মুম্বই, 2 জুলাই: মুখ্যমন্ত্রী শিন্ডে কি এখনও শিবসেনা নেতা ? শুক্রবার ফয়সালা করলেন সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ শিবসেনা প্রধান দলের নেতার পদ থেকে বহিষ্কার করলেন বিদ্রোহী শিবসৈনিককে ৷ একটি চিঠিতে উদ্ধব ঠাকরে জানান, 'দল-বিরোধী কাজকর্মে' প্ররোচনা দিয়েছেন একনাথ শিন্ডে ৷
স্বাক্ষর করা ওই চিঠিতে উদ্ধব ঠাকরে লিখেছেন, "আমি শিবসেনা পক্ষ প্রমুখ (প্রধান) ৷ আমার ক্ষমতাবলে আমি আপনাকে দলীয় সংগঠনের শিবসেনা নেতার পদ থেকে বের করে দিচ্ছি ৷" বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে আগাগোড়া নিজেকে একজন শিবসেনা নেতা হিসেবেই দাবি করে গিয়েছেন ৷ তবে ঠাকরে ক্যাম্পে বিধায়ক সংখ্যা কমলেও তিনি নিজেকে কখনও পক্ষ প্রমুখ অর্থাৎ দলের প্রধান বলে ঘোষণা করেননি ৷ খাতায়-কলমে শিবসেনা প্রধান এখনও উদ্ধব ঠাকরেই (Uddhav Thackeray removes Eknath Shinde as Shiv Sena leader) ৷
শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের উত্তরাধিকারী তিনি, দাবি করেছেন একনাথ শিন্ডে ৷ 21 জুন বেপাত্তা হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গুয়াহাটির হোটেলে ঘাঁটি গেড়েছিলেন শিবসেনা নেতা ৷ তখনও বারে বারে শিন্ডে বালাসাহেবের আদর্শ মেনে চলা নিয়ে তৎকালীন মহা-মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন ৷ এমনকি বালাসাহেব ঠাকরের নামে নতুন দল প্রতিষ্ঠার কথাও শোনা গিয়েছিল তাঁর গলায় ৷
আরও পড়ুন: গুজরাত থেকে অসম, বিজেপি-শাসিত রাজ্যে ঘুরে শিবসেনা না-ছাড়ার কথাই শিন্ডের মুখে
সেই ইঙ্গিত পাওয়া মাত্র উদ্ধবের নেতৃত্বে শিবসেনা সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে, তারাই আসল শিবসেনা ৷ এদিকে শিন্ডের যুক্তি, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট সরকার গড়েছে উদ্ধব ঠাকরে ৷ এতে তিনি তাঁর বাবার মতাদর্শ না মেনে উলটো পথে হেঁটেছেন ৷ আরেক বিদ্রোহী শিবসেনা নেতা গুলাবরাও পাতিলও উদ্ধব ঠাকরের সঙ্গে এনসিপি-র সম্পর্ক নিয়ে কটাক্ষ করেছেন ৷ তাঁর বক্তব্য, 52 জন বিধায়ক শিবসেনা প্রধানের সঙ্গ ছেড়েছেন ৷ তিনি তাঁর সরকারি বাসভবন থেকেও বেরিয়ে এসেছেন ৷ এত কিছুর পরেও উদ্ধব শরদ পাওয়ারকে ছাড়তে রাজি নন ৷
28 জুন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পক্ষে রায় দেওয়ার পরেই উদ্ধব নিজে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন ৷ শুক্রবারই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ডে আর উপ-মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস ৷ এতে স্বভাবতই ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তিনি বিজেপির 'তথাকথিত শিবসৈনিক'কে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে প্রশ্ন তোলেন ৷
মনে করিয়ে দেন 2019-এ নির্বাচনের পর প্রথমে বিজেপি-শিবসেনা জোট সরকার গড়ার পথে হেঁটেছিল ৷ তখন গেরুয়া শিবির মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরেকে নিয়ে কোনও রকম আপসে যেতে রাজি হয়নি ৷ এখান থেকেই শিবসেনা ও বিজেপি-র মধ্যে ঝামেলার সূত্রপাত ৷ জোট ভেঙে যায় ৷ বিস্তর রাজনৈতিক টানাপোড়েনের পর বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েও 80 ঘণ্টা কাটতে না কাটতেই ইস্তফা দেন ৷ শিবসেনা-এনসিপি-কংগ্রেস মিলে এমভিএ সরকার গড়ে ৷ আর ফড়ণবীস বিরোধী দলনেতা হন ৷ 2022-এর জুনে বিজেপি মুখ্যমন্ত্রিত্বের সেই প্রতিশ্রুতি রাখল না, ক্ষোভ উদ্ধবের ৷ কারণ সূত্রে জানা গিয়েছে, গেরুয়া শিবিরের দেবেন্দ্র ফড়ণবীসকে ছাপিয়ে শিবসেনার একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে বিজেপির বড় ভূমিকা রয়েছে ৷
শিবসেনা ভবনে একটি সাংবাদিক বৈঠক করে উদ্ধব ঠাকরে গেরুয়া শিবিরকে সতর্ক করেন, তাঁকে ঠকিয়েছে বিজেপি ৷ এভাবে তারা যেন মুম্বইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে ৷
আরও পড়ুন: মহারাষ্ট্রে মহাচমক ! বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রীর চেয়ারে শিন্ডে