ETV Bharat / bharat

Two Died by Tiger Attack: জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে বাঘের খপ্পরে, বেঘোরে প্রাণ গেল দুই গ্রামবাসীর - Two Died by Tiger Attack

সুরজপুরে গ্রামবাসীদের উপর বাঘের হানা । ঘটনাস্থলেই এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে । চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন আরও একজন (Villagers Death in Tiger Attack)। গুরুতর আহত অবস্থায় একজন গ্রামবাসী অম্বিকাপুর মেডিক্যাল কলেজে ভরতি ৷

Tiger Attack
বাঘের হামলা
author img

By

Published : Mar 27, 2023, 8:45 PM IST

সুরজপুর (ছত্তিশগড়), 27 মার্চ: ফের খাদ্যশৃঙ্খল ভেঙে বাঘের ডেরায় প্রবেশ ৷ প্রাণ গেল দুই গ্রামবাসীর, ঘটনায় আহত এক ৷ ঘটনাটি ছত্তিশগড়ের সুরজপুর জেলার ওদগি ব্লকের কালামঞ্জন গ্রামের। জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েই এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷ মৃত দু'জনেই স্থানীয় গ্রামবাসী ৷ বাঘের আক্রমণে একজের জঙ্গলেই মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আহত দু'জনকে সুরজপুর থেকে অম্বিকাপুর মেডিক্যাল কলেজ নিয়া যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক গ্রামবাসীর মৃত্যু হয়। আহত একজনের চিকিৎসা চলছে (Tiger attacks villagers in Surajpur) ।

সুরজপুরে বাঘের আক্রমণে মৃত্যু: কালামঞ্জনের চিরওয়াপাড়ায় সোমবার সকাল 6টার দিকে গ্রাম সংলগ্ন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান লাল, রাই সিং ও কৈলাস। সেই সময়ে একটি বাঘ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে । বাঘটি লাল সিংকে গুরুতরভাবে আক্রমণ করে ৷ অভিঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাই সিং ও কৈলাস গুরুতর জখম হন। আহতদের সঙ্গে সঙ্গে ওদগি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পরে সুরজপুর জেলা হাসপাতাল থেকে তাঁদের রেফার করা হয় ।

জানা গিয়েছে, পালটা গ্রামবাসীদের আক্রমণে বাঘটিও আহত হয়েছে বলে খবর ৷ ভাইয়াথান এসডিএম সাগর সিং জানান, বাঘটি তিনজনকে আক্রমণ করে ৷ যার মধ্যে একজন মারা গিয়েছে ৷ দু'জন গুরুতর আহত হয়েছেন। বাঘটিও ঘটনায় আহত হয়েছে । গ্রাম থেকে 500 মিটার দূরে জঙ্গলে বাঘেদের বাসস্থান। গ্রামবাসীদের এই বিষয়ে বহুবার সতর্ক করা হয়েছে । বাঘটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বন বিভাগের কর্মীরা।

আতঙ্কে গ্রামবাসীরা: সুরাজপুরের প্রতাপপুরে বাঘের উপস্থিতির খবরে গ্রামবাসীর মধ্যে স্বাভাবিক কারণেই আতঙ্ক বিরাজ করছে। বাঘের গতিবিধির দিকে বন বিভাগ শ্যেন দৃষ্টি রাখছে । সন্ধের পর গ্রামবাসীদের বনে যেতে নিষেধও করা হয়েছে ।

আরও পড়ুন: সুন্দরবনে ফের বাঘের হামলা, প্রাণ গেল মৎস্যজীবীর

সুরজপুর (ছত্তিশগড়), 27 মার্চ: ফের খাদ্যশৃঙ্খল ভেঙে বাঘের ডেরায় প্রবেশ ৷ প্রাণ গেল দুই গ্রামবাসীর, ঘটনায় আহত এক ৷ ঘটনাটি ছত্তিশগড়ের সুরজপুর জেলার ওদগি ব্লকের কালামঞ্জন গ্রামের। জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েই এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷ মৃত দু'জনেই স্থানীয় গ্রামবাসী ৷ বাঘের আক্রমণে একজের জঙ্গলেই মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আহত দু'জনকে সুরজপুর থেকে অম্বিকাপুর মেডিক্যাল কলেজ নিয়া যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক গ্রামবাসীর মৃত্যু হয়। আহত একজনের চিকিৎসা চলছে (Tiger attacks villagers in Surajpur) ।

সুরজপুরে বাঘের আক্রমণে মৃত্যু: কালামঞ্জনের চিরওয়াপাড়ায় সোমবার সকাল 6টার দিকে গ্রাম সংলগ্ন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান লাল, রাই সিং ও কৈলাস। সেই সময়ে একটি বাঘ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে । বাঘটি লাল সিংকে গুরুতরভাবে আক্রমণ করে ৷ অভিঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাই সিং ও কৈলাস গুরুতর জখম হন। আহতদের সঙ্গে সঙ্গে ওদগি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পরে সুরজপুর জেলা হাসপাতাল থেকে তাঁদের রেফার করা হয় ।

জানা গিয়েছে, পালটা গ্রামবাসীদের আক্রমণে বাঘটিও আহত হয়েছে বলে খবর ৷ ভাইয়াথান এসডিএম সাগর সিং জানান, বাঘটি তিনজনকে আক্রমণ করে ৷ যার মধ্যে একজন মারা গিয়েছে ৷ দু'জন গুরুতর আহত হয়েছেন। বাঘটিও ঘটনায় আহত হয়েছে । গ্রাম থেকে 500 মিটার দূরে জঙ্গলে বাঘেদের বাসস্থান। গ্রামবাসীদের এই বিষয়ে বহুবার সতর্ক করা হয়েছে । বাঘটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে বন বিভাগের কর্মীরা।

আতঙ্কে গ্রামবাসীরা: সুরাজপুরের প্রতাপপুরে বাঘের উপস্থিতির খবরে গ্রামবাসীর মধ্যে স্বাভাবিক কারণেই আতঙ্ক বিরাজ করছে। বাঘের গতিবিধির দিকে বন বিভাগ শ্যেন দৃষ্টি রাখছে । সন্ধের পর গ্রামবাসীদের বনে যেতে নিষেধও করা হয়েছে ।

আরও পড়ুন: সুন্দরবনে ফের বাঘের হামলা, প্রাণ গেল মৎস্যজীবীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.