ETV Bharat / bharat

আমেরিকায় পড়তে গিয়ে তেলেঙ্গানার দুই ছাত্রের আকস্মিক মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 3:04 PM IST

Students Death in USA: আমেরিকায় পড়তে গিয়ে মৃত্যু হয়েছে তেলেঙ্গানার দুই ছাত্রদের ৷ বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ঘুমের মধ্যে তাঁদের প্রাণ গিয়েছে বলে পরিবারের দাবি ৷

Telugu Students Death
আমেরিকায় তেলেঙ্গানার দুই ছাত্রের মৃত্যু

বনপরথি(তেলেঙ্গানা), 15 জানুয়ারি: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে তেলেঙ্গানার দুই ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে । ওই দুই ছাত্রের একজন তেলেঙ্গানার বনপরথি জেলার বাসিন্দা এবং অন্যজন এপির শ্রীকাকুলাম জেলার ৷ মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে দুই ছাত্রের পরিবারে ৷ ছাত্রদের দেহগুলি দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷

জানা গিয়েছে, বনপরথি শহরের রামনগর কলোনির গাট্টু ভেঙ্কন্না ও লাবণ্যের একমাত্র ছেলে দিনেশ (23) ৷ তিনি বি.টেক করেছেন । এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ডের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে (এসএইচইউ) এমএস পড়ার জন্য গত বছরের 28 ডিসেম্বর পাড়ি দিয়েছিলেন দিনেশ ৷ তাঁর বাবা-মা জানান, তাঁরা খবর পেয়েছেন ছেলে আমেরিকার যাওয়ার মাত্র 17 দিন পরে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে । দিনেশের সঙ্গে শ্রীকাকুলাম জেলার এক ছাত্রেরও প্রাণ গিয়েছে বলে তাঁরা জানান ৷

সূত্রের খবর, ওই দুই ছাত্র একই ঘরে থাকতেন ৷ সেখানেই দু'জনেই দেহ মিলেছে । ঘরের মধ্যে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । বনপরথির বিধায়ক থুডি মেঘারেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন । এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে বিধায়ক জানান ৷ থুডি মেঘারেড্ডি বলেন, "ছাত্রদের দেহ আমেরিকা থেকে রাজ্যে নিয়ে আসার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে ।" প্রাক্তন মন্ত্রী নিরঞ্জন রেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনিও ৷

আরও পড়ুন:

বনপরথি(তেলেঙ্গানা), 15 জানুয়ারি: উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে তেলেঙ্গানার দুই ছাত্রের ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে । ওই দুই ছাত্রের একজন তেলেঙ্গানার বনপরথি জেলার বাসিন্দা এবং অন্যজন এপির শ্রীকাকুলাম জেলার ৷ মৃত্যুর খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে দুই ছাত্রের পরিবারে ৷ ছাত্রদের দেহগুলি দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷

জানা গিয়েছে, বনপরথি শহরের রামনগর কলোনির গাট্টু ভেঙ্কন্না ও লাবণ্যের একমাত্র ছেলে দিনেশ (23) ৷ তিনি বি.টেক করেছেন । এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ফেয়ারফিল্ডের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে (এসএইচইউ) এমএস পড়ার জন্য গত বছরের 28 ডিসেম্বর পাড়ি দিয়েছিলেন দিনেশ ৷ তাঁর বাবা-মা জানান, তাঁরা খবর পেয়েছেন ছেলে আমেরিকার যাওয়ার মাত্র 17 দিন পরে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে । দিনেশের সঙ্গে শ্রীকাকুলাম জেলার এক ছাত্রেরও প্রাণ গিয়েছে বলে তাঁরা জানান ৷

সূত্রের খবর, ওই দুই ছাত্র একই ঘরে থাকতেন ৷ সেখানেই দু'জনেই দেহ মিলেছে । ঘরের মধ্যে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । বনপরথির বিধায়ক থুডি মেঘারেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন । এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়েছে বলে বিধায়ক জানান ৷ থুডি মেঘারেড্ডি বলেন, "ছাত্রদের দেহ আমেরিকা থেকে রাজ্যে নিয়ে আসার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে ।" প্রাক্তন মন্ত্রী নিরঞ্জন রেড্ডি দিনেশের পরিবারের সঙ্গে দেখা করতে যান ৷ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনিও ৷

আরও পড়ুন:

লন্ডনে নিখোঁজ ভারতীয় পড়ুয়া! সন্ধান পেতে জয়শঙ্করের দ্বারস্থ বিজেপি নেতা, অনুরোধ হাইকমিশনকেও

কোটায় আত্মঘাতী বাংলার ছাত্র! উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, অবস্থা আশঙ্কাজনক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.