ETV Bharat / bharat

West Bengal Tourists Dead: হৃষিকেশে ব়্যাফটিং করতে গিয়ে মৃত্যু কলকাতার পর্যটকের, কেদারনাথে মৃত আরও 1

কেদারনাথ ও হৃষিকেশে ঘুরতে গিয়ে রাজ্যের 2 পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (Two Tourist Dead in Rishikesh and Kedarnath) ৷ মৃতদের একজন কলকাতার বাসিন্দা ৷ তাঁর নাম শুভাশিস বর্মন ৷ তিনি ঋষিকেশে ব়্যাফটিং করার সময় বোট উলটে মারা যান ৷ কেদারনাথে ট্রেকিং করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান আরও 1 ব্যক্তি ৷

two-tourist-dead-in-rishikesh-and-kedarnath-those-are-from-west-bengal
two-tourist-dead-in-rishikesh-and-kedarnath-those-are-from-west-bengal
author img

By

Published : Oct 11, 2022, 6:17 PM IST

ঋষিকেশ ও কেদারনাথ, 11 অক্টোবর: হৃষিকেশে ব়্যাফটিং করার সময় দুর্ঘটনা ৷ নদীতে উলটে গেল বোট ৷ ঘটনায় কলকাতার বাসিন্দা শুভাশিস বর্মনের (62) মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ি বরানগর থানার বেদিয়াপাড়ায় ৷ অন্যদিকে, কেদারনাথ-রংসি ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের আরও এক পর্যটকের মৃত্যু হয়েছে (Two Tourist Dead in Rishikesh and Kedarnath) ৷ জানা গিয়েছে 10 জনের একটি দল রংসি থেকে কেদারনাথ ট্রেকিংয়ে গিয়েছিলেন ৷ সেখানেই 2 জন অসুস্থ হয়ে পড়েন ৷ দলের বাকি 8 সদস্য যদিও নিরাপদে কেদারনাথে পৌঁছে গিয়েছেন ৷

কলকাতা থেকে 14 জন পর্যটক হৃষিকেশে বেড়াতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁরা দু’টি আলাদা ব়্যাফটে বসেছিলেন ৷ শিবপুরী থেকে তাঁরা রওনা হয়েছিলেন ব়্যাফটিং করে ৷ শিবপুরী থেকে কিছুটা এগিয়ে মুনি কি রেতি থেকে 8 কিলোমিটার আগে খরস্রোত ও প্রবল ঢেউের মধ্যে ব়্যাফট উলটে যায় ৷ ওই ব়্যাফটের সঙ্গে থাকা গাইডদের অন্য একটি বোট পর্যটকদের উদ্ধার করে ৷ কিন্তু শুভাশিস বর্মনের ক্ষেত্রে শেষরক্ষা হয়নি (West Bengal Tourists Dead) ৷ সকলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ অন্যদিকে, পর্যটকদের ব়্যাফট উলটে যাওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে পৌছান ৷ সেখানে আহতদের পরিবার পরিজনদের ফোন নম্বর ও ঠিকানা নিয়ে যোগাযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন: ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

অন্যদিকে কেদারনাথ-রংসি ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে 10 জনের একটি দল কেদারনাথ বেড়াতে গিয়েছেন ৷ সেখানে রংসি থেকে ট্রেক করে তাঁরা কেদারনাথ যাচ্ছিলেন ৷ এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে মাঝ রাস্তাতেই আটকে পড়েন ৷ বাকি 8 জন সেখান থেকে এগিয়ে যান ৷ তাঁরা সকলে কেদারনাথ পৌঁছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেন ৷ বিপর্যয় মোকাবিলা দলের লোকজন সোমবার তাঁদের উদ্ধার করতে রওনা হয় ৷ কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ে দু’টি বড় পাথরের মাঝখান থেকে ওই দুই পর্যটককে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, দুই পর্যটকের মধ্যে অলোক বিশ্বাস নামে 34 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে ৷ আরেক ব্যক্তি বিক্রম মজুমদার অসুস্থ ছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ঋষিকেশ ও কেদারনাথ, 11 অক্টোবর: হৃষিকেশে ব়্যাফটিং করার সময় দুর্ঘটনা ৷ নদীতে উলটে গেল বোট ৷ ঘটনায় কলকাতার বাসিন্দা শুভাশিস বর্মনের (62) মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর বাড়ি বরানগর থানার বেদিয়াপাড়ায় ৷ অন্যদিকে, কেদারনাথ-রংসি ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের আরও এক পর্যটকের মৃত্যু হয়েছে (Two Tourist Dead in Rishikesh and Kedarnath) ৷ জানা গিয়েছে 10 জনের একটি দল রংসি থেকে কেদারনাথ ট্রেকিংয়ে গিয়েছিলেন ৷ সেখানেই 2 জন অসুস্থ হয়ে পড়েন ৷ দলের বাকি 8 সদস্য যদিও নিরাপদে কেদারনাথে পৌঁছে গিয়েছেন ৷

কলকাতা থেকে 14 জন পর্যটক হৃষিকেশে বেড়াতে গিয়েছিলেন ৷ সেখানে তাঁরা দু’টি আলাদা ব়্যাফটে বসেছিলেন ৷ শিবপুরী থেকে তাঁরা রওনা হয়েছিলেন ব়্যাফটিং করে ৷ শিবপুরী থেকে কিছুটা এগিয়ে মুনি কি রেতি থেকে 8 কিলোমিটার আগে খরস্রোত ও প্রবল ঢেউের মধ্যে ব়্যাফট উলটে যায় ৷ ওই ব়্যাফটের সঙ্গে থাকা গাইডদের অন্য একটি বোট পর্যটকদের উদ্ধার করে ৷ কিন্তু শুভাশিস বর্মনের ক্ষেত্রে শেষরক্ষা হয়নি (West Bengal Tourists Dead) ৷ সকলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ অন্যদিকে, পর্যটকদের ব়্যাফট উলটে যাওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা হাসপাতালে পৌছান ৷ সেখানে আহতদের পরিবার পরিজনদের ফোন নম্বর ও ঠিকানা নিয়ে যোগাযোগ করা হয়েছে ৷

আরও পড়ুন: ব্রাজিলের হ্রদে পাথরের দেওয়াল ধসে মৃত অন্তত সাত পর্যটক

অন্যদিকে কেদারনাথ-রংসি ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের এক পর্যটকের মৃত্যু হয়েছে ৷ পশ্চিমবঙ্গ থেকে 10 জনের একটি দল কেদারনাথ বেড়াতে গিয়েছেন ৷ সেখানে রংসি থেকে ট্রেক করে তাঁরা কেদারনাথ যাচ্ছিলেন ৷ এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে মাঝ রাস্তাতেই আটকে পড়েন ৷ বাকি 8 জন সেখান থেকে এগিয়ে যান ৷ তাঁরা সকলে কেদারনাথ পৌঁছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেন ৷ বিপর্যয় মোকাবিলা দলের লোকজন সোমবার তাঁদের উদ্ধার করতে রওনা হয় ৷ কেদারনাথ থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ে দু’টি বড় পাথরের মাঝখান থেকে ওই দুই পর্যটককে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, দুই পর্যটকের মধ্যে অলোক বিশ্বাস নামে 34 বছরের এক যুবকের মৃত্যু হয়েছে ৷ আরেক ব্যক্তি বিক্রম মজুমদার অসুস্থ ছিলেন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.