বারাণসী, 26 ডিসেম্বর: রবিবার রাতে বারাণসীর ভেলুপুর থানার অন্তর্গত নারদ ঘাট এলাকার একটি গেস্ট হাউস (Varanasi guest House) থেকে ইউক্রেনের এক পর্যটকের দেহ মিলল ৷ 50 বছর বয়সি ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ ইউক্রেনীয় ব্যক্তি সেখানে জ্যোতিষ চর্চা করতেন বলে জানা গিয়েছে ৷ কোস্তিয়ানতিয়ান ভিলিয়েভের ভিসার মেয়াদ ছিল 1 জানুয়ারি 2023 ।
যেখানে ইউক্রেনীয় ছিলেন সেই গেস্ট হাউসের মালিক উমাপতি পান্ডে জানান, ভিলিয়েভ 29 নভেম্বর থেকে গেস্ট হাউসে ছিলেন । রবিবার রাত সাড়ে 9টা পর্যন্ত তাঁর ঘর থেকে কোনওরকম আওয়াজ আসছিল না । ফলে উদ্বিগ্ন হয়ে তিনিই পুলিশকে খবর দেন । এরপর পুলিশ এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায় (Tourist Body Recovered from Varanasi guest House) ।
গেস্ট হাউসের মালিক আরও জানান, ভিলিয়েভ সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন । কী কারণে তিনি মারা গিয়েছেন, তা বুঝে উঠতে পারছেন না ৷ অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষকুমার সিং জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে । ঘটনার বিষয়ে দূতাবাসকে অবহিত করা হয়েছে । চিকিৎসকদের দল ময়নাতদন্ত করছেন । তবুও সব দিক খতিয়ে দেখা হচ্ছে । রুমে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, বিভিন্ন সময় বহু দেশ থেকে বারাণসী বিদেশী পর্যটকদের আগমন ঘটে ৷ তাদের মধ্যে শত শত পর্যটক মাসেক পর মাস ভিসা নিয়ে কাশীতে থাকেন । তবে এমন ঘটনায় সত্যিই চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে বসবাসকারী বিদেশী পর্যটকদের মধ্যে ৷
আরও পড়ুন: গুজরাতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় কোরিয়ান পর্যটকের মৃত্যু
প্রসঙ্গত, এর আগে প্যারাগ্লাইডিং করার সময় 50 ফুট উচু থেকে মাটিতে পড়ে মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তির ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের মেহসানা জেলায় কাদি শহরের কাছে বিসাতপুরা গ্রামের একটি স্কুল মাঠে ৷ শনিবার বিকেল সাড়ে 5টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে । মৃত ব্যক্তির নাম শিন বায়ং মুন ৷ বয়স 50 বছর ৷ কাদি থানার পরিদর্শক নিকুঞ্জ প্যাটেল জানান, মৃত প্যারাগ্লাইডারের ছাউনিটি সঠিকভাবে খুলতে পারেননি ৷ যার জেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন ৷ এরপরেই নীচে পরে তিনি মারা গিয়েছেন ৷ ফলে গত দু'দিনে ভারতে দুই বিদেশি পর্যটকের মৃত্যু হল ৷
আরও পড়ুন: বারাণসীতে যৌন হেনস্তার শিকার ফরাসি পর্যটক, অভিযুক্ত গাইড