ETV Bharat / bharat

Tihar Inmates Missing : করোনাকালে তিহার থেকে প্যারোলে মুক্ত 2400 বন্দির খোঁজ নেই

author img

By

Published : Mar 19, 2022, 2:16 PM IST

করোনা পরিস্থিতির জেরে 2020 ও 2021 সালে সব মিলিয়ে 11 হাজার বন্দিকে তিহার থেকে প্যারোলে ছাড়া হয়েছিল ৷ 2020 সালে যারা ছাড়া পেয়েছিল, তাদের মধ্যে 2400 জনের কোনও খোঁজ নেই (Two Thousand Four Hundred Tihar Inmates Missing After Covid Parole) ৷ 2021 সালে যাদের ছাড়া হয়, তাদের এখনও আত্মসমর্পণের নির্দেশ আসেনি ৷

two-thousand-four-hundred-tihar-inmates-missing-after-covid-parole
Tihar Inmates Missing : করোনাকালে তিহাড় থেকে প্যারোলে মুক্ত 2400 বন্দির খোঁজ নেই

নয়াদিল্লি, 19 মার্চ : করোনা পরিস্থিতির জেরে 2020 সালে তিহার জেল থেকে 6 হাজার বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছিল ৷ তাদের মধ্যে 2400 জন পলাতক (Two Thousand Four Hundred Tihar Inmates Missing After Covid Parole) ৷ প্রায় দেড় বছর ধরে তাদের কোনও খোঁজ নেই ৷ জেল কর্তৃপক্ষ দিল্লি পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে ৷ পুলিশ পলাতক বন্দিদের সন্ধান শুরু করেছে ৷ তাদের নামে পুরস্কারও ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু এখনও কাউকে ধরা যায়নি ৷

অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) সময় তিহার থেকে প্রায় 5 হাজার বন্দিকে প্যারোলে (Covid Parole) ছাড়া হয়েছিল ৷ তাদেরও এখনও আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়নি ৷ তবে দ্বিতীয় দফায় যারা ছাড়া পেয়েছে, তাদের আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে বলে আদালত আগেই জানিয়েছিল ৷

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে জেলে একসঙ্গে থাকলে বন্দিরাও করোনা আক্রান্ত হতে পারে, এই আশঙ্কা করেই জেলে বন্দিদের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ অনুযায়ী, 2020 ও 2021 সালে ওই বন্দিদের ছাড়া হয় ৷ তার পরও তিহারে 521 জন বন্দি করোনা আক্রান্ত হয়েছেন ৷ সেই তালিকায় নাম ছিল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের (Underworld Don Chota Rajan) ৷ করোনায় 10 জন মারাও গিয়েছন তিহার জেলে ৷ মৃতদের মধ্যে বিহারের বাহুবলী নেতা মহম্মদ শাহাবুদ্দিনও ছিল (Bihar Leader Md Sahabuddin) ৷ তিহার জেলের (Tihar Jail) 534 জন কর্মচারীরও করোনা সংক্রমণ হয় ৷

কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গিয়েছে ৷ এখন তিহার, মান্ডোলি ও রোহিনী জেলে এমন 18 হাজার বন্দি রয়েছে, যাদের করোনা হয়নি ৷

আরও পড়ুন : Man Killed Son in Kerala : ছেলে ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

নয়াদিল্লি, 19 মার্চ : করোনা পরিস্থিতির জেরে 2020 সালে তিহার জেল থেকে 6 হাজার বন্দিকে প্যারোলে ছাড়া হয়েছিল ৷ তাদের মধ্যে 2400 জন পলাতক (Two Thousand Four Hundred Tihar Inmates Missing After Covid Parole) ৷ প্রায় দেড় বছর ধরে তাদের কোনও খোঁজ নেই ৷ জেল কর্তৃপক্ষ দিল্লি পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে ৷ পুলিশ পলাতক বন্দিদের সন্ধান শুরু করেছে ৷ তাদের নামে পুরস্কারও ঘোষণা করা হয়েছে ৷ কিন্তু এখনও কাউকে ধরা যায়নি ৷

অন্যদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) সময় তিহার থেকে প্রায় 5 হাজার বন্দিকে প্যারোলে (Covid Parole) ছাড়া হয়েছিল ৷ তাদেরও এখনও আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়নি ৷ তবে দ্বিতীয় দফায় যারা ছাড়া পেয়েছে, তাদের আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে বলে আদালত আগেই জানিয়েছিল ৷

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে জেলে একসঙ্গে থাকলে বন্দিরাও করোনা আক্রান্ত হতে পারে, এই আশঙ্কা করেই জেলে বন্দিদের সংখ্যা কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ অনুযায়ী, 2020 ও 2021 সালে ওই বন্দিদের ছাড়া হয় ৷ তার পরও তিহারে 521 জন বন্দি করোনা আক্রান্ত হয়েছেন ৷ সেই তালিকায় নাম ছিল আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের (Underworld Don Chota Rajan) ৷ করোনায় 10 জন মারাও গিয়েছন তিহার জেলে ৷ মৃতদের মধ্যে বিহারের বাহুবলী নেতা মহম্মদ শাহাবুদ্দিনও ছিল (Bihar Leader Md Sahabuddin) ৷ তিহার জেলের (Tihar Jail) 534 জন কর্মচারীরও করোনা সংক্রমণ হয় ৷

কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানা গিয়েছে ৷ এখন তিহার, মান্ডোলি ও রোহিনী জেলে এমন 18 হাজার বন্দি রয়েছে, যাদের করোনা হয়নি ৷

আরও পড়ুন : Man Killed Son in Kerala : ছেলে ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.