মুম্বই, 15 জানুয়ারি: শিবসেনা কার ? এই প্রশ্নে ফের একবার সম্মুখ সমরে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে ৷ মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকরের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ৷ সূত্র মারফৎ ইটিভি ভারত এমনটাই জানতে পেরেছে ৷ পাঁচদিন আগে বিধানসভায় অধ্যক্ষ ঘোষণা করেছিলেন, " মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরই 'আসল শিবসেনা'। তারাই এখন সরকার পরিচালনা করছে ৷" এই ঘোষণার পাশাপাশি, একনাথ শিবিরকেই বৈধ বলে বিধানসভায় মান্যতাও দেন তিনি ৷
মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ অধ্যক্ষের ঘোষণার উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে বলে খবর ৷ যেখানে উদ্ধবের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন, বেদদত্ত কামাত, নিশিনাথ পাটিল এবং রোহিত শর্মা ৷ অধ্যক্ষ রাহুল নারওয়েকরের ঘোষণার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের চেয়েছেন উদ্ধবের আইনজীবীরা ৷
আবেদনে তাঁদের তরফে উল্লেখ করা হয়েছে, "সংখ্যাগরিষ্ঠ বিধায়ক কোন শিবিরে রয়েছেন সেটার উপর নির্ভর করে রাজনৈতিক দলের রাশ কার হাতে থাকবে সেটা বিচার করা যায় না। এভাবে বিচার করলে ওই রাজনৈতিক দলের সদস্যদের কী চাইছেন সেটা জানার উপায় থাকে না। বিধায়কদের ইচ্ছায় দলের কতৃত্ব কোনও বিশেষ শিবিরকে দিয়ে দেওয়া পুরোপুরি সাংবিধানিক নীতির পরিপন্থী ৷ এর ফলে পুরো বিষয়টি একপেশে হয়ে যাবে ৷" পাশাপাশি, সর্বোচ্চ আদালতে জমা পড়া আবেদনে উদ্বব শিবিরের অভিযোগ, তাদের সঙ্গে থাকা বিধায়কদের ইচ্ছাকৃতভাবে বহিষ্কার করতেই একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়।
উল্লেখ্য, 10 জানুয়ারি মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে উদ্ধব এবং একনাথ শিবির একে অপরের বিধায়কদের বরাখাস্ত করার দাবিতে আবেদন করে৷ সেই আবেদন দু’টির প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ রাহুল নারওয়েকর ঘোষণা করেন, "মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবিরই আসল শিবসেনা ৷ তাই আমি ঘোষণা করছি, 16 জন বিধায়ক নিয়ে ক্ষমতায় থাকা একনাথ শিন্ডের দল বৈধ ৷ আর বিপক্ষে থাকা উদ্ধব ঠাকরের শিবসেনা অবৈধ ৷" এই রায়ের বিরুদ্ধেই সর্বোচ্চ আদলতে আবেদন করল উদ্বব শিবির।
আরও পড়ুন: