ETV Bharat / bharat

10 নভেম্বর নিলামে উঠছে দাউদ ইব্রাহিমের সম্পত্তি - দাউদ ইব্রাহিম

রিপোর্ট অনুযায়ী , কোঙ্কন এলাকায় দাউদের মোট সাতটি জমি আছে ৷ 10 নভেম্বর এই সম্পত্তিগুলি নিলামে তোলা হবে ৷ সেইসঙ্গে , দাউদ ঘনিষ্ঠ ইকবাল মিরচির দু'টি ফ্ল্যাট নিলামে তোলা হবে ৷ গোটা প্রক্রিয়ার তত্বাবধানে রয়েছে SAFEMA সংস্থা । মোট 13টি সম্পত্তি নিলামে উঠবে ৷ এর মধ্যে বড় বাংলো আছে ৷

Dawood Ibrahim
দাউদ ইব্রাহিমের সম্পত্তি নিলাম
author img

By

Published : Nov 3, 2020, 12:13 PM IST

রত্নগিরি , 3 নভেম্বর : নিলামে উঠতে চলেছে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি ৷ 10 নভেম্বর রত্নাগিরি জেলার কোকন এলাকার গ্রামে তার সম্পত্তির নিলাম করা হবে ৷ কোরোনা পরিস্থিতিতে এই নিলাম ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে ৷ তার আগে সোমবার অর্থ মন্ত্রকের আধিকারিকরা নিলামের জন্য সম্পত্তিগুলি পরিদর্শন করেছেন । নিলামে যাঁরা অংশ নেবেন তাঁরাও এই পরিদর্শনে আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন ৷

রিপোর্ট অনুযায়ী , কোঙ্কন এলাকায় দাউদের গ্রামে সম্পত্তির মধ্যে মোট সাতটি জমি আছে ৷ 10 নভেম্বর এই সম্পত্তিগুলি নিলামে তোলা হবে ৷ সেইসঙ্গে , দাউদ ঘনিষ্ঠ ইকবাল মিরচির দু'টি ফ্ল্যাট নিলামে তোলা হবে ৷ গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে SAFEMA সংস্থা । মোট 13টি সম্পত্তি নিলামে উঠবে ৷ এর মধ্যে বড় বাংলো আছে ৷

সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন , 6 নভেম্বরে বিকেল 4টের মধ্যে প্রত্যেক আবেদনকারীর আর্নেস্ট মানি জমা করে দিতে হবে । ই অকশন, পাবলিক অকশন ও সিলড টেন্ডারের মাধ্যমে নিলাম চলবে ।

রত্নগিরি , 3 নভেম্বর : নিলামে উঠতে চলেছে কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি ৷ 10 নভেম্বর রত্নাগিরি জেলার কোকন এলাকার গ্রামে তার সম্পত্তির নিলাম করা হবে ৷ কোরোনা পরিস্থিতিতে এই নিলাম ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে ৷ তার আগে সোমবার অর্থ মন্ত্রকের আধিকারিকরা নিলামের জন্য সম্পত্তিগুলি পরিদর্শন করেছেন । নিলামে যাঁরা অংশ নেবেন তাঁরাও এই পরিদর্শনে আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন ৷

রিপোর্ট অনুযায়ী , কোঙ্কন এলাকায় দাউদের গ্রামে সম্পত্তির মধ্যে মোট সাতটি জমি আছে ৷ 10 নভেম্বর এই সম্পত্তিগুলি নিলামে তোলা হবে ৷ সেইসঙ্গে , দাউদ ঘনিষ্ঠ ইকবাল মিরচির দু'টি ফ্ল্যাট নিলামে তোলা হবে ৷ গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে SAFEMA সংস্থা । মোট 13টি সম্পত্তি নিলামে উঠবে ৷ এর মধ্যে বড় বাংলো আছে ৷

সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন , 6 নভেম্বরে বিকেল 4টের মধ্যে প্রত্যেক আবেদনকারীর আর্নেস্ট মানি জমা করে দিতে হবে । ই অকশন, পাবলিক অকশন ও সিলড টেন্ডারের মাধ্যমে নিলাম চলবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.