্গি সংগঠনে যোগ দেয় সে ৷ এরপর থেকে বহু নাশকতামূলক কাজকর্মের পেছনে ছিল তার হাত ৷

আরও পড়ুন: Terrorist Attack in Jammu and Kashmir : কাশ্মীরে পুলিশের বাসে জঙ্গি হামলা, দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ মোদি-মমতার

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, "মাঝরাতে পুলওয়ামার রাজপোরা গ্রামের উজরাম পাথরি এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷"

আরও পড়ুন: Pulwama Encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 2 জইশ কম্যান্ডার

দু'দিন আগেই জেওয়ান এলাকায় পুলিশের একটি বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা ৷ ওই হামলায় প্রাণ যায় 3 জন পুলিশকর্মীর ৷ জখম হন 11 জন ৷ সেই হামলাস্থল থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই চলে আজকের এনকাউন্টার ৷

আরও পড়ুন: Terrorist killed in Kashmir : কাশ্মীরে চলছে গুলির লড়াই, মৃত এক জঙ্গি

Last Updated : Dec 15, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.