ETV Bharat / bharat

সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠন ইজ়রায়েলের সঙ্গে সমস্যার একমাত্র সমাধান : বাইডেন

author img

By

Published : May 22, 2021, 10:52 AM IST

আপাতত বন্ধ হয়েছে চিরাচরিত ইজরায়েল-প্যালেস্তাইন আক্রমণ, প্রতিআক্রমণ ৷ কিন্তু এর চিরস্থায়ী সমাধান হিসেবে এদিন আমেরিকার প্রেসিডেন্ট দু'টি ভিন্ন রাষ্ট্র গঠনের কথা জানালেন ৷ একদিকে ইজরায়েলের নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছেন, অন্য দিকে সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনকেই এই লড়াইয়ের "একমাত্র উত্তর" বলেছেন ৷

প্রেসিডেন্ট জো বাইডেন
প্রেসিডেন্ট জো বাইডেন

ওয়াশিংটন, 22 মে : ইজরায়েল-প্যালেস্তাইনের হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ বন্ধ হলেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ তাই নতুন করে গাজাকে তৈরি করার আহ্বান জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে এ বিষয়ে তিনি প্যালেস্তাইনের সরকারের তরফে প্রেসিডেন্ট মেহমুদের সঙ্গে আলোচনা করবেন, হামাস গোষ্ঠীর সঙ্গে নয় ৷ কারণ হামাস গোষ্ঠী আমেরিকার কাছে একটি জঙ্গি সংগঠন ৷

তাঁর মতে, সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গড়ে তোলাই এই যুদ্ধের "একমাত্র উত্তর" ৷ জেরুজালেমের সীমানায় "আন্তঃসাম্প্রদায়িক লড়াই" বন্ধের জন্যেও আর্জি জানান তিনি ইজরায়েলবাসীর কাছে ৷

প্যালেস্তাইন তৈরির পরামর্শ দিলেও ইজরায়েলের সুরক্ষার বিষয়টিতেও জোর দিয়ে তিনি জানিয়েছেন, "ইজরায়েলের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমার প্রতিশ্রুতিতে কোনো বদল হয়নি৷" ৷ আর ইজরায়েল নিয়ে পরিষ্কার করে জানান, "দ্ব্যর্থহীন ভাবে ইজরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত শান্তি সম্ভব নয় ৷"

আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ইজরায়েল-প্যালেস্তাইন লড়াইয়ে ইতি টানতে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার ইজরায়েলের পাশাপাশি একটি সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, আর জেরুজালেম হবে দু'টি রাজ্যের সাধারণ রাজধানী ৷

ডোনাল্ড ট্রাম্পের সরকার ইজরায়েলের পৃষ্ঠপোষকতা করেছে, অবহেলিতই থেকেছে প্যালেস্তাইন, এ নিয়ে সমালোচনা হয়েছে বহুবার ৷ ট্রাম্পের পরামর্শদাতা দু'টি রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সমাধানে একটি পরিকল্পনা করেছিলেন, যা প্যালেস্তাইনের নেতারা প্রত্যাখ্যান করেন ৷ কিন্তু শুক্রবার বাইডেন দু'টি ভিন্ন রাষ্ট্র তৈরির উপর জোর দেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার ইজরায়েলের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতিতে কোনো বদল হয়নি, একেবারেই নয় ৷ ... কিন্তু বদলটা দুটো ভিন্ন রাষ্ট্র গঠনের সমাধানে ৷ এটাই একমাত্র উত্তর, একমাত্র ৷"

ওয়াশিংটন, 22 মে : ইজরায়েল-প্যালেস্তাইনের হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ বন্ধ হলেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ তাই নতুন করে গাজাকে তৈরি করার আহ্বান জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তবে এ বিষয়ে তিনি প্যালেস্তাইনের সরকারের তরফে প্রেসিডেন্ট মেহমুদের সঙ্গে আলোচনা করবেন, হামাস গোষ্ঠীর সঙ্গে নয় ৷ কারণ হামাস গোষ্ঠী আমেরিকার কাছে একটি জঙ্গি সংগঠন ৷

তাঁর মতে, সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গড়ে তোলাই এই যুদ্ধের "একমাত্র উত্তর" ৷ জেরুজালেমের সীমানায় "আন্তঃসাম্প্রদায়িক লড়াই" বন্ধের জন্যেও আর্জি জানান তিনি ইজরায়েলবাসীর কাছে ৷

প্যালেস্তাইন তৈরির পরামর্শ দিলেও ইজরায়েলের সুরক্ষার বিষয়টিতেও জোর দিয়ে তিনি জানিয়েছেন, "ইজরায়েলের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমার প্রতিশ্রুতিতে কোনো বদল হয়নি৷" ৷ আর ইজরায়েল নিয়ে পরিষ্কার করে জানান, "দ্ব্যর্থহীন ভাবে ইজরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত শান্তি সম্ভব নয় ৷"

আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার 45 লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ইজরায়েল-প্যালেস্তাইন লড়াইয়ে ইতি টানতে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার ইজরায়েলের পাশাপাশি একটি সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, আর জেরুজালেম হবে দু'টি রাজ্যের সাধারণ রাজধানী ৷

ডোনাল্ড ট্রাম্পের সরকার ইজরায়েলের পৃষ্ঠপোষকতা করেছে, অবহেলিতই থেকেছে প্যালেস্তাইন, এ নিয়ে সমালোচনা হয়েছে বহুবার ৷ ট্রাম্পের পরামর্শদাতা দু'টি রাষ্ট্রের মধ্যে যুদ্ধের সমাধানে একটি পরিকল্পনা করেছিলেন, যা প্যালেস্তাইনের নেতারা প্রত্যাখ্যান করেন ৷ কিন্তু শুক্রবার বাইডেন দু'টি ভিন্ন রাষ্ট্র তৈরির উপর জোর দেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমার ইজরায়েলের নিরাপত্তা সংক্রান্ত প্রতিশ্রুতিতে কোনো বদল হয়নি, একেবারেই নয় ৷ ... কিন্তু বদলটা দুটো ভিন্ন রাষ্ট্র গঠনের সমাধানে ৷ এটাই একমাত্র উত্তর, একমাত্র ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.