ETV Bharat / bharat

Infant Treated with Cruelty: কাশির চিকিৎসায় 2 মাসের শিশুকে গরম লোহার রড দিয়ে আঘাত, গ্রেফতার ভুয়ো ডাক্তার

author img

By

Published : Feb 13, 2023, 2:59 PM IST

কাশির চিকিৎসায় 2 মাসের শিশুকে গরম লোহার রড (Infant Treated with Cruelty) দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হল ভুয়ো ডাক্তারকে ৷ গুজরাতের পোরবন্দরের ঘটনা ৷

Child legs ETV Bharat
শিশু

গুজরাত, 13 ফেব্রুয়ারি: কাশির চিকিৎসার জন্য 2 মাসের এক শিশুকন্যাকে (Infant Treated with Cruelty) ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ৷ চিকিৎসা করতে গিয়ে একরত্তিকে গরম লোহার রড দিয়ে (Baby girl branded with hot rod) আঘাত করার অভিযোগ উঠল ওই ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে ৷ গুরুতর জখম অবস্থায় সেই শিশু বর্তমানে সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছে ৷ গুজরাতের পোরবন্দরের (Porbandar News) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কাশির চিকিৎসায় গরম লোহার রড দিয়ে আঘাত: জানা গিয়েছে, 2 মাসের সেই শিশু এক সপ্তাহ ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিল । প্রথমে তাকে বাড়িতেই ওষুধপত্র দিয়ে সুস্থ করার চেষ্টা করেন তার বাবা-মা ৷ তবে তাতে কোনও কাজ না হওয়ায় শিশুটির মা তাকে এক 'স্বঘোষিত চিকিৎসক'-এর কাছে নিয়ে যান ।

সেই চিকিৎসক শিশুটির চিকিৎসা করতে গিয়ে তার বুকে ও পেটে গরম লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ । এরপরও কাশি না কমায় শিশুটিকে তাকে পোরবন্দরের ভবসিংহজি জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার বাবা মা ৷ তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা । শিশুটিকে সঙ্গে সঙ্গে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: ডিগ্রি ছাড়াই রোগীর অস্ত্রোপচার, গ্রেপ্তার 2

এফআইআর দায়ের ধৃত ও শিশুটির মায়ের বিরুদ্ধে: ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুরজিৎ মেহেদু বলেন যে, ভুয়ো ডাক্তারকে রবিবার গ্রেফতার করা হয়েছে এবং তার ও শিশুটির মায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে । শিশুটির এক সপ্তাহ ধরে সর্দি-কাশি ছিল এবং তার বাবা-মা বাড়িতে স্থানীয় প্রতিকারের চেষ্টা করেন ৷ কিন্তু কোনও উপশম না হওয়ায় মেয়েটির মা শিশুটিকে স্বঘোষিত ডাক্তার দেবরাজভাই কাটারার কাছে নিয়ে যান ।" কাটারা মেয়েটির বুকে ও পেটে গরম লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ ।

এই ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে সেই স্বঘোষিত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ৷ একজন আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 324 নং ধারায় (স্বেচ্ছায় মৃত্যু ঘটতে পারে এমন কোনও যন্ত্রের মাধ্যমে আঘাত করা) ধৃত ও শিশুটির মায়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷

মধ্যপ্রদেশেও ঘটেছিল একই ঘটনা: চলতি মাসের গোড়ার দিকে, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় আড়াই মাসের এক কন্যার মৃত্যু হয়েছিল এই একই কারণে ৷ এক তান্ত্রিক 50 বারেরও বেশি গরম লোহার রড দিয়ে সেই শিশুকে আঘাত করে বলে অভিযোগ ওঠে ।

গুজরাত, 13 ফেব্রুয়ারি: কাশির চিকিৎসার জন্য 2 মাসের এক শিশুকন্যাকে (Infant Treated with Cruelty) ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ৷ চিকিৎসা করতে গিয়ে একরত্তিকে গরম লোহার রড দিয়ে (Baby girl branded with hot rod) আঘাত করার অভিযোগ উঠল ওই ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে ৷ গুরুতর জখম অবস্থায় সেই শিশু বর্তমানে সরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছে ৷ গুজরাতের পোরবন্দরের (Porbandar News) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কাশির চিকিৎসায় গরম লোহার রড দিয়ে আঘাত: জানা গিয়েছে, 2 মাসের সেই শিশু এক সপ্তাহ ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিল । প্রথমে তাকে বাড়িতেই ওষুধপত্র দিয়ে সুস্থ করার চেষ্টা করেন তার বাবা-মা ৷ তবে তাতে কোনও কাজ না হওয়ায় শিশুটির মা তাকে এক 'স্বঘোষিত চিকিৎসক'-এর কাছে নিয়ে যান ।

সেই চিকিৎসক শিশুটির চিকিৎসা করতে গিয়ে তার বুকে ও পেটে গরম লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ । এরপরও কাশি না কমায় শিশুটিকে তাকে পোরবন্দরের ভবসিংহজি জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার বাবা মা ৷ তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা । শিশুটিকে সঙ্গে সঙ্গে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন: ডিগ্রি ছাড়াই রোগীর অস্ত্রোপচার, গ্রেপ্তার 2

এফআইআর দায়ের ধৃত ও শিশুটির মায়ের বিরুদ্ধে: ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুরজিৎ মেহেদু বলেন যে, ভুয়ো ডাক্তারকে রবিবার গ্রেফতার করা হয়েছে এবং তার ও শিশুটির মায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে । শিশুটির এক সপ্তাহ ধরে সর্দি-কাশি ছিল এবং তার বাবা-মা বাড়িতে স্থানীয় প্রতিকারের চেষ্টা করেন ৷ কিন্তু কোনও উপশম না হওয়ায় মেয়েটির মা শিশুটিকে স্বঘোষিত ডাক্তার দেবরাজভাই কাটারার কাছে নিয়ে যান ।" কাটারা মেয়েটির বুকে ও পেটে গরম লোহার রড দিয়ে আঘাত করে বলে অভিযোগ ।

এই ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে সেই স্বঘোষিত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে ৷ একজন আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির 324 নং ধারায় (স্বেচ্ছায় মৃত্যু ঘটতে পারে এমন কোনও যন্ত্রের মাধ্যমে আঘাত করা) ধৃত ও শিশুটির মায়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ৷

মধ্যপ্রদেশেও ঘটেছিল একই ঘটনা: চলতি মাসের গোড়ার দিকে, মধ্যপ্রদেশের শাহদোল জেলায় আড়াই মাসের এক কন্যার মৃত্যু হয়েছিল এই একই কারণে ৷ এক তান্ত্রিক 50 বারেরও বেশি গরম লোহার রড দিয়ে সেই শিশুকে আঘাত করে বলে অভিযোগ ওঠে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.