নয়াদিল্লি, 7 মে : মারা যাননি কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন ৷ করোনায় আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ সংবাদসংস্থা এএইআই সূত্রে এমনটাই দাবি করা হল ৷ দিল্লি এইমসের মুখপাত্র পি বি আচারিয়া জানিয়েছেন, ছোটা রাজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তিনি এই মুহূর্তে আইসিএইতে ভর্তি রয়েছেন ৷
ছোটা রাজনের এখন বয়স 62 বছর ৷ কিছুদিন আগে তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে ৷ গতমাসের 26 তারিখ থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
সম্প্রতি আদালতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার কথা ছিল ছোটা রাজনের ৷ কিন্তু তিহার জেলের সহকারী জেলার প্রথম জানিয়েছিলেন যে ছোটা রাজন করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভিডিয়ো কনফারেন্সে থাকতে পারছেন না ৷
রাজনের বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷ ডায়াবেটিস, হৃদরোগস, কিডনির সমস্যা, হার্নিয়া, ল্যাপারোটমি ও হাইপারটেনসন সহ একাধিক কোমর্বিডিটি রয়েছে তাঁর মধ্যে ৷
2015 সালে ইন্দোনেশিয়ায় ধরা পড়ার পর থেকে তিহার জেলেই রাখা হয়েছে কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজনকে ৷ রাজনের বিরুদ্ধে 70 টি মামলা রয়েছে ৷