হিঙ্গোলি (মহারাষ্ট্র), 27 অগস্ট: অ্যামিবার সঙ্গে এনডিএ জোটের তুলনা টানলেন শিবসেনা (ইউবিটি) সভাপতি উদ্ধব ঠাকরে ৷ রবিবার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-কে অ্যামিবা বলার পিছনে উদ্ধবের ব্যাখ্যা, বিজেপি নেতৃত্বাধীন ফ্রন্টের কোনও নির্দিষ্ট আকার এবং আয়তন নেই ৷
একইসঙ্গে, বিরোধী 'ইন্ডিয়া' জোটকে অহংকারি এবং 'ইন্ডিয়ান মুজাহিদিন' বলে কটাক্ষ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পালটা আক্রমণ করে ঠাকরে এনডিএ জোটকেই অহংকারি বলে দেগে দিয়েছেন ৷ মহারাষ্ট্রের হিঙ্গোলিতে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের উদ্দেশেও হুঙ্কার ছেড়েছেন উদ্ধব ৷ তাঁর সাফ বক্তব্য, চন্দ্রশেখর রাওকে স্পষ্ট করতে হবে যে, তিনি 'ইন্ডিয়া' জোট না বিজেপি, কাকে সমর্থন করছেন ?
এদিন উদ্ধব ঠাকরে বলেন, "ইন্ডিয়া জোটে এমন জাতীয়তাবাদী দল রয়েছে যারা দেশে গণতন্ত্র রক্ষা করতে চায়। কিন্তু এনডিএ'তে বেশিরভাগ দলই বিশ্বাসঘাতক এবং যারা অন্য দলগুলিকে ভেঙে বিজেপিতে যোগ দিয়েছে ৷" তিনি আরও বলেন, "বর্তমান এনডিএ একটি অ্যামিবার মতো ৷ যার কোনও নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই।" ইন্ডিয়া জোট বিজেপিকে পরাজিত করবে বলেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে তাঁর গলায় ৷
এদিকে মহারাষ্ট্রের ভোট রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে বিআরএস ৷ এ ব্যাপারে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রাওকে সিদ্ধান্ত নিতেও বলেছেন যে, তিনি দেশের জন্য লড়াই করছেন নাকি বিজেপিকে সমর্থন করছেন, তা স্পষ্ট করুন। উদ্ধব কেসিআর'কে বলেন, "আপনি যদি দেশের সঙ্গে থাকেন, তাহলে ইন্ডিয়া জোটে যোগ দিন ৷ অথবা বিজেপির সঙ্গে আপনার জোট প্রকাশ্যে ঘোষণা করুন। ভোট ভাগাভাগি করবেন না ৷"
এদিন বিআরএসকে একহাত নিয়ে উদ্ধব জানান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রথমে তাঁর নিজের বাড়ির উঠোনের দিকে নজর দেওয়া উচিত ৷ যা ভালো অবস্থায় নেই। ঠাকরে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার জন্য আবেদন করে বলেন, "বিরোধীরা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে একত্রিত হয়নি, বরং দেশের স্বার্থে তারা একজোট হয়েছে ৷"
আরও পড়ুন: 'দারিদ্র্যতা থেকে উঠেছেন সাড়ে 13 কোটি মানুষ ', বি-20 সামিটে দাবি প্রধানমন্ত্রীর
অন্যদিকে, আমেদাবাদে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের অনুমতি দেওয়ার জন্য ঠাকরে এদিন বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেন। প্রসঙ্গত, আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইতে ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। 31 অগস্ট ঠাকরে বিরোধী জোটের নেতাদের জন্য নৈশভোজেরও আয়োজন করছে বলে জানা গিয়েছে ৷