ETV Bharat / bharat

Women Sacrificed for Black Magic: কালা জাদুতে সমৃদ্ধি লাভের চেষ্টা, বলি 2 মহিলাকে

কালা জাদুতে (Black Magic) সমৃদ্ধি লাভের চেষ্টায় কোচিতে বলি দেওয়া হল 2 মহিলাকে (Women Sacrificed for Black Magic)৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ (Kerala Murder)৷

Two women sacrificed for black magic in kerala
কালা জাদুতে সমৃদ্ধি লাভের চেষ্টা, বলি 2 মহিলাকে
author img

By

Published : Oct 11, 2022, 1:39 PM IST

কোচি, 11 অক্টোবর: কালা জাদু করে আর্থিক সমৃদ্ধি লাভের প্রচেষ্টা ! আর তাই করতে গিয়ে দুজন মহিলাকে প্রথমে অপহরণ ও পরে তাঁদের বলি দেওয়ার অভিযোগ উঠল (Women Sacrificed for Black Magic)৷ সোমবার কেরলের কোচির এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ (Kerala Murder)৷

গত 26 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন কোচির বাসিন্দা দুই মহিলা ৷ তাঁদের একজন 52 বছরের পদ্মম, তিনি কাদাভানথরার বাসিন্দা ছিলেন ৷ আর অপরজন হলেন 50 বছরের রোসিলি ৷ তিনি ছিলেন কালাদির বাসিন্দা ৷ প্রথমে তাঁদের দুজনকে অপহরণ করেন অভিযুক্ত তন্ত্রসাধক ৷ এই কাজে তাঁর স্ত্রী তাঁকে সঙ্গ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷

পুলিশ জানিয়েছে, অপহরণ করার পর দুই মহিলাকে বলি দিয়ে তাঁদের দেহের বিভিন্ন অংশ টুকরো টুকরো করেন অভিযুক্তরা ৷ এরপর সেই দেহাংশগুলি তিরুভাল্লার কাছে মাটির তলায় পুঁতে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: প্রথা মেনে শূকর বলি দিয়ে যমুনা দিঘিতে বিসর্জন হল বড়দেবীর

এই ঘটনায় মূল অভিযুক্ত তিরুভাল্লার বাসিন্দা বগওয়ন্ত সিং ও তাঁর স্ত্রী লায়লাকে গ্রেফতার করেছে কেরল পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে এঁদের এজেন্ট মহম্মদ শফিকেও ৷ এই শফিই দুই মহিলাকে অপহরণ করেছিলেন বলে অভিযোগ ৷ পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন যে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি লাভের আশায় বিশেষ পূজার আয়োজন করেছিলেন তাঁরা ৷ সেই পুজোতেই বলি দেওয়া হয় দুই মহিলাকে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

কোচি, 11 অক্টোবর: কালা জাদু করে আর্থিক সমৃদ্ধি লাভের প্রচেষ্টা ! আর তাই করতে গিয়ে দুজন মহিলাকে প্রথমে অপহরণ ও পরে তাঁদের বলি দেওয়ার অভিযোগ উঠল (Women Sacrificed for Black Magic)৷ সোমবার কেরলের কোচির এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ (Kerala Murder)৷

গত 26 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন কোচির বাসিন্দা দুই মহিলা ৷ তাঁদের একজন 52 বছরের পদ্মম, তিনি কাদাভানথরার বাসিন্দা ছিলেন ৷ আর অপরজন হলেন 50 বছরের রোসিলি ৷ তিনি ছিলেন কালাদির বাসিন্দা ৷ প্রথমে তাঁদের দুজনকে অপহরণ করেন অভিযুক্ত তন্ত্রসাধক ৷ এই কাজে তাঁর স্ত্রী তাঁকে সঙ্গ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷

পুলিশ জানিয়েছে, অপহরণ করার পর দুই মহিলাকে বলি দিয়ে তাঁদের দেহের বিভিন্ন অংশ টুকরো টুকরো করেন অভিযুক্তরা ৷ এরপর সেই দেহাংশগুলি তিরুভাল্লার কাছে মাটির তলায় পুঁতে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে ৷

আরও পড়ুন: প্রথা মেনে শূকর বলি দিয়ে যমুনা দিঘিতে বিসর্জন হল বড়দেবীর

এই ঘটনায় মূল অভিযুক্ত তিরুভাল্লার বাসিন্দা বগওয়ন্ত সিং ও তাঁর স্ত্রী লায়লাকে গ্রেফতার করেছে কেরল পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে এঁদের এজেন্ট মহম্মদ শফিকেও ৷ এই শফিই দুই মহিলাকে অপহরণ করেছিলেন বলে অভিযোগ ৷ পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছেন যে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আর্থিক সমৃদ্ধি লাভের আশায় বিশেষ পূজার আয়োজন করেছিলেন তাঁরা ৷ সেই পুজোতেই বলি দেওয়া হয় দুই মহিলাকে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.