ETV Bharat / bharat

Lakhimpur Kheri Clash : আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ, উত্তাল লাখিমপুর খেরি - কৃষক আন্দোলন

উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ৷ ঘটনার পর উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা ৷ প্রাণ যায় দুই কৃষকের ৷ আহত অসংখ্য ৷ ঘটনার নিন্দায় সরব অখিলেশ যাদব-সহ কৃষক নেতারা ৷

Two killed and several injured in Lakhimpur Kheri clash
Lakhimpur Kheri Clash : আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ, উত্তাল লাখিমপুর খেরি
author img

By

Published : Oct 3, 2021, 8:51 PM IST

লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 3 অক্টোবর : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি ৷ ঘটনায় প্রাণ গেল দুই কৃষকের ৷ আহত হয়েছেন আরও অসংখ্য কৃষক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় লাখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ রবিবার আন্দোলনস্থলে আসার কথা ছিল রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্যের (Keshav Prasad Maurya) ৷ কিন্তু তার আগেই আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলের বিরুদ্ধে ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা ৷ শুরু হয় অশান্তি ৷ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Kisan Mahapanchayat : মহাপঞ্চায়েতে উপচে পড়ল ভিড়, কৃষি আইনের বিরোধিতায় 27 তারিখ ভারত বনধের ডাক

কৃষকরা ঠিক করেছিলেন, উপমুখ্যমন্ত্রী আন্দোলনস্থলে এলে তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷ সেই মতো তোড়জোড়ও শুরু করা হয়েছিল ৷ উপমুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যে ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলিও ভেঙে দেন আন্দোলনকারীরা ৷ এমনকী, তিনকোনিয়ায় যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, তারও দখল নিয়ে নেন তাঁরা ৷ সরকারের তরফে স্থির করা হয়েছিল, এদিনের সফরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী ৷ কিন্তু গন্ডগোলের জেরে সেই কর্মসূচিও ভেস্তে যায় ৷

প্রসঙ্গত, এর আগে সম্পূর্ণ নগরের একটি জনসভায় অজয় মিশ্র আন্দোলনরত কৃষকদের সমালোচনা করেছিলেন ৷ ইতিমধ্যেই সম্পূর্ণ নগরের সেই জনসভার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ৷ তাতে অজয় মিশ্রকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের শুধুমাত্র পালিয়া নয়, গোটা জেলায় খালি করে দেওয়া উচিত ৷’’ এই ঘটনার জেরে অজয় মিশ্রের উপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা ৷ এদিনের ঘটনায় তাতেই ঘৃতাহুতি পড়ে ৷

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷ ঘটনার জন্য রাজ্য়ের শাসকদল বিজেপিকেই দায়ী করেছেন তিনি ৷ এই প্রসঙ্গে একটি টুইটও করেন অখিলেশ ৷ লেখেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটতে থাকলে, বিজেপি নেতারা গাড়িতে চড়ে ঘুরতেও পারবেন না, গাড়ি থেকে নামতেও পারবেন না ৷’’

আরও পড়ুন : Farmer Death : কৃষক বিক্ষোভে পুলিশের লাঠি, প্রাণ গেল এক বিক্ষোভকারীর

ঘটনার তীব্র নিন্দা করেছেন কৃষকদের গাজিপুর সীমানা কমিটির মুখপাত্র জগতর সিং বাওয়া (Jagtar Singh Bajwa) ৷ তবে একইসঙ্গে, আন্দোলনকারীদের শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, ‘‘কৃষকদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ৷ এবং দেখা উচিত, এই বিষয়ে সংযুক্ত কৃষক মোর্চা কী পদক্ষেপ করে ৷ সংগঠনের তরফে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দেওয়া হবে ৷ আমি সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি ৷’’ অন্যদিকে, কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন ৷ একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমি লাখিমপুর খেরিতে যাচ্ছি ৷’’

লাখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 3 অক্টোবর : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি ৷ ঘটনায় প্রাণ গেল দুই কৃষকের ৷ আহত হয়েছেন আরও অসংখ্য কৃষক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় লাখিমপুর খেরিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ রবিবার আন্দোলনস্থলে আসার কথা ছিল রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্যের (Keshav Prasad Maurya) ৷ কিন্তু তার আগেই আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলের বিরুদ্ধে ৷ আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা ৷ শুরু হয় অশান্তি ৷ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন : Kisan Mahapanchayat : মহাপঞ্চায়েতে উপচে পড়ল ভিড়, কৃষি আইনের বিরোধিতায় 27 তারিখ ভারত বনধের ডাক

কৃষকরা ঠিক করেছিলেন, উপমুখ্যমন্ত্রী আন্দোলনস্থলে এলে তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷ সেই মতো তোড়জোড়ও শুরু করা হয়েছিল ৷ উপমুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যে ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলিও ভেঙে দেন আন্দোলনকারীরা ৷ এমনকী, তিনকোনিয়ায় যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, তারও দখল নিয়ে নেন তাঁরা ৷ সরকারের তরফে স্থির করা হয়েছিল, এদিনের সফরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী ৷ কিন্তু গন্ডগোলের জেরে সেই কর্মসূচিও ভেস্তে যায় ৷

প্রসঙ্গত, এর আগে সম্পূর্ণ নগরের একটি জনসভায় অজয় মিশ্র আন্দোলনরত কৃষকদের সমালোচনা করেছিলেন ৷ ইতিমধ্যেই সম্পূর্ণ নগরের সেই জনসভার ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ৷ তাতে অজয় মিশ্রকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের শুধুমাত্র পালিয়া নয়, গোটা জেলায় খালি করে দেওয়া উচিত ৷’’ এই ঘটনার জেরে অজয় মিশ্রের উপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা ৷ এদিনের ঘটনায় তাতেই ঘৃতাহুতি পড়ে ৷

গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) ৷ ঘটনার জন্য রাজ্য়ের শাসকদল বিজেপিকেই দায়ী করেছেন তিনি ৷ এই প্রসঙ্গে একটি টুইটও করেন অখিলেশ ৷ লেখেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটতে থাকলে, বিজেপি নেতারা গাড়িতে চড়ে ঘুরতেও পারবেন না, গাড়ি থেকে নামতেও পারবেন না ৷’’

আরও পড়ুন : Farmer Death : কৃষক বিক্ষোভে পুলিশের লাঠি, প্রাণ গেল এক বিক্ষোভকারীর

ঘটনার তীব্র নিন্দা করেছেন কৃষকদের গাজিপুর সীমানা কমিটির মুখপাত্র জগতর সিং বাওয়া (Jagtar Singh Bajwa) ৷ তবে একইসঙ্গে, আন্দোলনকারীদের শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, ‘‘কৃষকদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ৷ এবং দেখা উচিত, এই বিষয়ে সংযুক্ত কৃষক মোর্চা কী পদক্ষেপ করে ৷ সংগঠনের তরফে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দেওয়া হবে ৷ আমি সবাইকে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছি ৷’’ অন্যদিকে, কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে যাবেন বলে জানিয়েছেন ৷ একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি বলেন, ‘‘আমি লাখিমপুর খেরিতে যাচ্ছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.